বড় সেতুগুলোতে টোলের হার | সেতু বিভাগ

সেতু বিভাগের আওতার বড় সেতুগুলোতে টোলের হার বিষয়ে সর্বশেষ আপডেট রয়েছে এখানে। সেতু বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন একটি বাংলাদেশ সরকারী বিভাগ যা বাংলাদেশে ১.৫ কিলোমিটারের চেয়ে দীর্ঘ সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে থাকে।

বড় সেতুগুলোতে টোলের হার

 

বড় সেতুগুলোতে টোলের হার:

পদ্মা বহুমুখী সেতু:

পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহন করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে।

পদ্মা সেতু [ Padma Bridge ]
পদ্মা বহুমুখী সেতু [ Padma Multipurpose Bridge ]
পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার।

পদ্মা বহুমুখী সেতুর টোল হার:

ক্রমিক নংযানবাহনের শ্রেণীটোল হার (টাকা)
১।মোটর সাইকেল১০০.০০
২।কার, জীপ৭৫০.০০
৩।পিকআপ১২০০.০০
৪।মাইক্রোবাস১৩০০.০০
৫।ছোট বাস (৩১ আসন বা তার কম)১৪০০.০০
৬।মাঝারী বাস (৩২ আসন বা এর বেশী)২০০০.০০
৭।বড় বাস (৩ এক্সেল)২৪০০.০০
৮।ছোট ট্রাক (পাঁচ টন পর্যন্ত)১৬০০.০০
৯।মাঝারী ট্রাক (৫ টনের অধিক হতে ৮ টন পর্যন্ত)২১০০.০০
১০।মাঝারী ট্রাক (৮ টনের অধিক হতে ১১ টন পর্যন্ত)২৮০০.০০
১১।ট্রাক (৩ এক্সেল)৫৫০০.০০
১২।ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত)৬০০০.০০
১৩।ট্রেইলার (৪ এক্সেলের অধিক)৬০০০.০০ + প্রতি এক্সেল ১৫০০.০০

 

বড় সেতুগুলোতে টোলের হার

 

বঙ্গবন্ধু সেতু

বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বে ১১শ এবং দক্ষিণ এশিয়ার 5ষ্ঠ দীর্ঘতম সেতু।

বঙ্গবন্ধু সেতু [ Bangabandhu Bridge ]
যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তানিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীন পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। পরবর্তিতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেয়া হয় ১৯৪৯ সালে। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর এর কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

বঙ্গবন্ধু সেতুর টোলের হার

মোটর সাইকেল৫০.০০
হালকা যানবাহন (কার/জীপ)৫৫০.০০
হালকা যানবাহন (মাইক্রো,পিকআপ) (১.৫ টন এর কম)৬০০.০০
ছোট বাস (৩১ আসন বা এর কম)৭৫০.০০
বড় বাস (৩২ আসন বা এর বেশি)১০০০.০০
ছোট ট্রাক (৫ টন পর্যন্ত)১০০০.০০
মাঝারি ট্রাক (৫ টন হতে ৮ টন পর্যন্ত)১২৫০.০০
মাঝারি ট্রাক (৮ টন হতে ১১ টন পর্যন্ত)১৬০০.০০
ট্রাক (৩ এক্সেল)২০০০.০০
ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত)৩০০০.০০
ট্রেইলার (৪ এক্সেলের অধিক)৩০০০.০০+ প্রতি এক্সেল ১০০০.০০
ট্রেনবাৎসরিক ১ কোটি টাকা

 

মুক্তারপুর সেতু

মুক্তারপুর সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু। এটি ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামেও পরিচিত। ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু মুন্সীগঞ্জ জেলার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি ৬ষ্ঠ মুক্তারপুর সেতু নামেও পরিচিত। মুন্সীগঞ্জ জেলা সদর থেকে প্রায় চার কিমি দূরে মুক্তারপুর নামক স্থানে ধলেশ্বরী নদীর উপর দিয়ে নির্মিত এ ব্রীজটি ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ এর যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মুক্তারপুর সেতু [ Muktarpur Bridge ]
সেতুটি নির্মিত হবার আগে এই অঞ্চলের মানুষ নদীটি ট্রলারে পার হত আর যানবাহন ফেরিতে পারাপার করতে হত। ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার মধ্যে সরাসরি যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর ওপর ১৫২১ মিটার দীর্ঘ মুক্তারপুর সেতুর নির্মাণ কাজ ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হয়।

মুক্তারপুর সেতুর টোলের হার

ভ্যান (৩ চাকা বিশিষ্ট)/মটর সাইকেল১৫.০০
সিএনজি/অটোরিক্সা (৩ চাকা বিশিষ্ট)৩০.০০
কার//টেম্পু৫০.০০
জীপ/মাইক্রো/পিক-আপ (৪ চাকা বিশিষ্ট)৫০.০০
ছোট বাস (৩১ আসন বা এর কম)১৫০.০০
বড় বাস (৩০ আসন বা এর বেশী)২৫০.০০
ছোট ট্রাক (৫ টন পর্যন্ত)২০০.০০
মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন পর্যন্ত)২৫০.০০
মাঝারি ট্রাক (৮ টন হতে ১১ টন পর্যন্ত)৬০০.০০
ট্রাক (৩ এক্সেল পর্যন্ত)৮০০.০০
ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত)১০০০.০০
ট্রেইলার (৪ এক্সেলের অধিক)১০০০.০০+ প্রতি এক্সেল ৫০০.০০

 

আরও পড়ুন:

Leave a Comment