আজকে আমাদের আলোচনার বিষয় – ইমারতে গ্যাস লাইন সংযোগ যা অধ্যায়-১৪ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
ইমারতে গ্যাস লাইন সংযোগ
ইমারতে গ্যাস সংযোগ পদ্ধতি
আবাসিক ভবনে রান্নার কাজে ব্যবহারের জন্য গ্যাস সরবরাহ করার প্রয়োজন হয়। চুলাতে সংযোগ দেয়ার জন্য ১২ মিমি ব্যাসের স্টিল বা এমএস পাইপের সেমি প্রতি বর্গসেমি (৫০ পা: প্রতি বর্গ ইঞ্চি) চাপের সরবরাহ লাইন প্রয়োজন। উত্তম ব্যাসের তৈরি একমুখী স্টপককের সাহায্যে এই পাইপলাইন চুলায় সঙ্গে সংযুক্ত করা হয়। ভূগর্তে পাইপ বসানোর পূর্বে পাইপের গায়ে আলকাতরা (Coaltar) এবং কালটেপ (Black tap) জড়িয়ে নিতে হবে।
অপর দিকে ভূপৃষ্ঠের খোলা স্থানে পাইপ ক্ষয়রোধের ব্যবস্থা নিতে হবে। এই সকল কাজে লিড পাইপ বা রাবার পাইপ ব্যবহার সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। প্যাস পাইপলাইন বসানোর জন্য ঠান্ডা পানি সরবরাহ লাইন স্থাপনের নীতি ও কৌশল অবলম্বন করা হবে।

সিঙ্গেল বার্নার ও তাবল বার্মায়ের সাথে গ্যাস পাইপ সংযোগ
সিঙ্গেল বা ডাবল বার্নার এর সাথে গ্যাস সংযোগ দিতে হলে অবশ্যই পাইপের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ ভাষ থাকতে হবে। বার্নায়ের সংযোগ মুখ সরবরাহ পাইপের সংযোগ মুখ একই লেভেলে এবং মুখামুখি হতে হবে। সংযোগ মুখ অবশ্যই লিক প্রুফ হতে হবে। লিক প্রুফ না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বার্নারের সাথে গ্যাস পাইপ সংযোগ করার পর পরীক্ষামূলকভাবে বার্নার চালু করে দেখতে হবে।

প্যাস সংযোগ সংক্রান্ত কাজে সতর্কতা
১) প্যাস লাইনের প্রতিটি জয়েন্টে থ্রেড টেপ দিয়ে প্যাঁচিয়ে দিতে হবে যাতে কোনো গ্যাস লিক না হয়।
২) ভূগর্তে পাইপ বসানোর পূর্বে পাইপের গায়ে আলকাতরা (Coaltar) এবং কালটেপ (Black tap) জড়িয়ে নিতে হবে।
Safe Working with Gas Cylinders
Daily Inspection
- Cylinders should be inspected daily and prior to each use for corrosion, leaks, cracks, etc.
- Inspection should include the cylinder, piping, safety relief devices, valves, protection caps and stems.
- Leaking regulators, cylinder valves or other equipment should be taken out of service.

অনুশীলনী-১৪
অতি সংক্ষিপ্ত:
১। ইমারতে গ্যাস সংযোগ পদ্ধতি কী?
সংক্ষিপ্ত:
১। ইমারতে গ্যাস সংযোগ পদ্ধতি কাকে বলে?
২। গ্যাস সংযোগসংক্রান্ত কাজে সতর্কতা কী?

রচনামূলক:
১। সিঙ্গেল বার্নার ও ডাবল বার্নারের সাথে গ্যাস পাইপ সংযোগ প্রণালি বর্ণনা কর।
আরও দেখুন :