আজকের আলোচনার বিষয়ঃ বিল্ডিং মেইনটেন্যান্স ২ – এসএসসি, ভোকেশনাল
বিল্ডিং মেইনটেন্যান্স ২ – এসএসসি, ভোকেশনাল
Table of Contents
বিল্ডিং মেইনটেন্যান্স ২ – এসএসসি, ভোকেশনাল
শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প- ২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ শিক্ষাবর্ষ হতে সকলস্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আরও আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তর থেকে শুরু করে ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তকসমূহ চার রঙে উন্নীত করে আকর্ষণীয়, টেকসই ও বিনামূল্যে বিতরণ করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে; যা একটি ব্যতিক্রমী প্রয়াস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রচিত ভোকেশনাল স্তরের ট্রেড পাঠ্যপুস্তকসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৭ শিক্ষাবর্ষ থেকে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে। উন্নতমানের কাগজ ও চার রঙের প্রচ্ছদ ব্যবহার করে পাঠ্যপুস্তকটি প্রকাশ করা হলো।
বানানের ক্ষেত্রে সমতা বিধানের জন্য অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানান রীতি। ২০১৮ সালে পাঠ্যপুস্তকটির তত্ত্ব ও তথ্যগত পরিমার্জন এবং চিত্র সংযোজন, বিয়োজন করে সংস্করণ করা হয়েছে। পাঠ্যপুস্তকটির আরও উন্নয়নের জন্য যে কোনো গঠনমূলক ও যুক্তিসংগত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচিত হবে। শিক্ষার্থীদের হাতে সময়মত বই পৌঁছে দেওয়ার জন্য মুদ্রণের কাজ দ্রুত করতে গিয়ে কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে।
পরবর্তী সংস্করণে বইটি আরও সুন্দর, প্রাঞ্জল ও ত্রুটিমুক্ত করার চেষ্টা করা হবে। যাঁরা বইটি রচনা, সম্পাদনা, প্রকাশনার কাজে আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের জানাই আন্তরিক ধন্যবাদ। পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পাঠ করবে এবং তাদের মেধা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করি ।
বিল্ডিং মেইনটেন্যান্স ২ – এসএসসি, ভোকেশনালের সূচিপত্র
১ম পত্র
- কাঠ ও টিম্বার
- কাঠের বিকল্প দ্রব্যাদি
- কাঠের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি
- কাঠের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি
- কাঠের কাজের জোড়
- কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার
- কাঠের কাজে ব্যবহৃত গ্লু
- কাঠের কাজে ব্যবহৃত পলিশিং
- ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স
- ইলেকট্রিশিয়ানের হ্যান্ড টুলস
- কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স
- ওহমের সুত্র
- বৈদ্যুতিক তার ও ক্যাবল
- বৈদ্যুতিক সার্কিট
- সিরিজ সার্কিট
- প্যারালাল সার্কিট
- সিরিজ প্যারালাল (মিশ্র) সার্কিট
- বৈদ্যুতিক তারের জয়েন্ট
- ল্যাম্প হোল্ডার
- বৈদ্যুতিক সুইচ
- সকেট, প্লাগ ও সিলিং রোজ
- বিল্ডিং মেইনটেন্যান্সের ফিউজ
- সার্কিট ব্রেকার
- একটি বাতি একটি সুইচ এবং দুইটি বাতি ও একটি সকেট তিনটি সুইচ
- একটি বাতি দুইটি সুইচ দিয়ে ও একটি বাতি দুই এর অধিক সুইচ
- টিউব লাইটসহ বিভিন্ন প্রকার বৈদ্যুতিক বাল্ব
- সিলিং ফ্যান
- ব্যবহারিক
- জব তালিকা
২য় পত্র
- দরজা-জানালা ও আসবাবপত্রে ব্যবহৃত কাঠ পরিচিতি
- দরজার আদর্শ সাইজ
- জানালার আদর্শ সাইজ
- কিচেন কেবিনেট
- বিল্ট ইন ওয়ারড্রোব
- পার্টিশন ও সিলিং নিৰ্মাণ কৌশল
- সেন্টারিং, সাটারিং ও ফর্মওয়ার্ক
- স্কেফোল্ডিং ও শোরিং
- প্লাম্বিং সিস্টেম
- পানির ট্যাংক
- বিল্ডিং মেইনটেন্যান্সের ট্র্যাপ
- সেপটিক ট্যাংক
- সোক পিট
- ইমারতে গ্যাস লাইন সংযোগ
- বিল্ডিং মেইনটেন্যান্সের ওয়্যারিং
- চ্যানেল ওয়ারিং
- সারফেস কন্ডুইট ওয়্যারিং
- কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং
- সার্ভিস এন্ট্রান্স
- বিল্ডিং মেইনটেন্যান্সের আর্থিং
- ডিস্ট্রিবিউশন বোর্ড
- বিল্ডিং মেইনটেন্যান্সের অ্যাভোমিটার
- বৈদ্যুতিক এনার্জি মিটার
- হ্যান্ড ড্রিল মেশিন
- এক্সজস্ট ফ্যান
- পাম্প মোটর (সিঙ্গেল ফেজ)
- বিল্ডিং মেইনটেন্যান্সের জেনারেটর
- ব্যবহারিক
- জব তালিকা
আরও দেখুনঃ