আমাদের আজকের আলোচনার বিষয়ঃ ইটের গাঁথুনিতে বন্ড।
ইটের গাঁথুনিতে বন্ড
ইটের গাঁথুনিতে বন্ড
বন্ডের সংজ্ঞা
ইটকে একের পর এক সাজিয়ে অবিচ্ছিন্ন দেয়ালে পরিণত করার পদ্ধতিকে ইটের বন্ড বলে। অর্থাৎ একটি ইটকে আরেকটি ইটের সঙ্গে জোড়া দেওয়ার পদ্ধতিকেই বড় বলে।
বন্ডের প্রয়োজনীয়তা
কোনো নিয়মকানুন বা পদ্ধতি ছাড়া এলোমেলোভাবে ইট বা পাথর গেঁথে দেয়াল বা অন্য কোনো কাঠামোর গাঁথুনি করলে তা টেকসই হয় না। এজন্য একই আকারের ইট দিয়ে নিয়মকানুন অনুযায়ী পাপ্পুনি করা হয়, যাতে তা শক্ত এবং টেকসই হয়। অতএব, যে বিশেষ পদ্ধতি দিয়ে ইট বা পাথরের স্তরকে পরস্পর সাজানো হয়, তাকে বন্ড বলে। কাঠামোর শক্তি বৃদ্ধি করার জন্য, স্থারিত্ব বৃদ্ধি এবং রক্ষার জন্য বস্তু এর প্ররোজন। গাধুনীয় সৌন্দর্য বৃদ্ধির জন্য বন্ডিং এর প্রয়োজন।
ইটের গাঁথুনিতে ব্যবহৃত কারিগরি শব্দের সংজ্ঞা
হেডার দেয়াল পিষ্ঠের সাথে আড়াআড়িভাবে ইটের দৈর্ঘ্য স্থাপন করলে বাইরে থেকে ইটের যে পাশ দেখা যায়, তাকে হেডার বলে।
ফেস দেয়ালের যে পাশ আবহাওয়ার দিকে বা বাইরের দিকে খোলা থাকে তাকে ফেস বলে ।
ব্যাক : দেয়ালের ভিতরের পাশ যা আবহাওয়ার দিকে খোলা থাকে না তাকে ব্যাক বলে ।
টুথিং : উত্তম বন্ডের আশায় গাঁথুনির অল্টারনেট কোর্সে ইটকে বর্ধিত রাখাকে টুথিং বলে। ফ্রগ মার্ক : ইটের পিঠের গর্তকে ফ্রগ মার্ক বলে। ইটের কম্পানির নাম থাকে যেমন ABC ব্রিক MRT ইত্যাদি।
প্লিস্থ লেভেল : বাড়ির মেঝে ভূমি হতে যে উচ্চতায় করা হয়, তাকে প্লিন্থ লেভেল বলে। সাধারনত বৃষ্টি বা আবহাওয়ার প্রভাব থেকে মুক্ত থাকার জন্য ভূমি থেকে বাড়ির মেঝে কিছুটা উঁচুতে করা হয়।
সিল : জানালার নিম্নস্থ দেয়ালে বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য জানালার খাড়া মেম্বারের নিচে ইট, পাথর, কংক্রিট বা কাঠ দিয়ে নির্মিত অনুভূমিক মেম্বারকে সিল বলে।
জ্যাম্ব দরজা-জানালার জন্য নির্মিত ফাঁকা জায়গার খাড়া পার্শ্বদ্বয়কে জ্যাম্ব বলে।
করবেল : দেয়াল হতে বর্ধিত করে রাখা ইট বা পাথরের এক বা একাধিক কোর্সকে করবেল বলে।
প্যারাপেট : ছাদের উপর চারদিকে স্বল্প উচ্চতায় যে দেয়াল নির্মাণ করা হয় তাকে প্যারাপেট বলে।
কোপিং : দেয়ালে বৃষ্টির পানি এবং আর্দ্রতা প্রবেশে বাধা প্রদানের জন্য দেয়ালের উপরের মাথায় যে বিশেষ কোর্স প্রদান করা হয়, তাকে কোপিং বলে।
থ্রোটিং : ঢালু উপরিতল থেকে বৃষ্টির পানি গড়িয়ে নিচের তল দিয়ে দেয়ালে আসতে বাধা প্রদানের জন্য যে খাঁজ কাটা হয়, তাকে থ্রোটিং বলে।
ভেন্টিলেটর : ঘরের ভিতরে এবং বাইরে অবাধে বায়ু চলাচলের জন্য ছাদের নিচে যে ঘুলঘুলি বা ফাঁকা রাখা হয়, তাকে ভেন্টিলেটর বলে।
স্কার্টিং : ঘরের মেঝে থেকে দেয়ালের চারিদিকে উপরে যে আনুমানিক ১ ফিট বা ৮ ইঞ্চি মাপের টাইলস বা নেট ফিনিশিং করা হয়, তাকে স্কাটিং বলে।
স্ট্রেচার বন্ড ইটের দেয়ালের গাঁথুনিতে ইটের দৈর্ঘ্য বরাবর (১০”) প্রদর্শন করে গাঁথুনি করা হয় তাকে স্ট্রেচার বন্ড বলে। ইটের পাঁধুনির যদি সব গুলি কোর্স স্ট্রেচার (১০”) ব্যবহার করা হয় তাকে স্ট্রেচার কোর্স বলে।
হেডার বন্ড : ইটের দেয়ালো গাঁথুনিতে ইটের দৈর্ঘ্য বরাবর গ্রন্থ (৫”) প্রদর্শন করে গাথুনী করা হয় তাকে হেডার বন্ড বলে। ইটের গাথুনীতে সবগুলি কোর্স হেডার ব্যবহার করা হয় তাকে হেডার কোর্স বলে।
ইংলিশ ও ফ্লেমিশ বন্ড
ইশ (English Bond) : এতে অলটারনেট ঘরে পর্যায়ক্রমে স্ট্রেচার এবং পরের স্তরে হেডার থাকে। এটা যে কোনো কাঠামোতে ব্যবহৃত হয়। এতে খুব কম সংখ্যক জটিল ব্যবহার করা হয়। এতে প্রত্যেকটি হেডিং ফোর্সে হেকারের পর একটি কুইন ক্লোজার ব্যবহার করা হয়। এক জনের হেতার তার সন্নিহিত স্তরের স্ট্রেচারের মধ্যস্থানে থাকে। এটাতে কম সংখ্যক ব্যাটল ব্যবহার করা হয় বলে এটা বেপারী।
ফ্লেমিশ (Flemish Bond)ঃ এ ৰঙে একই ঘরে পর্যায়ক্রমে একটি হেডার এবং একটি স্ট্রেচার থাকে। এটা যে কোনো কাঠামোতে ব্যবহার করা হয়। বিশেষ করে দেয়াল নির্মাণে এর প্রচলন বেশি। এতে প্রত্যেক স্তরে পর্যায়ক্রমে হেডার ও স্ট্রেচার থাকে। এক স্তরের হেডার তার সন্নিহিত স্তরের স্ট্রেচারের মধ্যস্থানে থাকে। এতে অধিক সংখ্যক ব্যার্টস ব্যবহার করা হয় বলে এটা বেশ মিতব্যয়ী।
হেজিং বোন বন্ড, দোন বন্ড ও জিগজাগ বস্তু
হেজিং জোন ফ (Herringtone Bond ) কমপক্ষে ৪ ইট পুরু দেয়ালের জন্যে এটা খুবই উপযোগি। একে দেয়ালের বো বেশা মরে না দিনে ৪০ যোশ করে বসে। এটা সাধারণত চার ইট পুরু দেয়াল বা মেঝেতে ব্যবহার করা হয়।
ডায়াগোসাল বন্ড
এ বন্ডে প্রথম ফেলিং ব্রিক বসানো হয় ।তারপর ইট এমনভাবে কোনাকোনি বসানো হয় যে,ইট কাটার প্রয়োজন হয় না।
জিগজাগ বন্ড
এ বন্ড অনেকটা হেজিং বন্ড এর মতো।তবে দেখতে মাদুর বোনার মত মনে হয়।সাধারণত রাস্তার কাজে বা দেয়ালে এ ধরনের বন্ড ব্যবহার করা হয়।
অনুশীলনী – – ১৬
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. বন্ড কাকে বলে?
২. ইংলিশ বন্ড কাকে বলে?
৩. ফ্লেমিশ বন্ড কাকে বলে?
৪. হেরিংবোন বন্ড কাকে বলে?
৫. ডায়াগোনাল বন্ড কাকে বলে?
৬. জিগজ্যাগ বন্ড কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. বন্ড কেন প্রয়োজন ?
২. ইংলিশ বন্ড ব্যাখ্যা কর।
৩. ফ্লেমিশ বন্ড ব্যাখ্যা কর।

রচনামূলক প্রশ্ন
১. হেডার স্ট্রেচার বন্ডের সচিত্র বর্ণনা দাও ।
২. ইংলিশ বন্ডের সচিত্র বর্ণনা।
৩. ফ্লেমিশ বন্ডের সচিত্র বর্ণনা।
আরও দেখুনঃ