প্যানেল দরজার অনুভূমিক ছেদিত দৃশ্য যা প্যানেল এর মধ্য দিয়ে যাবে তার চিত্র অঙ্কন আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর “কাঠ/স্টিল/অ্যালুমিনিয়ামের দরজা ও জানালার বিস্তারিত চিত্র [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।
Table of Contents
প্যানেল দরজার অনুভূমিক ছেদিত দৃশ্য যা প্যানেল এর মধ্য দিয়ে যাবে তার চিত্র অঙ্কন
৭.২ প্যানেল দরজার অনুভূমিক ছেদিত দৃশ্য যা প্যানেল এর মধ্য দিয়ে যাবে তার চিত্র অঙ্কন (Draw horizontal section of paneled door cutting plane passing through panels) :
৭.৩ প্যানেল দরজার উলম্ব ছেদিত দৃশ্য যা প্যানেল এর মধ্য দিয়ে যাবে তার চিত্র অঙ্কন (Draw vertical ction of paneled door cutting plane passing through panels) :
৭.৪ মেটালের বা ধাতব তৈরি জানালার অনুভূমিক ছেদিত দৃশ্য ও সম্মুখ দৃশ্যের চিত্র অঙ্কন (Draw A horizontal cross-section & elevation of metal window) :
ব্যক্তিগত এবং পাবলিক বিল্ডিং-এ বর্তমানে মাইল্ড স্টিলের জানালা ব্যবহার করা হয়। কারণ স্বল্পমূল্যে মজবুত ও দীর্ঘস্থায়ী জানালার ক্ষেত্রে এ ধরনের জানালা খুবই উপযোগী। এ ছাড়া অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, স্টেইনলেস স্টিল ইত্যাদি দ্বারাও এ প্রকার জানালা তৈরি করা হয়। অ্যালুমিনিয়ামের জানালা মরিচারোধী, দীর্ঘস্থায়ী এবং তাতে কোনো রক্ষণাবেক্ষণ এবং পেইন্টিং এর প্রয়োজন হয় না। আবদ্ধকরণ পদ্ধতি (The method of fixing) : বিভিন্ন অবস্থায় স্টিলের জানালার আবদ্ধকরণ কৌশল নিম্নে দেওয়া হলো- ইটের দেওয়ালে এ প্রকার জানালা স্থাপন করতে হলে হোল্ড ফাস্ট বা লাগ্স (Lugs) ব্যবহার করার জন্য ৫ বর্গসেমি আকারের এবং ৫ থেকে ১০ সেমি গভীরতাবিশিষ্ট গর্ত তৈরি করতে হয়।
(খ) পাথরের দেওয়ালে অথবা আরসিসি এর উপর যেখানে ছিদ্র করতে খুবই কষ্টসাধ্য সেখানে নির্মাণকাজ চলাকালীন সময়ে কাঠের ওয়েজ (Wedge) কে সুনির্দিষ্ট স্থানে স্থাপন করে রাখতে হয়, যাতে সহজে লাগ্স ব্যবহার করা যায়।
(গ) সিমেন্ট মর্টার দ্বারা হোল্ড ফাস্ট বা লাগ্স (Lugs) স্থাপন করতে হয়।
(ঘ) কাঠের ফ্রেমের মধ্যে স্টিলের জানালা স্থাপন করতে হলে ফ্রেমের চারিদিকে খাঁজ (Rebate) কেটে নিতে হয় ।
৭.৫ সম্পূর্ণ কাচের জানালার অনুভূমিক ছেদিত দৃশ্য ও উলম্ব ছেদিত দৃশ্যের চিত্র অঙ্কন (Draw horizontal on & vertical section of a fully window) :
াইল, টপ রেইল ও বটম রেইলের সমন্বয়ে এ প্রকার দরজার ফ্রেম তৈরি করা হয়। টপ ও বটম রেইলের মধ্যবর্তী জায়গাকে পা অনুভূমিক এবং খাড়া মেম্বারের সমন্বয়ে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। এরূপ মেম্বারকে স্যাশ বার বা গ্লেজিং বার বলে। ■ারকে রিবেট করে গ্লাস প্যানেল বসানো হয়। গ্লাস প্যানেলকে নেইল (Nail) এবং পুটিং অথবা কাঠের বিড দ্বারা স্যাশ বারের টিকানো হয়।
আরও পড়ুন: