সিভিল কনস্ট্রাকশন শপের টুলস, ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতির পরিচিতি ও রক্ষণাবেক্ষণ I ব্যবহারিক I সিভিল কন্সট্রাকশন-১

আমাদের আজকের আলোচনার বিষয় সিভিল কনস্ট্রাকশন শপের টুলস, ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতির পরিচিতি ও রক্ষণাবেক্ষণ । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

সিভিল কনস্ট্রাকশন শপের টুলস, ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতির পরিচিতি ও রক্ষণাবেক্ষণ

কাজের নাম: কনস্ট্রাকশন শপের টুলস, ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ।

প্রয়োজনীয় কনস্ট্রাকশন টুলস, ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং মালামাল:

১। বিভিন্ন প্রকার হ্যামার

২। বিভিন্ন প্রকার কাটিং টুলস

৩। বিভিন্ন প্রকার মিজারিং টুলস

৪। সেকিং, স্মথিং টুলস এবং মিক্সিং মেশিন

৫। লেভেলিং টুলস

৬। পাট, কাপড়, গ্রিজ বা ভ্যাজলিন, পানি, তৈল (কেরোসিন বা তারপিন)

বিভিন্ন প্রকার হ্যামার

১। ক্রস পিন হ্যামার

২। ক্ল বা থাবা হ্যামার

৩। ডেড এন্ড হ্যামার

৪। স্লেজ হ্যামার

৫। স্ট্রেইট পিন হ্যামার

৬। রিভিটিং হ্যামার

৭। চিপিং হ্যামার

৮। ব্রিক হ্যামার

৯। ম্যালেট

 

সিভিল কনস্ট্রাকশন শপের টুলস

নির্মাণকাজে ব্যবহৃত কাটিং টুলস

১। চিজেল (Chisel)

২। হ্যাক ‘স’ (Hacksaw)

৩। পাইপ কাটার (Pipe cutter)

৪। হ্যান্ড ডাই স্টক (Hand die stock)

৫। ট্যাপ (Tap)

৬। হ্যান্ড ‘স’ (Hand saw)

৭। সার্কুলার সা (Circular saw)

৮। ইট কাটার হাতুড়ি (Brick cutting hammer)

৯। ফাইল (File)

 

সিভিল কনস্ট্রাকশন শপের টুলস

 

সিভিল কনস্ট্রাকশন শপের টুলস

 

সিভিল কনস্ট্রাকশন শপের টুলস

 

কার্যপ্রণালি:

১। সমস্ত যন্ত্রপাতির তালিকা তৈরি করে এগুলো দেখতে হবে। টুলস, ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতিগুলোর বিভিন্ন অংশের নাম জানতে হবে। ব্যবহারিক ক্ষেত্রে এ সব টুলস, ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতির ব্যবহার করা জানতে হবে। এগুলোর সরল চিত্র অঙ্কন শিখতে হবে।

২। যন্ত্রপাতিগুলোর শ্রেণি বিন্যাস করতে হবে। যথা-মিজারিং, কাটিং টুলস বা যন্ত্র, মার্কিং যন্ত্র, মার্কিং টুলস ও বিবিধ। এছাড়া ধাতব এবং অধাতব এ দুভাগেও ভাগ করা যায়।

৩। কাজের শেষে যেসব যন্ত্রপাতি (tools) অধাতব অর্থাৎ কাঠের বা কাঠ ও ধাতুর মিশ্র সেগুলোকে যথা সম্ভব পানি ব্যবহার না করে কাপড়, পাট বা শিরিশ কাগজ দ্বারা পরিষ্কার করতে হবে। যদি পানি ব্যবহার করতে হয় তাহলে সাথে সাথে পানি শুকিয়ে মুছে নিতে হবে।

৪। এসব যন্ত্রপাতিকে (tools) প্রথমে পানি দ্বারা ধুয়ে প্রয়োজনে গ্রিজ লাগিয়ে দিতে হবে।

৫। দেয়ালে সংরক্ষিত বোর্ডে, আলমারি বা বাক্সে এমনভাবে রাখতে হবে যেন একটির সাথে আর একটি গাদাগাদি হয়ে না থাকে।

৬। দেয়ালে বা বাক্সে সম্ভব হলে প্রতিটি টুলস বা ইকুপমেন্টকে আলাদা আলাদা করে সংরক্ষণ করতে হবে।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সাবধানতা:

১। ধারালো যন্ত্রপাতি সাবধানে নাড়াচাড়া করতে হবে।

২। টুলসগুলো কার্যোপযোগী আছে কিনা তা নিশ্চিত হয়ে নিয়ে ব্যবহার করতে হবে।

৩। ভাঙা বা জোড়া দেওয়া টুলস ব্যবহার না করাই উত্তম।

আরও দেখুনঃ

Leave a Comment