আমাদের আজকের আলোচনার বিষয়ঃ বিল্ডিং মেইনটেন্যান্সের পেইন্ট।
বিল্ডিং মেইনটেন্যান্সের পেইন্ট
পেইন্টের সংগা
পেইন্ট হচ্ছে রঞ্জক পদার্থ (কালারিং পিগমেন্ট), তরল বাইন্ডার এবং এক বা একাধিক কঠিন পদার্থের সংমিশ্রণে তৈরি একপ্রকার তরল মিশ্রণ / দ্রবণ। বিভিন্ন কালারিং পিগমেন্ট মিশ্রণের এই দ্রবণকে নির্মাণ অবকাঠামো (কংক্রিট/প্লাস্টার) এর এক্সপোজড সারফেসে প্রয়োগ এবং শুকিয়ে নিয়ে অবকাঠামো এক্সপোজড সারফেসকে সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি আবহাওয়া, ক্ষয় এবং অন্যান্য রাসায়নিক ও অন্যান্য জৈবিক ক্রিয়া থেকে রক্ষা করে।
পেইন্টের উপাদান।
বিভিন্ন প্রকার পেইন্ট
* অ্যালুমিনিয়াম পেইন্ট
* সিমেন্ট পেইন্ট
* কোলটার পেইন্ট
* এনামেল পেইন্ট
পেইন্টের ধর্ম ও গুণাগুণ
বাড়ি যত সুন্দরভাবেই তৈরি করা হোক না কেন ভালো রং ছাড়া সে বাড়ি হয়ে পড়ে স্নান। বাড়িকে আলোকিত করার উপায় হলো রং/পেইন্ট। শুধু বাড়ির বাহ্যিক সৌন্দর্য নয় বরং এমন রং ব্যবহার করা উচিত যা বাড়িকে প্রকৃতির অত্যাচার থেকে রক্ষা করে।
ভবনের বাইরে চুনকাম বা হোয়াইট ওয়াশ, সিমেন্ট ওয়াশ, স্লোসেম/ডিউরেসেম ব্যবহার করা যায় এবং ভবনের ভিতরে ডিস্টেম্পার, প্লাস্টিক পেইন্ট ব্যবহার করা যায়। প্লাস্টিক পেইন্টের দেয়াল পানিতে ধুয়ে পরিষ্কার করা যায়। আমাদের দেশে ভালো মানের পেইন্ট পাওয়া যায় যা গ্রিল বা লোহা জাতীয় সারফেসে ব্যবহার করা যায়।
রং/পেইন্ট ব্যবহার করার প্রয়োজনীয়তা:
- পেইন্ট ও বার্ণিশ মরিচা থেকে লোহাকে রক্ষা করে।
- কাঠকে পোকামাকড়, ছত্রাক এবং পচন থেকে রক্ষা করে।
- বাড়ির দেয়ালকে প্রকৃতির অত্যাচার থেকে রক্ষা করে।
- বাড়ির বাইরের রং/পেইন্ট বাড়ির ভিতরের তাপমাত্রা কমিয়ে দেয়। বাড়ির বাইরের সৌন্দর্য্য করে উজ্জ্বল।
বাজারে প্রচলিত বিভিন্ন বাণিজ্যিক পেইন্টের পরিচিতি
ডিসটেম্পার ইট, কংক্রিট ও প্লাস্টারের উপর ডিস্টেম্পার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ডিস্টেম্পার পাওয়া যায়। যেমন এক্রেলিক, সিনথেটিক, ড্রাই ইত্যাদি। এক্রেলিক ডিস্টেম্পার পানি দিয়ে ধোয়া যায়। কিন্তু সিনথেটিক ও ড্রাই ডিস্টেম্পার পানি দিয়ে ওয়াশ করা যায় না। সুতরাং পানি দিয়ে ধোয়া গেলেই যে প্লাস্টিক পেইন্ট হতে হবে, এমন ধারণা রাখা ঠিক নয়।
প্লাস্টিক পেইন্ট প্লাস্টিক ইমালশন নামেই বেশি পরিচিত। পানি বেইজ রঙ এটি। এই রং দীর্ঘস্থায়ী এবং ওয়াশেবল। এই প্লাস্টিক পেইন্ট তিন ধরণের।
* রেগুলার ইমালশন
* ইকোনোমিক ইমালশন
* প্রিমিয়ার ইমালশন
বাইরের দিকে আবহওয়ার প্রভাব থাকে। তাই এই দিকে অন্য ধরনের রং ব্যবহার করা হয়।
* সিমেন্ট পেইন্ট এটি একটি পানি বেইজ রং।
* এক্রেলিক ইমালশন- এটা খুবই ভালো। দীর্ঘস্থায়ী ও ওয়াশেবল। এর ব্যবহার বহুল।
* টেক্সচার প্লাস্টার- এটা ইমালশন বেইজ পেইন্ট। অর্থাৎ এতে পানির বদলে ইমালশন ব্যবহার করা হয়। অন্য ইমালশন পেইন্ট থেকে এই পেইন্ট অনেক ভালো।
অনুশীলনী – ২৭
অতি সংক্ষিপ্ত প্রশ্ন :
১। পেইন্টের সংজ্ঞা লেখ।
২। প্লাস্টিক পেইন্ট কাকে বলে?
৩। পুটি কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। পেইন্টের ধর্ম ও গুণাগুণ লেখ।
২। পেইন্টের উপাদান কী কী?
৩। পেইন্ট ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখ
৪। প্লাস্টিক পেইন্ট কত প্রকার ও কী কী ?
রচনামূলক প্রশ্ন
১। বাজারে প্রচলিত বিভিন্ন বাণিজ্যিক পেইন্টের পরিচিতি বর্ণনা কর।
২। পেইন্টের ব্যবহার আলোচনা কর।
আরও দেখুনঃ