আঙ্কর নিয়ে বিস্তারিত | Foundation Engineering [66465]

আঙ্কর নিয়ে বিস্তারিত আজেকর ক্লাসের বিষয়। Understand the anchors নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওতে। এই ভিডিওটি ভিত্তি প্রকৌশল / ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ৬৬৪৬৫ (Foundation Engineering) কোর্সের ৫ম অধ্যায়ের পাঠ। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং (foundation engineering) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, পলিটেকনিক ডিসিপ্লিনের অংশ।

 

আঙ্কর নিয়ে বিস্তারিত

শীট পাইল (Sheet pile) :

শীট পাইল রিটেইনিং ওয়ালের মতোই কাজ করে। মাটি ধরে রাখার উদ্দেশ্যে পাশাপাশি সারিবদ্ধভাবে শীট পাইল মাটির অভ্যন্তরে বসিয়ে যে ধারাবাহিক খাড়া দেওয়াল নির্মাণ করা হয়, তাকে শীট- পাইল ওয়াল বলে। এ দেওয়াল ব্যাপকভাবে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। খাড়া লোড বহন করার জন্য শীট পাইল ওয়াল ডিজাইন করা হয় না। নির্মাণকাজে আপাতদৃষ্টিতে মূল্যহীন হলেও এ ওয়াল নিম্নলিখিত কার্যগুলো সমাধা করে-

আঙ্কর নিয়ে বিস্তারিত

১। নদী, খাল, পুকুর, সমুদ্র অথবা যে কোন জলাশয়ের পাড়কে ভাঙন থেকে রক্ষা করে।

২। ড্যামের নিচে বাধা দেওয়া (Cut off) দেওয়াল হিসাবে কাজ করে।

৩। কাঠামোর ভিত্তিকে ক্ষয়প্রাপ্ত (Erosion) হওয়া থেকে রক্ষা করে।

৪। ভিত্তির খাদের খাড়া পার্শ্বকে প্রতিরোধ করে।

৫। ভিত্তি এবং ভিত্তির নিম্নস্থ মাটিকে সীমাবদ্ধ রাখে। আঘাত এবং কম্পনের কারণে মাটির পার্শ্ব সরণ প্রতিরোধ করে।

৬।মাটিকে সীমাবদ্ধ করার ফলে মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি পায়।

৭। ভূগর্ভস্থ পানি চলাচলকে বাধাদান করে, ফলে উইয়ার, ব্যারেজ, ড্যাম, ফারড্যাম ইত্যাদি নির্মাণে খুবই সহায়ক।

৮। খনন কার্যের পূর্বে ভিত্তির পার্শ্বে শীট পাইল বসিয়ে পার্শ্ববর্তী কাঠামোর শোরিং এর কাজ সমাধা করা যায়।

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

অ্যাংকরড বাল্কহেডের ডিজাইন (Design of anchored bulkhead):

অ্যাংকরড বাস্কহেডের বসানো গভীরতার (Driven depth) উপরের অংশকে ধরে রাখার জন্য এক বা একাধিক টাইডকে মাটির সমতলে বা কিছু নিচ দিয়ে অ্যাংকর হিসাবে টানা দেওয়া হয়। অ্যাংকরড বান্ধহেড ডিজাইন করার সময় নিজের বিষয়গুলো বাহির

করা হয়, যেমন-

১। ইমবেডমেন্ট এর দৈর্ঘ্য) (Length of embedment)

২। অ্যাংকর বা টাই রঙের টানা বলের মান (Magnitude of the tensile force in the anchor or tie rod)

৩।শীটের সেকশন ডিজাইন (Design of the section of the sheet)

পেনিট্রেশন গভীরতার উপর নির্ভর করে অ্যাংকরড বাল্কহেড দু’ প্রকার, যথাঃ

(ক) ফ্রি আর্থ সাপোর্ট পদ্ধতি (Method of free earth support)

(খ) ফিক্সড আর্থ সাপোর্ট পদ্ধতি (Method of fixed earth

আঙ্কর নিয়ে বিস্তারিত

আঙ্কর নিয়ে বিস্তারিত নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Leave a Comment