আরসিসি ফুটিং

আরসিসি ফুটিং আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “ডিটেইল ড্রয়িং” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

আরসিসি ফুটিং

 

৪.৪ আরসিসি ফুটিং (RCC footing) :

বিভিন্ন প্রকার আরসিসি ফুটিং নিম্নে দেয়া হলো :

 

(ক) আরসিসি স্প্রেড ফুটিং (RCC spread footing)

 

১। আরসিসি ওয়াল ফুটিং 

২। আরসিসি কলাম ফুটিং

 

(খ) স্ট্রাপ বা ক্যান্টিলিভার ফুটিং (Strap or cantilever footing)

 

(গ) যুক্ত ফুটিং (Combined footing)

 

১। যুক্ত আয়তাকার ফুটিং (Combined rectangular footing) 

২।’ যুক্ত ট্রাপিজয়ডাল ফুটিং (Combined trapezoidal footing)

৩। ধারাবাহিক ফুটিং (Continuous footing)

 

(ঘ) ম্যাট বা র‍্যাফট ভিত্তি (Mat or Raft foundation)

 

আরসিসি ওয়াল ফুটিং (RCC wall footing) : যেখানে দেওয়ালের উপর অতিরিক্ত লোড পড়ে এবং সেখানের মাটির ভারবহন ক্ষমতা যদি কম হয়, সেক্ষেত্রে ওয়ালের নিচে আরসিসি ফুটিং প্রদান করা হয়।

 

আরসিসি ফুটিং

 

আরসিসি কলাম ফুটিং (RCC column footing) ঃ বেন্ডিং স্ট্রেংথ কম থাকায় অতিরিক্ত লোডকে নিরাপদে বহন করার জন্য ইট, পাথর অথবা প্লেইন কংক্রিট কর্তৃক নির্মিত ফুটিং এর গভীরতা অত্যধিক বৃদ্ধি করতে হয়। বেসের টেনসাইল স্ট্রেসকে প্রতিরোধ করার জন্য রিইনফোর্সমেন্ট ব্যবহার করে প্লেইন কংক্রিটের নির্মিত ফুটিং এর গভীরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা যায়।

 

আরসিসি ফুটিং

 

আরসিসি কলাম ফুটিং বৃত্তাকার, আয়তাকার ও বর্গাকার হতে পারে। ফুটিং এর উভয় দিকে অর্থাৎ সমকোণে সমদূরত্বে এমএস রড ব্যবহার করে রিইনফোর্স করা যেতে পারে।

 

স্ট্রাপ বা ক্যান্টিলিভার ফুটিং (Strap or cantilever footing) : দুই বা ততোধিক স্বতন্ত্র কলামের ফুটিংগুলোকে বিম দ্বারা সংযুক্ত করে একটি ফুটিং-এ অন্তর্ভুক্ত করাকে ক্যান্টিলিভার বা স্ট্রাপ ফুটিং বলে। অফসেট ফুটিং সর্বদা দৃঢ় মাটিতে স্থাপন করা হয়। কিন্তু অত্যধিক লোড এবং নরম মাটির ক্ষেত্রে, ভিত্তির বহিস্থ প্রান্তে চাপের তীব্রতা বেশি হয়। চাপের এ তীব্রতা মাটির ভারবহন ক্ষমতাকে ছাড়িয়ে গেলে খুবই বিপজ্জনক হয়।

 

এমতাবস্থায় ক্যান্টিলিভার বিমের সাহায্যে বহিস্থ কলামের লোডকে অন্তঃস্থ কলামের লোডের মাধ্যমে সমন্বয় করা হয়। ক্যান্টিলিভার বা স্ট্রাপ ফুটিং আরসিসি অথবা স্টিল গ্রিলেজ দ্বারা নির্মাণ করা যেতে পারে। যদি অন্তঃস্থ কলাম দেয়া সম্ভব না হয়, তবে সুবিধামতো আকারের একটি কংক্রিট ব্লক নির্মাণ করে প্রয়োজনীয় অ্যাংকোরেজ প্রদান করা হয়।

 

আরসিসি ফুটিং

 

যুক্ত ফুটিং (Combined footing) ঃ দুটি কলামকে সংযুক্ত করে যে ফুটিং প্রদান করা হয়, তাকে যুক্ত ফুটিং বলে। নিম্নলিখিত অবস্থায় যুক্ত ফুটিং প্রদান করা হয় ঃ 

১। যখন দুটি কলাম খুব কাছাকাছি হয় এবং তাদের ফুটিং ওভারল্যাপ হওয়ার সম্ভাবনা থাকলে;

২। মাটির ভারবহন ক্ষমতা কম হলে অর্থাৎ স্বতন্ত্র কলামের জন্য বেশি জায়গার প্রয়োজন হলে; 

৩। যখন কলাম প্রান্ত সীমানার কাছাকাছি বা সীমানা রেখায় পড়ার ফলে ফুটিংকে সীমানা রেখার দিকে বর্ধিত করার সুযোগ না থাকলে।

 

যুক্ত ফুটিং আয়তাকার বা ট্রাপিজয়ডাল আকারের হতে পারে। সুষমভাবে লোড বণ্টন করাই হলো এ ফুটিং এর উদ্দেশ্য। দুটি কলামের লোডের ভরকেন্দ্র এবং ফুটিং এর ক্ষেত্রফলের ভরকেন্দ্র একই রেখা বরাবর ক্রিয়া করাতে হবে। যদি বাইরের কলাম — সীমানা বরাবর হয় এবং অধিক লোড বহন করে অর্থাৎ অসম লোডের ক্ষেত্রে ট্রাপিজয়ডাল ফুটিং প্রদান করা সুবিধাজনক। আর *কলাম দুটি যখন একই লোড অর্থাৎ সুষম লোড বহন করে, তখন আয়তাকার ফুটিং প্রদান করা সুবিধাজনক।

 

আরসিসি ফুটিং

 

ধারাবাহিক ফুটিং (Continuous footing) ঃ দুই এর অধিক কলামকে সংযুক্ত করে যে ফুটিং প্রদান করা হয়, তাকে ধারাবাহিক ফুটিং বলে। বিভিন্ন কলামের মূল ভিত্তির নিচে মাটি যদি ভিন্ন ধরনের হয় এবং একই ধরনের ভিত্তির কাঠামোর ওজন বহন করার জন্য উপযোগী করতে হয়, তখন কলামগুলোর নিচের মূল ভিত্তিকে সংযুক্ত করে তৈরি করলে মাটি অসমভাবে বসে যায় না। এজন্য কলামের মূল ভিত্তির স্ল্যাবগুলোকে বিম দিয়েও সংযুক্ত করা যেতে পারে।

 

আরসিসি ফুটিং

 

র‍্যাফট ফাউন্ডেশন (Raft foundation) : মাটির ভার বহন ক্ষমতা যেখানে খুবই কম সেখানে র‍্যাফট বা ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করা হয়। সাধারণত ভরাট মাটি, নরম মাটি অথবা জলাশয় এলাকা ইত্যাদি জায়গায় এ ধরনের ভিত্তি ব্যবহার করা হয়। কাঠামোর নিম্নাংশে সমস্ত এলাকা জুড়ে একটা মেঝের ন্যায় আরসিসি স্ল্যাব ঢালাই করে র‍্যাফট ফাউন্ডেশন নির্মাণ করা হয়। স্ল্যাবে দুই স্তরে রড ব্যবহার করা হয় এবং রডগুলোকে সমকোণে স্থাপন করা হয়। উক্ত স্ল্যাবের উপর সারিবদ্ধভাবে কলাম অথবা দেওয়াল নির্মাণ করা হয়

 

আরসিসি ফুটিং

 

আরও পড়ুন:

Leave a Comment