একতলা দালান পরিকল্পনা আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর “একতলা দালান ” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।
Table of Contents
একতলা দালান
দালান (Building):
ছাদ (Roof) দ্বারা আবৃত এবং পরিবেষ্টিত (Enclose) স্থানকে দালান বলে। দালানকে প্রধানত দুই শ্রেণিতে ভাগ করা যায়, যেমন-
(ক) আবাসিক দালান (Residential building)
(খ) পাবলিক দালান (Public building) ।
যেমন- স্কুল, কলেজ, হাসপাতাল
ব্যবহারের এর দিক দিয়ে দালানের শ্রেণীবিভাগ:
ব্যবহারের দিক দিয়ে বা প্ল্যানিং এর দৃষ্টিকোণ থেকে দালানকে নিম্নলিখিত ভাগে বিভক্ত করা যায় ঃ
১। আবাসিক দালান (Residential building)
২। ব্যবসায়িক দালান (Business building)
৩। শিক্ষা সংক্রান্ত দালান (Educational building) ৪। প্রাতিষ্ঠানিক দালান (Institutional building)
৫। শিল্প পণ্যোৎপাদী দালান (Industrial building)
৬। গুদামজাত দালান (Storage building)
৭। পরিষদ দালান (Assembly building)
৮। বিপজ্জনক দালান (Hazard building)
নির্মাণসামগ্রী ব্যবহারের উপর ভিত্তি করে দালানের শ্রেণিবিভাগ:
নির্মাণসামগ্রী ব্যবহারের উপর ভিত্তি করে দালানকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় ঃ
১। কাঁচা দালান (Kucha building)
২। আধা পাকা দালান (Semi-pucca building)
৩। পাকা দালান (Pucca building) |
একতলা দালান প্ল্যানিং :
দালানে আলো বাতাস যাতে স্বাভাবিকভাবে বেশি আসে সেজন্য সূর্যের গতিরেখা এবং বাতাসের গতিবেগ বা বায়ুপ্রবাহের দিয়ে – বেশি লক্ষ রাখতে হবে। সাথে সাথে ঝড়বৃষ্টির প্রভাব থেকে যাতে রক্ষা পাওয়া যায় সেদিকেও লক্ষ রাখতে হবে। তা ছাড়া প যেখানে হবে, সে জায়গা গ্রীষ্মপ্রধান অঞ্চল না নাতিশীতোষ্ণ অঞ্চল অথবা শীতপ্রধান অঞ্চলে অবস্থিত এ সমস্ত বিষয় খেয়াল ে বাড়ির প্ল্যানিং করতে হবে।
গ্রীষ্মপ্রধান অঞ্চলে বাড়ি করতে হলে সূর্যতাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সানশেড, ছাজা, বারান্দা ইত্যাদি থাকা উচিত। সে স হুগাছালি বাড়ির চারিপার্শ্বে লাগানোর ব্যবস্থা করতে হবে। দালানে বাতাস চলাচলের ব্যবস্থা রাখার জন্য দরজা-জানালা মুখোমুি বসাতে হবে, যাতে বায়ুচলাচলে বাধার সৃষ্টি না হয়। আবার গরমকালে যাতে কম সূর্যতাপ পায় এবং শীতকালে সর্বাধিক আসে এদিকেই লক্ষ রেখে বাড়ির বা দালানের অবস্থান (Orientation) ঠিক করতে হবে।
প্ল্যানিং এর মূল কথা হলো, সহজ বায়ুচলাচলের ব্যবস্থা রাখা। উত্তাপ যেন রুমের মধ্যের বাতাসকে বেশি প্রভাবিত না করে এজন্য বায়ুপ্রবাহের দিকে দালান বা বাড়ির মুখ (Face) হওয়া ভালো।
আরও পড়ুন: