আজকে আমাদের আলোচনার বিষয় – ইলেকট্রিশিয়ানের হ্যান্ড টুলস যা অধ্যায়-১০ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
ইলেকট্রিশিয়ানের হ্যান্ড টুলস
ইলেকট্রিশিয়ানের হ্যান্ড টুলস
কোনো কাজ করার ক্ষেত্রে হাতের মাধ্যমে ব্যবহৃত হতে পারে এ রকম টুলস্ বা যন্ত্রকে হ্যান্ড টুলস বলে। যে কোনো কারিপরি কাজ করতে গেলে খালি হাতে তা সুসম্পন্ন করা যায় না। যেমন: লেখতে গেলে কলমের প্রয়োজন হয়, কোনো রোগীর জ্বর পরীক্ষা করতে গেলে প্রয়োজন হয় থার্মোমিটার। তেমনি কোনো বৈদ্যুতিক বা ইলেকট্রিক কাজ করতে গেলে কোনো টুলস্ এর প্রয়াজন হয়।
প্রার সকল কারিগরি কর্মক্ষেত্রে টুলস্ বা যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে। কোনো বৈদ্যুতিক লাইনে কাজ করতে গেলে শুধু হাত পা দিয়ে সম্ভব নয়, খালি হাতে কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটবে। যেমন বৈদ্যুতিক সরঞ্জাম, টাম্বলার সুইচ ব্যাটেন হোল্ডার, টু-পি সকেট, কাট আউট ও প্লাগ ইত্যাদি খোলা বা তারে সংযোগ করা এবং লাইনে কারেন্টের পরীক্ষা প্রভৃতি কাজ যন্ত্র ছাড়া মোটেই সম্ভব নয়।
খালি হাতে কাজ করলে কর্মরত ব্যাভিন্ন বিপদ হতে পারে। তাই কার্যক্ষেত্রে সঠিক ভাবে নিরাপদে কাজ সম্পাদন করতে গেলে যন্ত্রপাতি বা সাধারণ হ্যান্ড টুল-এর প্রয়োজন।
হ্যান্ড টুলসসমূহের তালিকা নিম্নে দেয়া হলো
ইলেকট্রিশিয়ানের হ্যান্ড টুলসসমূহের ব্যবহার
বৈদ্যুতিক ওয়্যারিং এবং ওয়্যারিং সংশ্লিষ্ট অন্যান্য কাজের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয় । এসব যন্ত্রপাতির সংক্ষিপ্ত পরিচয়, চিত্র এবং ব্যবহার সম্পর্কে নিচে আলোচনা করা হলো-
ইলেকট্রিশিয়ান চাকু (Electrician Knife):
বিশেষভাবে তৈরি দুই রেডওয়ালা ইস্পাতের চাকু বৈদ্যুতিক কাজে ইলেকট্রিশিয়ানগণ ব্যবহার করে থাকেন; ভাই একে ইলেকট্রিসিয়ান চাকু বলা হয়। এর একটি ব্লেড ধারালো এবং অপরটি ভৌতা থাকে। যাৱালো ব্লেডটি তারের ইনসুলেশন কাটার কাজে এবং ভোঁতাটি তার পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়।
কমবিনেশন প্লারার (Combination Pliers):
কমবিনেশন রান্নার সাধারণত তার কাঁটা এবং তার মোড়ানোর কাজে ব্যবহৃত হয়। এর হাতল ইনসুলেট করা থাকে। তাই এর সাহায্যে যে
লাইনে কারেন্ট আছে সে লাইনেও কাজ করা যায় । এ প্লায়ারকে নাট খোলার কাজে ব্যবহার না করাই ভালো। এতে প্রায়ার এবং নাট উত্তরেরই ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে
অ্যাডজাস্টেবল প্লাা (Adjustable Pilers):
যে সমস্ত পুরু পাত বা মোটা জিনিস কমবিনেশন প্লায়ারস দিয়ে ধরা যায় না সেসব জিনিস ধরার জন্য অ্যাডজাস্টেবল প্লায়ারস ব্যবহার
করা হয়।
মেজ প্লায়ারস (Long Nose Pilers):
চিকন তার প্যাঁচানো এবং খুব ছোট জিনিস খরার কাজে এটি ব্যবহৃত হয়। এটাও ইস্পাতের তৈরি এবং হাতল ইনসুলেটেড করা থাকে।
ডাইগোনাল কাটিং প্লায়ারস (Diagonal Cuting Pllera):
ভাইগোনাল কাটিং প্লায়ারস ইস্পাতের তৈরি এবং এর হাতল ইনসুলেট করা থাকে। তার কাঁটার কাজে এটি ব্যবহার করা হয়।
কানেকটিং ফ্লাইভার (Connecting Screw Driver):
সুইচ, হোল্ডার, সিলিং রোজ এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামে ব্যবহৃত ছোট স্ক্রু খোলা ও লাগানোর কাজে এ ফু ড্রাইভার ব্যবহার করা হয়।
(Screw Driver):
ডু খোলা ও লাগানোর কাজেই প্রধানত ক্রু ড্রাইভার ব্যবহৃত হয়। ক্ষুর মাথার প্লটের আকার অনুযারী স্কু খোলা ও লাগানোর কাজে সঠিক हू ড্রাইভার ব্যবহার করতে হয়। অন্যথায় ক্রুর মাথা নষ্ট হয়ে যেতে পারে এবং পরে খোলা বা লাগানোর ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। ড্রাইভারের হাতল সাধারণত ইনসুলেটিং পদার্থের তৈরি হয়। একে ত্রুটি ডু ড্রাইভারও বলা হয়।
ফিলিপস ড্রাইভার (Philip’s Screw Driver):
কপিল খোলা ও বর করার কাজে ফিলিপস ক ড্রাইভার ব্যবহৃত হয়। ফিলিপস ফু ড্রাইভারের মাথা স্টারের মতো থাকে বলে একে স্টার ক্রু ড্রাইভারও বলা হয়।
টেস্টার (Tester):
বৈদ্যুতিক লাইনে কাজ করার পূর্বে লাইনে সাপ্লাই আছে কিনা তা আমার জন্য টেস্টার ব্যবহৃত হয়। টেস্টারের ভিতর একটি ছোট ভাব থাকে। লাইনে কারেন্ট থাকলে ভাল্বটি জ্বলে ওঠে। টেস্টারের হাতল ইনসুলেটিং পদার্থ নিয়ে তৈরি করা হয়। বৈদ্যুতিক সরঞ্জামের ছেটি ছেটি ফু খোলা ও লাগানোর কাজেও টেস্টায় ব্যবহার করা হয়।
করাত (Saw):
কাঠের কেজিং, ব্লক, বোর্ড, ব্যাটেন ইত্যাদি কাটার জন্য করা ব্যবহার করা হয়। একে টেনন করাত বলে। আবার ইট পাইপ, জিআই পাইপ ইত্যাদি কাটার জন্য বে করাত ব্যবহার করা হয় তাকে গৌছ কাটার করাত বা হ্যাঙ্কস (Hack Saw) ।
(Hammer):
বিভিন্ন ধরনের হাতুড়ি পাওয়া যায়। এদের মধ্যে বল পিন ও জন্ম দিন হাতুড়ি উল্লেখযোগ্য। বৈদ্যুতিক কাজে প্রধানত রস দিন রা হয়। তবে ভাষার ভার বা পাতকে লো করার কাজে এক ধরনের কাঠের হাতুড়ি ব্যবহার করা হয়, যাকে ম্যাসেট (Mallet) বলা হয় ।
বৈদ্যুতিক বালাই লোহা (Electric Soldering Iron):
ছোটখাটো জয়েন্ট এবং অন্যান্য টার্মিনাল ঝালাই করার কাজে কালাই লোহা বা ইলেকট্রিক সোল্ডাি আয়রন ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন ভরাটের ঝালাই লোহা পাওয়া যায়।
অ্যাডজাস্টেবল রেঞ্চ (Adjustable Wrench):
বাজারে বিভিন্ন মাপের অ্যাডজাস্টেবল রেফ পাওয়া যায়। বিভিন্ন সাইজের নাট খোলা ও সাপানোর কাজে এটি ব্যবহার করা হয়।
পাইপ রেঞ্চ (Pipe Wrench):
কছুইট জিআই পাইপ সংযোগ ও বিচ্ছিন্ন করার সময় পাইল ব্রেঞ্চের সাহায্যে শক্ত করে ধরে এর প্যাঁচ খোলা বা লাগানো হয়।
ড্রিল মেশিন (Drill Machine):
পাতলা যাতৰ পাত, কাঠের ব্লক, ব্যাটেন ইত্যাদিকে ছিদ্র করার কাজে হস্তচালিত ড্রিল মেশিন ব্যবহার করা হয়। একে হ্যান্ড ড্রিল মেশিন বলে। পুরু ধাতব পাত, দেয়াল ইত্যাদি ছিদ্র করার কাজে ইলেকট্রিক ড্রিল মেশিন ব্যবহার করা হয়। প্রয়োজন অনুসারে ছিদ্র করার জন্য এতে বিভিন্ন আকারের ড্রিল বিট লাগানো যায়।
(Plumb Bob ):
দেয়ালের ওয়্যারিংয়ে খাড়া লাইন টানার সময় লাইন সোজা হলো কিনা তা পরীক্ষা করে লেখার জন্য গ্রাম বা ব্যবহৃত হয়।
জেমি (Chisel) :
কলসিন্ড ওয়্যারিং-এর ক্ষেত্রে কংক্রিট বা ইটের দেয়াল কাটা বা ছেলা করার কাজে যে ধরনের ছেনি ব্যবহার করা হয়, তাকে কোল্ড চিজেল বলে। আবার কাঠের ব্লক বা ব্যাটেনে প্রয়োজনীয় কাটা-ছেঁড়ার জন্য যে ছেনি ব্যবহার করা হয়, তাকে কাঠের বাটালি ৰা উচ্চ চিল (Wood Chisel) বলে।
রয়েল প্লাগ চিহ্নে (Rawl Plag Chisel):
দেয়ালে রয়েল প্লাগ বসানোর জন্য ছিন্ন করতে হয়। এ ছিল সাধারণত ড্রিল মেশিনের সাহায্যে করা হয়। ড্রিল মেশিন ব্যবহারের সুযোগ না থাকলে দেয়ালে ডিগ্র করতে এক ধরনের হেনি ব্যবহার করা হয়, যাকে রয়েল প্লাগ জেনি বলা হয়।
অ্যালেন রেঞ্চ (Allen Wranch):
কম পরিসরবিশিষ্ট জায়গার যেখানে অন্য রে চুকানো যায় না সেখানে নাট-বোল্ট খোলার কাজে অ্যালেন রেফ ব্যবহৃত হয়।
স্লিপ (Snip):
পাতলা মেটালিক নিশট কর্তনের কাজে স্লিপ ব্যবহার করা হয়। সোজা, বাঁকা ইত্যাদি বিভিন্ন ধরনের হয়।
পাইলকাটার (Pipe Cutter) :
কণ্ডুইট বা জিআই পাইপ কাটার জন্য এটি ব্যবহার করা হয়।
উপরোক্ত যন্ত্রপাতি ছাড়াও বৈদ্যুতিক কাজে বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্র ব্যবহৃত হয়। যেমন: ভারের সাইজ মাপার জন্য ওয়্যারগেজ বা মাইক্রোমিটার।
বিভিন্ন ধরনের বৈদ্যুতিক রাশিসমূহ পরিমাপের জন্য বিভিন্ন ধরনের মিটার ব্যবহৃত হয়, যেমন-
আবার ওয়্যারিং সম্পন্ন করার পর সাপ্লাই দেয়ার পূর্বে বিভিন্ন ধরনের টেস্ট করার কাজে ব্যবহৃত হয় –
টুলস ও ইকুইপমেন্ট সবর্দা সচল ও ভালো রাখতে হলে এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে উক্ত যন্ত্রপাতিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণের কাজে আমরা নিম্নের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি।
১। যে স্থানে টুলস ও ইকুইপমেন্ট রাত্ব সেটা সবর্দা পরিষ্কার রাখা উচিত।
২। যে কক্ষে টুলস ও ইকুইপমেন্ট থাকবে, তা সবর্দা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।
৩। অব্যবহৃত ও পুরাতন নষ্ট মালামালগুলো দূরে সরিয়ে রাখতে হবে।
৪। মাঝে মাঝে কাপড় দিয়ে উষ্ণ মালামাল পরিষ্কার করতে হবে।
৫। নরম বুরুশ ও লম্বা সরু ভ্যাকুয়াম ক্লিনার নক্ষেপ দিয়ে অভ্যন্তরীণ যন্ত্রাংশ ও বর্তনী পরিক্ষার করতে হবে।
৬। কোন টুলস বা ইকুইপমেন্ট ক্ষয় প্রক্রিয়া শুরু হলে তা প্রতিরোধ করতে হবে।
৭। টুলস বা ইকুইপমেন্টের প্যাকেট ব্যবহার করতে হবে।
৮। টুলস বা ইকুইপমেন্টের ব্যবহারকালে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে।
৯। মালামাল রাখার সঠিক স্থান নির্বাচন করতে হবে।
১০। ভেজা স্থানে টুলস বা ইকুইপমেন্ট যাতে না রাখা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
অনুশীলনী – ১০
অতি সংক্ষিপ্ত
১। ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস কাকে বলে?
২। কমবিনেশন প্রায়ারস কাকে বলা হয়?
৩। লং নোজ প্লায়ারস কাকে বলে?
৪। পোকার কাকে বলে?

সংক্ষিপ্ত
১। ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলসসমূহের নাম লেখ।
২। বৈদ্যুতিক কাজে বৈদ্যুতিক রাশিসমূহ পরিমাপের জন্য কী কী ধরনের মিটার ব্যবহৃত হয়?
রচনামূলক
১। ইলেকট্রিশিয়ানের হ্যান্ড টুলসসমূহের নাম ও ব্যবহার বর্ণনা কর।
২। টুলস ও ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণে যে সমস্ত বিষয় অবলম্বন করতে হয় তার বর্ণনা দাও।
আরও দেখুন :