আজকে আমাদের আলোচনার বিষয় – ওয়েদার কোট যা অধ্যায়-১০ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
ওয়েদার কোট
সংজ্ঞা
ওয়েদার কোট সিলিকন ভিত্তিক পেইন্ট যা পানি প্রতিরোধ ব্যবস্থাকে বৃদ্ধি করে। সিলিকন একটি শক্তিশালী রাসায়নিক যা পেইন্টের স্তরে পানি মিশ্রিত করে এবং এটি ইসারক বা স্থাপনাকে ১০০% বৃষ্টি প্রতিরোধী করে তোলে।
প্রোডাক্ট কম্পোজিশন
ওয়েদার কোট এক্সিটেরিওর পেইন্ট বিশেষ গ্রেত্রে ইমালশন দ্বারা প্রস্তুত, এতে হালকা পিগমেন্ট, এন্টি- ফাংগাল, এন্টি-ফোসিং, এন্টি-ফ্রেকিং, এন্টি-ফেডিং ইত্যাদি আছে। উপরন্তু, এতে ‘ওয়ান ওয়ে ব্যারিয়ার’ থাকে যা পেইন্টের গুরকে আর্দ্রতা বের করতে সাহায্য করে।
ইউএসপিঃ ইউনিক সেলিং প্রপোজিশন্স (Unique selling proposition) অত্যধিক উজ্জ্বল, ফাংগাদের বৃদ্ধি প্রতিরোধ করে, ক্ষার প্রতিরোধী, সিলিকনের উপস্থিতির কারণে ইউভি এর ক্ষতি ও পানি প্রতিরোধী হয়ে থাকে। ইনফ্রারেড রে ব্লক টেকনোলজিতে তাপমাত্রা ৫ ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস করতে সক্ষম।
ব্যবহার্য স্থানঃ বাইরের প্লান্টারকৃত গাত্রবলে ব্যবহার করতে হবে।
ব্যবহার নির্দেশনা
গাত্রতল প্রস্তুতকরণঃ পরিষ্কার বা নতুন গাত্রতলের জন্য ব্রাশ বা ক্ষাপিং এর মাধ্যমে আলগা উপাদান সরিয়ে ফেলতে হবে। গাত্রতল পানি দ্বারা ধুয়ে এটিকে শুকাতে হবে। ভালো ফলের জন্য, ব্রাশ দিয়ে বার্জার পেইন্ট বায়ো ওয়াশ সলিউশন ১/২ কোট লাগাতে হবে এবং সারা রাত শুকাতে হবে। পরের দিন পুনরায় পানি দিয়ে ধুয়ে দিতে হবে। গাত্রতল সম্পূর্ণরূপে শুকাতে হবে। এক কোট প্রাইমার দিতে হবে এবং ৬-৮ ঘণ্টা শুকাতে হবে।

পূর্বে রঙকৃত গাত্রতলঃ উপর্যুক্ত প্রক্রিয়া শুরু করার পূর্বে সব পুরানো পেইন্ট উঠিয়ে ফেলতে হবে এবং সব ধরনের আলগা কণা সরিয়ে ফেলতে হবে।
নির্দেশনাঃ তারল্যের অনুপাতে রঙ পাতলা করতে হবে। প্রথম কোট সম্পন্ন করার পরে কমপক্ষে ৬-৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে। প্রথম কোট শুকানোর পরে দ্বিতীয় কোট লাগাতে হবে এবং সারারাত শুকাতে হবে।
অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। ওয়েদার কোট কি?
২। ওয়েদার কোট ব্যবহারের স্থান কোনটি?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। প্রোডাক্ট কম্পোজিশন কি?
২। ইউএসপিগুলো কি কি?
৩। গাত্রতল প্রস্তুতকরণ ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্ন
১। ওয়েদার কোট ব্যবহারের নির্দেশনা সম্পর্কে বর্ণনা কর।
আরও দেখুন :