আমাদের আজকের আলোচনার বিষয় ইটের সলিং । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
ইটের সলিং
ফুটপাথে, বাগানের ভেতর রাস্তায়, গ্রামের রাস্তায় এবং অনেক সময় কংক্রিটের ভিতের নিচে ইটের সলিং দেওয়া হয়। এ অধ্যায়ে ইটের সলিং সম্পর্কে আলোচনা করা হলো। ইমারতের বুনিয়াদ বা ভিত্তিতে, মেঝেতে, কলাম ও পিলারের নিচে, রাস্তার সাবগ্রেড লেভেলের উপরে যে এক স্তর বা দুই স্তর ইট বিছিয়ে দেওয়া হয় তাকে সলিং বলে। সলিং-এ ইটের ফাঁকের জোড়াগুলো বালি দ্বারা পূর্ণ করা হয়। সলিং তিন প্রকার যথা:-
১। ফ্লাট সলিং
২। হেরিং বোন সলিং
৩। ডায়াগোনাল সলিং
সলিং-এর প্রয়োজনীয়তা
১। সলিং-এর উপর অর্পিত ওজন সাবগ্রেডের উপর ছড়িয়ে দেওয়ার জন্য।
২। সাবগ্রেডের মাটির ভার বহন ক্ষমতা কম হলে সলিং দিয়ে সাব বেস তৈরি করে মাটির ভার বহন ক্ষমতাকে বাড়ানো হয়।
৩। রিজিড বা ফ্লেক্সেবল পেভমেন্টের চেয়ে অনেক কম খরচে এবং মাটির রাস্তার চেয়ে উন্নতমানের রাস্তা নির্মাণে ইটের সলিং ব্যবহৃত হয়।
৪। কংক্রিট বা গাঁথুনির কাজের মসলার পানি চুইয়ে মাটির সাথে মিশে শক্তি যাতে হ্রাস না পায় সেজন্য ইটের সলিং-এর ফাঁকে বালি দিয়ে তার উপর পলিথিন বিছিয়ে নিচ্ছিদ্র তল তৈরি করে ব্যবহার করা হয়।

সলিং-এর ব্যবহার
আমাদের দেশে নির্মাণসামগ্রীর মধ্যে তুলনামূলকভাবে ইট দামে সস্তা। এ জন্য সলিং-এর কাজে সাধারণত ইট ব্যবহার করা হয়ে থাকে। নিচে সলিং-এর ব্যবহার ক্ষেত্রগুলো উল্লেখ করা হলো। যথা-
১। ইমারতের বুনিয়াদ বা ভিত্তিতে।
২। কলাম, পিলার ইত্যাদির নিচে।
৩। রাস্তার সাবগ্রেডের উপর।
৪। কালভার্টের এবাটমেন্ট এবং উইং ওয়ালের নিচে।
৫। রিটেইনিং ওয়াল বা ঠেস দেয়ালের নিচে।
৬। ঘরের মেঝেতে।
৭। সীমানাপ্রাচীরের নিচে।
৮। কম খরচে ইটের সলিং-এর রাস্তা নির্মাণে।
সলিং-এ ব্যবহৃত ইটের সংখ্যা নির্ণয়
ফ্লাট ব্রিক সলিং কাজে ইটের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল = ২৫.৪ সেঃ মি x ১২.৭ সেঃমিঃ। অতএব প্রতিটি ইটের ক্ষেত্রফল = ০.২৫৪ x ০.১২৭ বর্গ মিঃ। (২৫.৪ x ১২.৭ বর্গ সেমি.)।
এক বর্গমিটার জায়গায় এক ফর ফ্লাট সলিং-এর কাজে প্রচলিত মাপের ইট লাগবে ৩১টি।
এক বর্গমিটার জায়গায় এক স্তয় হেরিং বোন বন্ডের সলিং-এর কাজে প্রচলিত মাপের ইট লাগবে ৫২টি।
অতএব ১০০ বর্গমিটার সলিং করতে ইটের সংখ্যা = ১০০ / ০.২৫৪০.১২৭ = ৩১০০টি।
স্ট্যাক বন্ড: মাটির সাথে সমান্তরালে এবং সমতলে একটি পূর্ব ইটকে স্বাভাবিকভাবে বসিয়ে এক স্তর বা দুই স্তরে সুশৃঙ্খলভাবে বন্ড আকারে সাজিয়ে বিছিয়ে দেওয়াকে স্ট্যাক বন্ড বা ফ্লাট সলিং বলে।
হেরিংবোন বন্ড: যে পদ্ধতিতে ইটকে ধারের উপর বসিয়ে রাস্তা বা কেন্দ্র রেখার সাথে উভয় দিককে ৪৫ ডিগ্রি কোণে বন্ড আকারে সাজানো হয়, তাকে হেরিংবোন বলে। সাধারণত রাস্তার কাজে এ বন্ড বেশি ব্যবহৃত হয়।
স্ট্রেচার বন্ডঃ এ পদ্ধতিতে ইটকে লম্ব বরাবর পাশাপাশি রেখে সাজানো হয় তবে পাশাপাশি দুই সারির ইটের জোড়া একই রেখায় পড়ে না।
উপরের ১১.১ নং চিত্রে বিভিন্ন প্রকার সলিং বা পেন্ডিং দেখানে হয়েছে। মূলত রুচি, খরচ এবং শক্তি ইত্যাদির উপর নির্ভর করে সলিং-এ ইট সাজানো হয়ে থাকে।
আরও দেখুনঃ