আমাদের আজকের আলোচনার বিষয়ঃ বিল্ডিং মেইনটেন্যান্সের ডিস টেম্পার।
বিল্ডিং মেইনটেন্যান্সের ডিস টেম্পার
ডিস্টেম্পারের উদ্দেশ্য
Distemper শোভাকর এবং ছবি চিত্রাঙ্কনের একটি ঐতিহাসিক মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, binders হিসাবে আঠা বা তিনি তেল অন্তর্ভুক্ত হতে পারে।
ডিস্টেম্পার করার জন্য পদ্ধতি
১। ডালের ব্রাশ দিয়ে সারফেস ঘষে নিতে হবে।
২। পা দিয়ে সারফেস পরিষ্কার করতে হবে।
৩। নির্বাচিত সারফেস অবশ্যই মসৃণ হতে হবে অথবা মসৃণ করে নিতে হবে।
৪। পুরাতন পৃষ্ঠ হলে আগের প্লাস্টার ডিস টেম্পার তুলে ফেলতে হবে।
৫। কোনো গর্ত থাকলে প্লাস্টার অব প্যারিস নিয়ে অথবা চকপাউডার+ডিস টেম্পারদিয়ে পেস্ট তৈরি করে গর্ত ভরাট করতে হবে।
৬। নতুন পৃষ্ঠ হলে ভিজা অবস্থায় ডিসেম্পার করা যাবে না।
ডিস্টেম্পার করার পদ্ধতি
কাজের ধাপ:
১। কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করতে হবে।
২। তাদের ব্রাশ দিয়ে সারফেস ঘষে নিতে হবে।
৩। ঝাড়ু দিয়ে সারফেস পরিষ্কার করতে হবে।
৪। পাত্রের মধ্যে ডিস্টেম্পার পাউডার নিয়ে গরম পানি দিয়ে পেস্ট তৈরি করতে হবে।
৫। পেস্ট ঠাণ্ডা হলে নরমাল পানি মিশিয়ে প্রয়োজনীয় তারল্য সৃষ্টি করতে হবে।
৬। নির্বাচিত সারফেসে প্রথম প্রলেপ চকওয়াশ (চক পাউডার + পানি) প্রয়োগ করতে হবে।
৭। চক ওয়াশ করা পৃষ্ঠ শুকাবার পর হেয়ার ব্রাশ দিয়ে ডিস্টেম্পার প্রয়োগ করতে হবে। কে কোর্টে প্রথমে অনুভূমিক এবং সাথে সাথেই খাড়া ভাবে ব্রাশ করতে হবে।
৮। প্রথম প্রলেপ শুকানোর পর দ্বিতীয় প্রলেপ একইভাবে প্রয়োগ করতে হবে।
সাবধানতা :
১। নির্বাচিত সারফেস অবশ্যই মসৃণ হতে হবে অথবা মসৃণ করে নিতে হবে।
২। পুরাতন পৃষ্ঠ হলে আগের প্লাস্টার ডিস্টেম্পার তুলে ফেলতে হবে।
৩। কোনো গর্ত থাকলে প্লাস্টার অব প্যারিস দিয়ে অথবা চকপাউডার+ডিস টেম্পারদিয়ে পেস্ট তৈরি করে গর্ত ভরাট করতে হবে।
৪। নতুন পৃষ্ঠ হলে ভিজা অবস্থায় ডিস টেম্পারকরা যাবে না।
৫। কাজ করার সময় ডিস্টেম্পার মাঝে মাঝে মিশিয়ে নিতে হবে।
৬। একসাথে প্রয়োজনের অতিরিক্ত ডিস্টেম্পার তৈরি করা উচিত নয়।
৭। উত্তম কাজের জন্য ভালো মানের হেয়ার ব্রাশ ব্যবহার করতে হবে।
৮। ডিস্টেম্পার ব্যবহারে বিরতির সময় পাত্রের মুখ বন্ধ রাখতে হবে।
৯। ডিস্টেম্পারের অধিক গাঢ় বা অধিক পাতলা দ্রবণ কার্যোপযোগী নয়।
১০। কাজ শেষে ব্রাশ ভালোভাবে ধুয়ে রাখতে হবে।
অনুশীলনী – ২৩
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। ডিস্টেম্পার কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন
১। ডিস টেম্পারের উদ্দেশ্য লেখ?
২। ডিস টেম্পারের উপাদান কয়টি ও কী কী?
৩। ডিস্টেম্পার করার জন্য দেয়ালের গাত্র প্রস্তুত করার পদ্ধতি লেখ।
রচনামূলক প্রশ্ন
১। ডিস্টেম্পার করার পদ্ধতি বর্ণনা কর।
২। ডিস্টেম্পার এ সাবধানতা আলোচনা কর।
আরও দেখুনঃ