আমাদের আজকের আলোচনার বিষয়ঃ ইন্সপেকশন পিট।
ইন্সপেকশন পিট
ইন্সপেকশন পিট এর সংগা
ইন্সপেকশন-পিট। ভূ-গর্ভস্থ নিউয়ারেজ পাইপের এলাইনমেন্টে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর এবং দিক পরিবর্তনের স্থানে (বাঁকের মুখে) পরিদর্শন এবং পরিষ্কারকরণের যে আয়তাকার/বর্গাকার পিট বা ওপেনিং রাখা হয়, তাকে ইন্সপেকশন-পিট বলে।
বায়ু মল পাইপের পরিষ্কার করণ, পরীক্ষা-নিরীক্ষা ও তত্ত্বাবধানের জন্য মাটির যে কক্ষ বা চেম্বার নির্ণয় করা হয় তাকে ইন্সপেকশন শিট বলে। বিভিন্ন দিক থেকে আগত বায়ু মল এল এ কক্ষে এসে সংযুক্ত হয় এবং সহজেই বাঁক পরিবর্তন করতে পারে। বহু এলাকার জন্য এটি নির্মাণ করা খুবই প্রয়োজন।
ইন্সপেকশন পিটি নির্মাণের উদ্দেশ্য
বাড়ীর ভূ-গর্ভস্থ সিউয়ারেজ পাইপের এলাইনমেন্টের দিক পরিবর্তনের স্থানে (বাঁকের মুখে) ময়লা জমার আশঙ্কার থাকার কারণে ঐ স্থানটির ময়লা ইন্সপেকশন-পিটে ফেলে প্রয়োজনবোধে পরিষ্কার করে বা অন্য দিকে প্রবাহিত করানো হয়।
সেপটিক ট্যাংকের প্রথম চেম্বার সংলগ্ন অবস্থানে ইন্সপেকশন গিট নির্মান করে সেপটিক ট্যাংক এবং ওয়াটার ক্লোজেটের মধ্যবর্তী ময়লাবাহী পাইপটি প্রয়োজনীয় মুহূর্তে পরিষ্কার করার ব্যবস্থা রাখা হয়। এছাড়া ভূ-গর্ভস্থ মেইন সিউয়ারেজ লাইন পরিদর্শন, মেরামত ও পরিষ্কারকরণের নিমিত্তে নির্দিষ্ট দুরত্ব পর পর বড় আকারের বিশেষ ধরনের ইন্সপেকশন-পিট নির্মাণ করা হয়।
ইন্সপেকশন পিটের ব্যবহার ক্ষেত্র
ভূ-গর্ভস্থ সিউয়ারেন্স পাইপের এলাইনমেন্টের দিক পরিবর্তনের স্থানে (বাঁকের মুখে), ওয়াটার ক্লোজেটের আউটলেট পয়েন্ট, সেপটিক ট্যাংকের ইনলেট পয়েন্ট ইত্যাদি। তাছাড়া ভূ-গর্ভস্থ মেইন সিউয়ারেজ লাইন পরিষ্কারকরণের নিমিত্তে নির্দিষ্ট দুরত্ব পর পর (প্রতি ৩০ মি. অন্তর) বড় আকারের বিশেষ ধরনের ইন্সপেকশন-পিট ব্যবহার করা হয়।
অনুশীলনী – ২৮
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। ইন্সপেকশন-পিট কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। ইন্সপেকশন-পিট বলতে কী বোঝ?
রচনামূলক প্রশ্ন।
১। ইন্সপেকশন-পিট নির্মাণের উদ্দেশ্য বর্ণনা কর।
২। ইন্সপেকশন-পিটের ব্যবহার ক্ষেত্র বর্ণনা কর।
আরও দেখুনঃ