সিভিল কন্সট্রাকশন ইন্সপেকশন পিট | অধ্যায়-১৭ | সিভিল কন্সট্রাকশন ২

আজকে আমাদের আলোচনার বিষয় – সিভিল কন্সট্রাকশন ইন্সপেকশন পিট যা অধ্যায়-১৭ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।

তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

সিভিল কন্সট্রাকশন ইন্সপেকশন পিট

ইন্সপেকশন পিট

এটি সাধারণত ১ মিটার গভীর একটি চেম্বার যাতে একজন ব্যক্তি পূর্ণভাবে প্রবেশ না করেই কাজ সম্পাদন করতে পারে। একটি ড্রেন বা সিউয়ারের উপর ইন্সপেকশন-পিট বা চেম্বার নির্মাণ করা হয় যাতে পর্যবেক্ষণ, পরীক্ষা, ব্যবস্থাপনা, ময়লা বা অন্য কোন বস্তু অপসারণ, সকল ক্ষেত্রেই মাটিতে দাঁড়িয়ে থেকে সম্পন্ন করা সম্ভব হয়। চিত্রে এ ধরণের একটি ইন্সপেকশন-পিটের প্লান ও সেকশন দেখানো হলো।

 

সিভিল কন্সট্রাকশন ইন্সপেকশন পিট
চিত্রঃ ইন্সপেকশন-পিটের ছবি

 

সিভিল কন্সট্রাকশন ইন্সপেকশন পিট
চিত্রঃ ইন্সপেকশন-পিট প্লান ও সেকশন

ইন্সপেকশন পিটের অবস্থান

১। সাধারণত নিয়মিত সহজে পরিষ্কার করার জন্য ড্রেন বা সিউয়ার এর উপর।

২। যেখানে ড্রেন বা সিউয়ার যুক্ত বা দিক পরিবর্তন করেছে।

৩। পৌর সিউয়ারে বাসাবাড়ির সিউয়ার যুক্ত হওয়ার আগে দেওয়া হয়।

৪। বাসাবাড়িতে ড্রেন বা নালার গ্রেড বা গভীরতা পরিবর্তনের স্থানে।

৫। সেপ্টিক ট্যাংকে সিউয়ার পাইপ প্রবেশের আগে।

ইন্সপেকশন পিটের প্রয়োজনীয়তা

১। নিয়মিত সহজে ড্রেন বা সিউয়ার পরিষ্কার করা যায়।

২। লম্বা ড্রেন বা সিউয়ারের কোণে বাঁধা বা ব্লক দেখা দিলে এ পিটের সাহায্যে তা সমাধান করা যায়।

৩। সিউয়ার পাইপের দিক, গ্রেড বা গভীরতা পরিবর্তনে।

৪। সেপ্টিক ট্যাংকে সিউয়ার পাইপ প্রবেশের আগে পিট থাকাতে পর্যবেক্ষণে সহায়তা হয়।

৫। লম্বা পাইপের নিয়মিত দূরত্বে এই ধরনের পিট দিয়ে ডিজাইন করতে এবং ঢাল ঠিক রাখতে সুবিধা হয়।

৬। মাটিতে থেকেই এটা রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। ইন্সপেকশন পিট কি?

সংক্ষিপ্ত প্রশ্ন

১। ইন্সপেকশন পিটের অবস্থান নির্ণয় কর।

২। ইন্সপেকশন পিটের প্রয়োজনীয়তা উল্লেখ কর।

আরও দেখুন :

Leave a Comment