বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জমিতে বিজ্ঞাপন প্রচারের জন্য জমি ও স্থাপনা অস্থায়ীভাবে বরাদ্দ দেয়ার লক্ষ্যে প্রণীত নির্দেশিকা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জমিতে বিজ্ঞাপন প্রচারের জন্য জমি ও স্থাপনা অস্থায়ীভাবে বরাদ্দ দেয়ার লক্ষ্যে একটি নির্দেশিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এখন থেকে যেকোনো ধরণের জমি ও স্থাপনা অস্থায়ীভাবে বরাদ্দ নিতে গেলে নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হবে।

সেতু কর্তৃপক্ষের জমিতে বিজ্ঞাপন প্রচারের জন্য জমি ও স্থাপনা অস্থায়ীভাবে বরাদ্দ দেয়ার লক্ষ্যে প্রণীত নির্দেশিকা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জমিতে বিজ্ঞাপন প্রচারের জন্য জমি ও স্থাপনা অস্থায়ীভাবে বরাদ্দ দেয়ার লক্ষ্যে প্রণীত নির্দেশিকা

 

১.০। সংক্ষিপ্ত শিরোনামঃ

 এ নির্দেশিকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) বিজ্ঞাপন নির্দেশিকা-২০০৮ নামে অভিহিত হবে।

 

১.১।     পরিধিঃ

এ নির্দেশিকা বাসেক-এর মালিকানাধীন জমির সীমানার মধ্যে এবং বাসেক নিয়মণাধীন যে কোন স্থাপনার (ভূমি অথবা ইমারত) উপর বিভিন্ন আকার ও ধরণের বিজ্ঞাপনের জন্য প্রযোজ্য হবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনের উপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রচারের জন্য স্থান বরাদ্দ করা হবে।

 

২.০       সংজ্ঞাঃ

বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকলে, এ নির্দেশিকায়ঃ

  • ‘‘কর্তৃপক্ষ’’ বলতে নির্বাহী পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে বুঝাবে;
  • ‘‘কমিটি’’ বলতে এ নীতিমালার অধীন বিজ্ঞাপন ফলক স্থাপনের প্রতিষ্ঠান নির্বাচন ও স্থান নির্ধারণের জন্য গঠিত কমিটিতে বুঝাবে;
  • ‘‘কারিগরী বিভাগ’’ বলতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর কারিগরী বিভাগকে বুঝাবে;
  • ‘‘সাইট অফিস’’ বলতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়মত্রণাধীন সেতু এলাকায় স্থাপিত অফিস এবং তৎস্থানে কর্মরত কর্মকর্তাগণকে বুঝাবে;
  • ‘‘বৎসর’’ বলতে অর্থ বৎসরকে (জুলাই হতে জুন) বুঝাবে;
  • ‘‘বিজ্ঞাপন ফলক’’ বলতে বাসেক-এর মালিকানাধীন জমি বা দালান/ইমারত বা উহার অংশবিশেষ বা অন্য কোন স্থান বা উহার অংশবিশেষ, যা পণ্য বা অন্যবিধ কিছু ব্যবসার উদ্দেশ্যে প্রচারের জন্য অস্থায়ীভাবে স্থাপনের জন্য অনুমতি দেয়া হবে;
  • ‘‘নির্বাহী পরিচালক’’ বলতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালককে বুঝাবে;
  • ‘‘সাময়িক বা অস্থায়ী বরাদ্দ প্রাপক’’ বলতে বিজ্ঞাপন প্রদর্শন বা স্থাপনের জন্য সাময়িক বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে বুঝাবে;
  • ‘‘ইবষ ঝরমহ’’ বলতে একটি সোজা পোলের উপর নির্দিষ্ট মাত্রার উচচতায় স্থাপিত সাইনকে বুঝাবে;
  • ‘‘ঈষবধৎধহপব (স্বচছতা)’’ বলর্তে চধাবসবহঃ বা গ্রেড বা ভূমি (যে ক্ষেত্রে প্রযোজ্য) হতে সাইন বোর্ডের নিম্ন প্রামের ব্যবধানকে বুঝাবে;
  • ‘‘ঈড়সনরহধঃরড়হ ঝরমহ’’ অর্থ একটি আউটডোর সাইন যার মধ্যে প্রচলিত একাধিক সাইনের বৈশিষ্ট বিদ্যমান।
  • ‘‘ঊষবপঃৎরপ ঝরমহ’’ বলতে সচরাচর প্রানবম আলোক-উজ্জল টিউব অথবা বাতি ও অন্যান্য ইলেকট্রিক ফিটিং দ্বারা সজ্জিত একটি আউটডোর বিজ্ঞাপনী ডিসপ্লে সাইনকে বুঝাবে।
  • ‘‘ঊষবপঃৎরপ চড়ষব ঝরমহ’’ বলতে ইলেকট্রিক পোলে ভূমি থেকে নির্ধারিত উচচতায় স্থাপিত সাইনকে বুঝাবে;
  • ‘‘ঋৎবব ংঃধহফরহম ঝরমহ’’ বলতে একটি ফ্রেম, পোল অথবা অন্যান্য সহযোগী স্থাপনার মাধ্যমে তৈরী সাইন, যা কোন বিল্ডিং এর সাথে যুক্ত হবে না, এরূপ সাইনকে বুঝাবে;
  • ‘‘এৎড়ঁহফ ঝরমহ’’ বলতে ভূমিতে স্থাপিত স্বাধীন স্থাপনা, পোল অথবা যানবাহনের উপরিভাগে বা মোবাইল স্থাপনার মাধ্যমে ভূমির উপর প্রদর্শিত অথবা মুদ্রিত একটি আউটডোর এ্যাডভার্টাইজিং ডিসপ্লে সাইনকে বুঝাবে;
  • ‘‘ঐড়ধৎফরহম/ইরষষ ইড়ধৎফ/ঘরড়হ’’ বলতে ভূমিতে অথবা ইমারতের দেওয়াল অথবা ছাদে স্থাপিত সাইনবোর্ডকে বুঝাবে;
  • ‘‘গধৎয়ঁবব ঝরমহ’’ বলতে একটি অভিক্ষেপনকারী সাইন (চৎড়লবপঃবফ ংরমহ), যা গধৎয়ঁবব ক্যানোপিতে সংযুক্ত অথবা টানানো থাকে/হয়, এরূপ সাইনকে বুঝাবে;
  • ‘‘গবমধ ঝরমহ’’ বলতে ভূমিমতে স্থাপিত ঞ আকৃতির অথবা ফ্লাগ আকৃতির সাইনকে বুঝাবে;
  • ‘‘চষধংঃরপ/ঢ়ধহধভষধী ংরমহ’’ বলতে অনুমোদিত প্লাস্টিকের তৈরী সাইনকে বুঝাবে;
  • ‘‘চঁনষরপ ঢ়ধংংধমব’’ বলতে জনসাধারণ চলাচলের পথ, যার প্রশস্থতা ২.৫ মিটার এর কম, এরূপ ঢ়ধংংধমব বা পথকে বুঝাবে;
  • ‘‘জরমযঃ ড়ভ ধিু ড়ভঃযব ৎড়ধফ’’ বলতে বাসেক-এর সড়ক, সেতু ও কালভার্ট এবং সংলগ্ন অধিগ্রহণকৃত ভূমিকে বুঝাবে;
  • ‘‘টহরঢ়ড়ষব’’ বলতে ভূমিতে স্থাপিত একটি একক স্থাপনা, যার সর্বোচচ অবস্থানে বিজ্ঞাপন বিজ্ঞাপিত/স্থাপিত হবে, এরূপ সাইনকে বুঝাবে;
  • ‘‘ডধষষ ঝরমহ’’ বলতে ওয়াল সাইন বা দেয়াল সাইন, যা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম প্রদর্শনের জন্য দোকান বা ব্যবসার প্রবেশ পথের উপর ও ভবনের দেয়ালে মুদ্রিত বা প্রদর্শিত সাইনকে বুঝাবে; এবং
  • ‘‘গরহর ঢ়ড়ষব’’ বলতে ভূমিতে স্বল্প দৈর্ঘ্যের সম্ভের উপর স্থাপিত একটি একক স্থাপনা, যার সর্বোচচ অবস্থানে বিজ্ঞাপন বিজ্ঞাপিত/স্থাপিত হবে, এরূপ সাইনকে বুঝাবে।

৩.০      বিজ্ঞাপন ফলক স্থাপনের স্থান নির্ধারণ ও বরাদ্দের জন্য কমিটি গঠন এবং কার্যপরিধিঃ

৩.১      নিম্ন বর্ণিত সদস্য সমন্বয়ে একটি বরাদ্দ কমিটি গঠিত হবেঃ

(ক)       পরিচালক (প্রশাসন)                                 –           সভাপতি

(খ)       অতিরিক্ত পরিচালক (প্রশাসন)                   –           সদস্য

(গ)       অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব)                       –           সদস্য

(ঘ)       উপ-পরিচালক (প্রশাসন ও এস্টেট)              –           সদস্য

(ঙ)       উপ-পরিচালক (সড়ক ও সেতু)                  –           সদস্য

(চ)        সাইট অফিসের ১ জন সহকারী প্রকৌশলী     –           সদস্য

(ছ)       ও এন্ড এম অপারেটরের সিভিল ইঞ্জিনিয়ার  –           সদস্য

(জ)       সহকারী পরিচালক (এস্টেট)                      –           সদস্য-সচিব

 

৩.২। কমিটির কার্যপরিধি নিম্নরূপ হবেঃ

  • কমিটি সময় সময় প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করবে এবং প্রাথমিক বাছাইয়ে গৃহীত আবেদনসমূহের জায়গা বরাদ্দের সুপারিশ পেশ করার পর্বে প্রয়োজনে প্রসাবিত সাইট/স্থান সরেজমিন পরিদর্শন করবে;
  • আবেদন বাছাই এবং প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে কমিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত ড্রইং, ডিজাইন, প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ইত্যাদি বিবেচনা করবে। এছাড়া যে উদ্দেশ্যে ভাড়া নিতে ইচছুক তা সেতু এলাকার পারিপার্শ্বিক পরিবেশ ও সৌন্দর্যের সংগে সামঞ্জস্যপর্ণ কিনা তাও বিবেচনা করবে এবং এতদসংক্রাম সুপারিশ পেশ করবে;
  • যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় এতদসংক্রাম প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবে;

৩.৩। বিজ্ঞাপনের জন্য স্থান বরাদ্দ কমিটি তার দায়িত্ব যথাযথভাবে পালনে সহায়তা করার জন্য কর্তৃপক্ষের যে কোন কর্মকর্তাকে কো-অপট করতে পারবে। এছাড়া কোন সভায় প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন কর্তৃপক্ষের যে কোন কর্মকর্তাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে পারবে;

৩.৪। বিজ্ঞাপন বরাদ্দ কমিটির সদস্য-সচিব কমিটির সভাপতির সম্মতিক্রমে সভা আহবান করবে। এ ছাড়া সদস্য-সচিব সভাপতির সংগে আলোচনা করে অথবা তাঁর অনুমতিক্রমে সভার আলোচনার বিষয়, সভার স্থান এবং প্রাসংগিক বিষয়সমহ নির্ধারণ করবে;

৩.৫। সদস্য-সচিব সভার কার্যপত্র এবং কার্যবিবরণী তৈরী করবে এবং সভায় উপস্থিত সদস্যদের স্বাক্ষরপর্বক সভাপতির স্বাক্ষরে তা কর্তৃপক্ষের বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করবে; এবং

৩.৬। স্থান বরাদ্দ কমিটির সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাধিক্যের মতামতের ভিত্তিতে যে কোন বিষয়ে সিদ্ধাম গৃহীত হবে।

৪.০। ভাড়ার হারঃ

৪.১। আলোকিত বিজ্ঞাপনঃ প্রতি বর্গফুট বার্ষিক           =       ২৫০/- টাকা

৪.২। অনালোকিত বিজ্ঞাপনঃ প্রতি বর্গফুট বার্ষিক      =       ২০০/- টাকা

৫.০। সাধারণ নির্দেশাবলী/প্রতিপালনীয় বিষয়ঃ

  • উভয় টোল প্লাজার উপরের ফাঁকা জায়গা উম্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞাপনের জন্য বরাদ্দ দেয়া যেতে পারে;
  • প্রতিটি ক্ষেত্রে চুক্তির মেয়াদ ১ বছর হবে, যা চুক্তি স্বাক্ষরের তারিখ হতে গণনা করা হবে। পুরো বছরের ভাড়া চুক্তি স্বাক্ষরের পূর্বে সম্পূর্ণ পরিশোধ করতে হবে;
  • বাসেক বা সরকার কর্তৃক এতদ্দুশ্যে সময় সময় সার্কুলার/পরিপত্র/প্রজ্ঞাপন/নীতিমালা/নির্দেশিকা বা অন্যবিধ যা কিছু জারী বা প্রণয়ন করা হোক না কেন, তা এ ক্ষেত্রে অবশ্যই পালনীয় হিসেবে গণ্য হবে; এবং
  • বাসেক সময় সময় অত্র নির্দেশিকার যে কোন ধারা সংশোধন/পরিবর্তন/পরিবর্ধন করতে পারবে।

যমুনা সেতুর পর্ব পাড়ঃ

  • যমুনা সেতুর পর্ব পাড়ে এলেঙ্গা হতে গোলচত্বর পর্যম রাসার সংযোগ সড়কের উত্তর পার্শ্বে সড়ক ও বাংলাদেশ রেলওয়ের মধ্যবর্তী স্থানে ফাইবার অপটিক্যাল কেইবল লাইন স্থাপনের কারণে উক্ত স্থানে কোন বিজ্ঞাপনী স্থাপনা নির্মাণের অনুমতি দেয়া যাবে না;
  • যমুনা সেতু থেকে ঢাকার দিকে ৫ কিঃ মিঃ দরত্বে রেললাইনের উত্তর পার্শ্বে বসনধহশসবহঃ ঝষড়ঢ়ব-এর পরে বাসেক-এর জায়গা বিজ্ঞাপনের জন্য বরাদ্দ দেয়া যেতে পারে;
  • সংযোগ সড়কের দক্ষিণ দিকে যে সকল স্থান ফাঁকা আছে, সেখানে চধাবসবহঃ বফমব হতে ৫ মিটার দরে ছোট আকারে গরহর ঢ়ড়ষব বিজ্ঞাপন প্রচারের জন্য বরাদ্দ দেয়া যেতে পারে;
  • সংযোগ সড়কের ঝষড়ঢ়ব-এর পরে খালি জায়গা বিজ্ঞাপনের জন্য বরাদ্দ দেয়া যেতে পারে;
  • পর্ব গোলচত্বর হতে টোল প্লাজা পর্যম সড়কের দক্ষিণে সীমিত আকারে চধাবসবহঃ বফমব এর ৫ মিটার দরে সৌন্দর্য বর্ধনের বিজ্ঞাপনের জন্য সীমিত আকারে বরাদ্দ দেয়া যেতে পারে; এবং
  • উভয় সংযোগ সড়কের বার্ম এলাকায় স্থাপিত ২৪ ইঃ ব্যাসের গ্যাস পাইপলাইন এবং বর্তমানে প্রসাবিত ৩০ ইঃ ব্যাসের পাইপলাইনের উত্তর ও দক্ষিণ দিকে আরো ৩ মিটার করে মোট  ৬.০০ মিটার জায়গা কোন বিজ্ঞাপনের জন্য বরাদ্দ দেয়া যাবে না।

যমুনা সেতুর পশ্চিম পাড়ঃ

  • পশ্চিম গোলচত্বর এর পরে সংযোগ সড়কের উত্তরে অপটিক্যাল ফাইবার কেবল লাইন এর পরে সরহর ঢ়ড়ষব ও বিল বোর্ড-এর জন্য বরাদ্দ দেয়া যেতে পারে; এবং
  • সংযোগ সড়কের দক্ষিণ দিকে যে সকল স্থান ফাঁকা আছে, সেখানে চধাবসবহঃ বফমব হতে ৫ মিটার দরে ছোট আকারে সরহর ঢ়ড়ষব বিজ্ঞাপন প্রচারের জন্য বরাদ্দ দেয়া যেতে পারে;

পদ্মা সেতু [ Padma Bridge ]

৬.০    সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে ভাড়া প্রদানঃ

  • পর্ব ও পশ্চিম গোলচত্বরকে সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে উম্মুক্ত দরপত্রের মাধ্যমে রক্ষণাবেক্ষণের শর্তে বিজ্ঞাপনের জন্য বরাদ্দ দেয়া যেতে পারে;এবং
  • পুর্ব গোলচত্বর হতে পর্ব টোল প্লাজা এবং পশ্চিম গোলচত্বর হতে পশ্চিম টোল প্লাজা পর্যম সংযোগ সড়কের উভয় পার্শ্ব সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে রক্ষণাবেক্ষণের শর্তে উম্মুক্ত দরপত্রের মাধ্যমে বরাদ্দ দেয়া যেতে পারে।

৭.০     বাসেক কর্তৃক ইজারা বা বরাদ্দকৃত জমিতে বিজ্ঞাপনের জন্য বরাদ্দের হারঃ

  • বাসেক কর্তৃক ইজারা বা বরাদ্দকৃত জমি এবং স্থাপনার কোনো স্থান বিজ্ঞাপন প্রচারের জন্য বরাদ্দ প্রদান করলে বাসেককে নিম্নরূপ হারে ভাড়া প্রদান করতে হবেঃ
    আলোকিত বিজ্ঞাপনঃ প্রতি বর্গফুট বার্ষিক           =       ১০০/- টাকা
    অনালোকিত বিজ্ঞাপনঃ  প্রতি বর্গফুট বার্ষিক                  =       ৭৫/- টাকা
  • এক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠান এতদসংক্রাম নকশা বাসেক-এর নিকট জমা দিবে এবং কেবলমাত্র বাসেক-এর অনুমোদনের পর বিজ্ঞাপন প্রচার করা যাবে;
  • বাসেক-এর প্রাপ্য বরাদ্দ প্রতি বছর সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান বৎসর শুরুর ১ (এক) মাসের মধ্যে ক্রসড চেকের মাধ্যমে এককালীন বসেককে পরিশোধ করবে; এবং
  • লীজ/ইজারা/বরাদ্দ/বন্দোবস গ্রহণকারী ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দ পরিশোধ করা না হলে এবং নির্ধারিত শর্তাবলী সঠিকভাবে প্রতিপালন করা না হলে বাসেক বিনা নোটিশে এবং কোনরূপ ক্ষতিপরণ প্রদান ব্যতীত অনুমতি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে।

৮.০। অন্যান্য সেতুর ক্ষেত্রে অত্র নির্দেশিকা প্রয়োগঃ

  • যমুনা সেতু এলাকা ব্যতীত বাসেক কর্তৃক ভবিষ্যতে নির্মিত সেতুসহ সকল সেতু বাইপাস, সংযোগ সড়ক, টোল সড়ক, ফ্লাইওভারসহ কর্তৃপক্ষের অধ্যাদেশে উল্লেখিত অন্যান্য স্থাপনার ক্ষেত্রে অত্র নির্দেশিকা সংযোজন/বিয়োজনসহ যথাপ্রযোজ্য প্রতিপালিত/প্রযোজ্য হবে।

=== ০ ===

 আরও পড়ুন:

Leave a Comment