আজকে আমাদের আলোচনার বিষয় – ডিস্ট্রিবিউশন বোর্ড যা অধ্যায়-২১ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
ডিস্ট্রিবিউশন বোর্ড
সিঙ্গেল ফেজ ও থ্রি-ফেজ এর বর্ণনা
ফেজ অর্থ দশা বা অবস্থান। এসি সাপ্লাইয়ে ফেজ বলতে কারেন্ট ও ভোল্টেজের মান, দিক এবং অবস্থানকে বোঝায়। সার্কিটের এসি প্রবাহের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ ও ফেজ কারেন্ট-এর মধ্যবর্তী কৌণিক দূরত্বকে ফেজ অ্যাঙ্গেল বলে। যদি ভোল্টেজ অপেক্ষা কারেন্ট এগিয়ে থাকে, তবে তাকে লিডিং অ্যাঙ্গেল এবং যদি ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকে তবে তাকে ল্যাগিং অ্যাঙ্গেল বলে।
যদি ভোল্টেজ ও কারেন্ট-এর মধ্যে কোনো কৌণিক দূরত্ব না থাকে অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল শূন্য হয়, তবে বলা হয় ভোল্টেজ ও কারেন্ট এক ফেজে আছে। খাঁটি রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজ ও কারেন্ট একই ফেজে থাকে। আমাদের দেশে কোনো কোনো স্থানে এসি এক-ফেজ সিস্টেম আবার কোনো স্থানে এসি তিন-ফেজ সিস্টেম ব্যবহৃত হয়। তবে এক ফেজ সিস্টেমের তুলনায় থ্রি-ফেজ সিস্টেমের সুবিধা অনেক বেশি।
থ্রি-ফেজ ব্যবস্থায় তিনটি পরিবাহীর (ফেজ) মধ্য দিয়ে একই কম্পাঙ্কের এমন তিনটি পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত করা হয় যাদের যে কোনো এক মূহুর্তের তড়িৎ প্রবাহের মান এক সমান থাকে না। একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহকে মানদন্ড হিসেবে বিবেচনা করে বাকি দুটি তড়িৎ প্রবাহকে একটি পূর্ন তড়িৎ প্রবাহ চক্রের (cycle) যথাক্রমে এক-তৃতীয়াংশ ও দুই তৃতীয়াংশ পিছিয়ে (delay) দেয়া হয়। তিনটি ফেজের মধ্যে এই চক্র পার্থক্যের কারনে একটি পূর্ণ তড়িৎ চক্রে সঞ্চারিত তড়িৎ শক্তি সবসময় সমান থাকে এবং এই চক্র পার্থক্যই বৈদ্যুতিক মোটরের মধ্যে পরিবর্তী চৌম্বক ক্ষেত্র তৈরি করে।
আবাসিক বিদ্যুৎ ব্যবস্থা এবং আবাসিক বৈদ্যুতিক লোড প্রধানত এক-ফেজের হয়ে থাকে। তাই থ্রি-ফেজ ব্যবস্থা থেকে সরাসরি আবাসিক ভবনে সংযোগ দেয়া হয় না। যদি কোনো স্থানে দেয়া হয়ও তাহলে তিনটি ফেজকে প্রধান বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন-বোর্ড থেকেই আলাদা করে দেয়া হয় এবং পৃথক পৃথক লোডগুলো যে কোনো একটি ফেজ থেকে সংযোগ পায়।
বিভিন্ন প্রকার ডিস্ট্রিবিউশন বোর্ড-এর বর্ণনা
বাসা-বাড়ি, ওয়ার্কশপ, কলকারখানায় ব্যবহৃত বৈদ্যুতিক লোডে বিদ্যুৎ সরবরাহের জন্য বাইরে থেকে বা বিদ্যুৎ বিতরণ সংস্থা থেকে যে বোর্ডে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়, সেটাই ডিস্ট্রিবিউশন-বোর্ড। এটি খুব সাধারণ ধরনের ফিটিংস এবং বাসা-বাড়ির সিঁড়ির নিচে বসানো থাকে। ডিস্ট্রিবিউশন-বোর্ড এর প্রকার মূলত নির্ভর করে তার লোড বহন করার ক্ষমতার উপর ভিত্তি করে। লোড ও ব্যবহার স্থান ভেদে ডিস্ট্রিবিউশন-বোর্ড তিন প্রকার, যথা-
১) মেইন ডিস্ট্রিবিউশন-বোর্ড
২) ডিস্ট্রিবিউশন-বোর্ড
৩) সাব ডিস্ট্রিবিউশন-বোর্ড
আবার কারেন্ট বহন ক্ষমতার উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশন-বোর্ড (Dimension H×W×D) m.m ১৫, ৩০, ৫০, ১০০, ২০০, ৩০০ পর্যন্ত হতে পারে এবং ফেল্প পদ্ধতির উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশন-বোর্ডকে সিঙ্গেল ফেজ ও থ্রি-ফেজ এ দুভাবে ভাগ করা যেতে পারে।
ডিস্ট্রিবিউশন বোর্ড-এর প্রকারভেদ


একটি ডিস্ট্রিবিউশন-বোর্ডে সাধারণত নিম্নলিখিত যন্ত্রপাতি ও মালামাল থাকে, যথা-
১. ডাবল পোল সার্কিট ব্রেকার
২. সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার
৩. মিনিয়েচার কারেন্ট ট্রান্সফরমার
৪. ভোল্ট মিটার
৫. অ্যাম্পিয়ার মিটার
৬. এনার্জি মিটার
৭. বিভিন্ন প্রকার ইন্ডিকেটর
৮. কানেক্টর বা কানেকশন পয়েন্ট
৯. আর্থিং কানেকশন
১০. ইউটিলিটি পোল এবং
১১. বিভিন্ন প্রকার ক্যাবল বা তার (১.৫ মি.মি., ২.৫ মি.মি., ৪ মি.মি., ৬ মি.মি., ৮ মি.মি.,)

অনুশীলনী – ২১
অতি সংক্ষিপ্ত:
১। ডিস্ট্রিবিউশন-বোর্ড কী?
২। সিঙ্গেল ফেজ কী?
৩। থ্রি-ফেজ কী?
৪। ডিস্ট্রিবিউশন-বোর্ড কয় প্রকার?
৫। একটি ডিস্ট্রিবিউশন বোর্ডে কী কী যন্ত্রপাতি ও মালামাল থাকে?
সংক্ষিপ্ত:
১। সিঙ্গেল ফেজ ও থ্রি-ফেজ কী তা বর্ণনা কর।
২। বিভিন্ন প্রকার ডিস্ট্রিবিউশন-বোর্ড-এর বর্ণনা কর।
৩। ডিস্ট্রিবিউশন বোর্ড-এর প্রকারভেদ উল্লেখ কর।
রচনামূলক:
১। ডিস্ট্রিবিউশন বোর্ড কয় প্রকার? বিভিন্ন প্রকার ডিস্ট্রিবিউশন-বোর্ড এর বর্ণনা কর।
২। একটি ডিস্ট্রিবিউশন বোর্ডে যে সকল যন্ত্রপাতি ও মালামাল থাকে তার পরিচয় উল্লেখ কর।
আরও দেখুন :