কেন্দ্রাপসারী পোডের ক্ষেত্রে ইটের স্প্রেড ফুটিং

কেন্দ্রাপসারী পোডের ক্ষেত্রে ইটের স্প্রেড ফুটিং আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “ইটের প্রেত বুনিয়াদ [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

কেন্দ্রাপসারী পোডের ক্ষেত্রে ইটের স্প্রেড ফুটিং

 

বুনিয়াদের আকার এবং অনুপাত এমন হওয়া উচিত, যেন আরোপিত লোডের ভাবেন্দ্র এবং বুনিয়াদের সাপোর্টি ক্ষেত্রফলের ভবনের একই রেখা বরাবর হয়। ফলে মাটির উপর চাপ সমানভাবে বণ্টিত হয়। যদিও সকল ক্ষেত্রে এরপভাবে ভিক্তির আকার নির্ধারণ করা নয়। নিপিখিত অবস্থার ক্ষেত্রে ভিকেন্দ্রিক পোডের জন্য বুনিয়াদ প্রদান করা হয়। যেমন

(ক) যখন দেওয়াপ বা কলামকে সীমানা রেখা বরাবর স্থাপন করতে হয় এবং এর জন্য বুনিয়াদ সীমানা রেখার বাইরে বিস্তৃত করার সুযোগ না থাকে তখন বুনিয়াদের উপর ভিন্ন কেন্দ্রীয় পোড পণ্ডিত হয়। (খ) দেওয়াল বা কলামের সাথে ক্যান্টিলিভার ব্যালকনি, ব্র্যাকেট ইত্যাদি যুক্ত থাকলে। কেন্দ্রাপসারী পোডের ক্ষেত্রে নিম্নলিখিতভাবে ইটের দেওয়ালের জন্য ফুটিং বা বুনিয়াদ প্রদান করা হয় 

 

ইটের স্প্রেড ফুটিং

 

৪.২ বেইজমেন্টের আর্দ্রতা নিরোধক ব্যবস্থা (Basement floor showing dampproofing system) :

 

বেইজমেন্টের আর্দ্রতা নিরোধক ব্যবস্থা

 

৪.৩ আরসিসি ফুটিংসহ ইটের দেওয়ালের চিত্র (Draw the brick wall with RCC footing) :

 

আরসিসি ফুটিংসহ ইটের দেওয়ালের চিত্র

চিত্র : ৪.৮ ১২৫ সেমি আরসিসি ফুটিং এর উপর প্রচলিত ইটের দেওয়াল চিত্র: ৪.৯ ১৩০ সেমি আরসিসি ফুটিং এর উপর মেট্রিক ইটের দেওয়াল

 

আরসিসি ফুটিংসহ ইটের দেওয়ালের চিত্র

চিত্র ঃ ৪,১০২০০ সেমি আরসিসি ফুটিং এর উপর প্রচলিত ইটের দেওয়াল 

 

৪.৪ আরসিসি ইনভার্টেড টি-বিম ফুটিংসহ ইটের দেওয়াল (Brick walls with RCC inverted T bear footing) :

দুই বা ততোধিক কলামকে সাপোর্ট প্রদান করার জন্য যুক্ত ফুটিং (Combined footing) ব্যবহার করা হয়। যুক্ত ফু আয়তাকার বা ট্রাপিজয়ডাল আকারের হতে পারে। সুষমভাবে লোড বিতরণ করাই হলো এ ফুটিং এর উদ্দেশ্য। যদি বাহিরের কল সীমানা বরাবর হয় এবং অধিক লোড বহন করে, তখনই ট্রাপিজয়ডাল ফুটিং প্রদান করা সুবিধাজনক। অন্যথায় আয়তাকার ফু ব্যবহার করা হয়। আর বিভিন্ন কলামের মূলভিত্তির নিচে মাটি যদি বিভিন্ন ধরনের হয়, তবে একই ধরনের মূলভিত্তিকে সংযুক্ত তৈরি করলে মাটি অসমভাবে বসে যায় না। এজন্য কলামের মূলভিত্তির স্ল্যাবগুলোকে ইনভার্টেড টি-বিম দিয়েও সংযুক্ত করা যেতে পারে। নিম্নের চিত্রে তা দেখানো হলো :

 

আরসিসি ইনভার্টেড ট্রি-বিমের ফুটিং এর উপর ইটের দেওয়ালের চিত্র ঃ

 

আরসিসি ইনভার্টেড টি-বিম ফুটিংসহ ইটের দেওয়াল

 

৪.৫ আরসিসি ক্যান্টিলিভার ফুটিং (RCC cantilever footing):

দুই বা ততোধিক স্বতন্ত্র কলামের ফুটিংগুলোকে বিম দ্বারা সংযুক্ত করে একটি ফুটিং-এ অন্তর্ভুক্ত করাকে ক্যান্টিলিভার বা স্মা ফুটিং বলে। অধিক লোড বহন এবং নরম মাটির ক্ষেত্রে, ভিত্তির বহিস্থ প্রান্তে চাপের তীব্রতা বেশি হলে অথবা সীমানা বরাবর কলা হয়, সে ক্ষেত্রে ক্যান্টিলিভার বিমের সাহায্যে বহিস্থ কলামের লোডকে অন্তঃস্থ কলামের মাধ্যমে সমন্বয় করা হয়। নিয়ো আরতি ক্যান্টিলিভার ফুটিং দেখানো হলো।

 

আরসিসি ক্যান্টিলিভার ফুটিং

আরও পড়ুন:

Leave a Comment