আমাদের আজকের আলোচনার বিষয়: মালামাল ও শ্রমের পরিমাণ। যেকোনো সিভিল ওয়ার্ক করাতে গেলে প্রথমে বাজেট নির্ধারণের জন্য আপনাকে মালামাল ও শ্রমের পরিমাণ নির্ধারণ করে নিতে হবে। এই পাঠটি আপনাকে সেই পরিমাণ নির্ধারণে সহায়তা করবে।
Table of Contents
মালামাল ও শ্রমের পরিমাণ
মালামাল ও শ্রমের পরিমাণ নিরূপণ পদ্ধতি
ভিত্তির জন্য মাটি খনন কাজের পরিমাণ নিরূপণ পদ্ধতি। সকল শ্রেণির মাটিতে 30 মিটার চালনা দূরত্বে এবং 1.5 মিটার উত্তোলন বা গভীরতা পর্যন্ত পরিখা খননের জন্য 10 ঘনমিটার মাটি খননে বিভিন্ন শ্রেণির শ্রমের পরিমাণ দেয়া হলো :
রাজমিস্ত্রি = ১/৬
সাধারণ শ্রমিক বা মজুর = ৪ জন।
উক্ত হিসাব অনুযায়ী 100 ঘনমিটার মাটি খননের জন্য শ্রমের পরিমাণ হবে- রাজমিজি = ১০ = ১ — জন মজুর = ৪ x ১০ = ৪০ জন।
তবে 1.5 মিটারের বেশি হলে প্রতি 1.5 মিটার গভীরতার জন্য মঞ্জুর এবং ৩০ মিটারের অতিরিক্ত প্রতি ৩০ মিটার চালনা দূরত্বের জন্য মজুর যোগ করা হয়। শোরিং এর জন্য মোট শ্রমের খরচের সাথে অতিরিক্ত ২৫% মঞ্জুর যোগ করতে হয়।
ইটের সোলিং কাজের পরিমাণ নিরূপণ পদ্ধতি
দালানের বুনিয়াদে এবং মেঝেতে ইট বিছানোর হয়। কীরূপে এবং কত স্তর ইট বিছাতে হবে, তা নকশায় নির্দেশ করা থাকে। বালু দিয়ে ইটের মধ্যবর্তী ফাঁক এই আইটেমের অন্তর্ভুক্ত। ইটের আকার প্রচলিত ইটের ক্ষেত্রে ২৫৪ মি.মি. x ১২৭ মি.মি. x ৭৬ মি.মি. ( 92″ x 42 x 22 এবং মেট্রিক ইটের ক্ষেত্রে আকার 200 মি.মি x 100 মি.মি. x 100 মি.মি.। আর প্রতি বর্গমিটার জায়গায় 0.15 ঘনমিটার চিকন বালির প্রয়োজন হয়।
(ক) প্রচলিত ইটে এক বর্গমিটার জায়গায় এক স্তর ইটের ফ্লাট সোলিং-এর জন্য ইটের প্রয়োজন 1.00 0.255 x 0.127 =৩১ টি।
(খ) মেট্রিক ইটে এক বর্গমিটার জায়গায় এক স্তর ইটে ফ্লাট সোলিং-এর জন্য ইটের প্রয়োজন 1.00 0.20 x 0.100 = ৫০ টি।
সুতরাং, 100 বর্গমিটার জায়গায় ইটের সোলিং জন্য ইটের প্রয়োজন, প্রচলিত ইট = 31 x 100 3100 টি এবং মেট্রিক ইট = 50 x 100 = 5000 টি। আবার, এক বর্গমিটার জায়গায় এক স্তর ইটের ফ্লাট সোলিং-এর জন্য চিকন বালির প্রয়োজন = 0.30 ঘন মিটার।
৩০.৩ হেরিং বোন বন্ড কাজের পরিমাণ নিরূপণ পদ্ধতি।
10 মিটার দৈর্ঘ্য ব্রিক অন এন্ড এজিং (রাস্তার কিনারে খাড়াভাবে এটা বসানো) এর জন্য মালামাল ও শ্রমের পরিমাণে নিম্নরূপঃ
10 প্রচলিত ইট = 0.17 = 78.74 = 79 টি এবং মেট্রিক ইট = 10 0.100 = 100 টি।
বালি = 0.06 ঘনমিটার।
রাজমিস্ত্রী = জন। 4
শ্রমিক = 1 জন।
বিভিন্ন অনুপাতে ১২.৫ সেমি (৫”) পুরু ইটের গাঁথুনির পরিমাণ নিরূপণ পদ্ধতি
১০ ঘন মিটার ইটের গাঁথুনির কাজ করিতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর পরিমাণ নির্ণয়
মনে করি অনুপাত ১৬
ড্রাই মর্টার = ১০ x ৩৫% = ৩.৫ ঘনমিটার
অনুপাতের যোগফল + ৬ = ৭
প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর পরিমান
ইট = = ৪০৭৯ থানা
সিমেন্ট (0.4 x 3) १ = ০.৫০ ঃ মিঃ=০.৫০ x ৩০ ব্যাগ = ১৫ ব্যাগ
বালি = (৩.৫ x 6 ) १ = ৩.০০ ঘনমিটার
(নোট= এক ঘনমিটার সিমেন্টের কাজে ৩০ ব্যাগ সিমেন্ট লাগে)
বিভিন্ন অনুপাতে সিমেন্ট প্লাস্টার কাজের পরিমাণ নিরূপণ পদ্ধতি
দেয়ালে প্লাস্টারের পরিমাণ নির্ণয়- ড্রইং রুমের আকার = ৫ মি. x ৩.৫০ মি.
চার দেওয়ালের দৈর্ঘ্য =২ (৫+৩.৫০)= ১৭ মিটার
দেয়ালের উচ্চতা =৩ মিটার
প্লাস্টার কাজের পরিমাণ=১৭ x ৩ = ৫১ বর্গমিটার
শূন্য স্থানের জন্য।
# বাদের হিসাব:
দরজার মাপ =৯০ x ২১০ সেমি এবং সংখ্যা = ২ টি
জানালার মাপ = ১৫০ x ১২০ সেমি এবং সংখ্যা = ২ টি ফাকা অংশের উভয় পাশ প্লাস্টার করা হলে এক পাশের মাপ বাদ দেওয়া হয় এবং জ্যাম্ব, সফিট, সিলের জন্য অপর পাশ ধরা হয়। এক্ষেত্রে ফাঁকা অংশের মধ্যে স্থাপিত দরজা-জানালা, দেয়ালের মাঝ বরাবর স্থাপিত হয় বলে ভিতরের প্লাস্টারের কোন মাপ বাদ দেওয়া হয় না। নিচে ফাঁকা অংশের পরিমাণ সম্পূর্ণ বাদ দিয়ে হিসাব দেখানো হলো-
ফাঁকা অংশের পরিমাণ (2 x 0.0 2.1 2.0 x 1.20 ) – ৭.৩৮ বর্গমিটার প্রকৃত প্লাস্টারের পরিমাণ = ৫১-৭.৩৮ = ৪৩.৬২ বর্গমিটাগ
নতুন কাজে চুনকামের পরিমাণ নিরূপণ পদ্ধতি
নতুন পৃষ্ঠে তিন কোট চুনকাম (প্রাইম কোটের উপর দুই কোট চুনকাম) :
ধরি কাজের পরিমাণ = 100 মিটার।
১। পাথুরে চুন + কলিচুন = 30 কেজি
২। গাম / আঠা = 0.15 কেজি
৩। নীল রঙ = 0.15 কেজি
৪। পানি = পরিমাণ মতো
নতুন কাজে পেইন্টিং-এর পরিমাণ নিরূপণ পদ্ধতি
কাজের পরিমাণ = 40 বর্গমিটার।
সিনথেটিক এনামেল পেইন্ট = 6.5 লিটার (প্রায় 28 বর্গমিটারে 4.54 লিটার হিসাবে)
রং মিস্ত্রী = 4 জন
শ্রমিক জন।
জলছাদে কাজের পরিমাণ নিরূপণ পদ্ধতি
মাল সামগ্রীর হিসাব
কাজের পরিমাণ = 10 ঘনমিটার
কাজের অনুপাত = 2:27 (চুন সুরকি খোয়া )
অনুপাতের যোগফল = 2 + 2 + 7 = 11
আদ্র মসলার পরিমাণ = 10 x 1.5 = 15 ঘনমিটার।
15 =11×2=2.73 চুন = 11 x 2 = 2.73 ঘনমিটার।
15 সুরকি = x 2 = 2.73 ঘনমিটার।
খোয়া = x 7 = 9.55 ঘনমিটার।
১ ২ ৪ অনুপাতে আরসিসি কাজে ১% হারে লোহা ধরে মালামালের পরিমাণ নিরূপণ পদ্ধতি
আর. সি. সি. কাজের পরিমাণ = 10 ঘনমিটার
শুষ্ক আয়তন = 10 x 1.5 = 15 ঘনমিটার।
মশলার অনুপাত = 1:2:4
1 সিমেন্টের পরিমাণ = 15 x = = 214 ঘনমি = 64.28 ব্যাগ 1 ঘন.মি. সিমেন্ট = 30 ব্যাগ
বালির পরিমাণ = 15 x = = 4.28 v – -= 4.28 ঘনমিটার।
খোয়ার পরিমাণ = 15 x = ঘনমিটার = 8.57 ঘনমিটার
অনুশীলনী – ৩০
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। পরিখা কী?
২। ইটের সোলিং কাকে বলে?
৩। হেরিং বোন বন্ড কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্ন :
১। ইটের প্রচলিত আকার লেখ।
২। ব্রিক অন এন্ড এজিং বলতে কী বোঝ ?
রচনামূলক প্রশ্ন
১। পরিখা খননের জন্য বিভিন্ন শ্রেণির শ্রমের পরিমাণ নির্ণয় কর।
২। ইটের সোলিং কাজের পরিমাণ নির্ণয় কর।
৩। হেরিং বোন বস্তু এর জন্য মালামাল ও শ্রমের পরিমাণ নির্ণয় কর।
৪। ১০ ঘন মিটার ইটের গাঁথুনির কাজ করিতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর পরিমাণ নির্ণয় কর।
৫। বিভিন্ন অনুপাতে সিমেন্ট প্লাস্টার কাজের পরিমাণ নির্ণয় কর।
৬। নতুন কাজে চুনকামের পরিমাণ নির্ণয় কর।
৭। নতুন কাজে পেইন্টিং-এর পরিমাণ নির্ণয় কর।
৮। জলছাদে কাজের পরিমাণ নির্ণয় কর।
৯। ১:২:৪ অনুপাতে আরসিসি কাজে ১% হারে লোহা ধরে মালামালের পরিমাণ নির্ণয় কর।
আরও দেখুনঃ