সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ) I অধ্যায় ১১ I সিভিল কন্সট্রাকশন-১

আমাদের আজকের আলোচনার বিষয় সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ) । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ)

আর্চ

ওয়েজ আকৃতির ইট বা পাথরের ব্লককে মসলার সাহায্যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে দেয়ালের কোনো ফোকর বা দরজা-জানালার উপর এর উপরন্ত ভার বহন করার জন্য বা সৌন্দর্যের জন্য অর্ধগোলাকৃতি বা ধনুকাকৃতির যে কাঠামো নির্মাণ করা হয় তাকে আর্চ বা খিলান বলে।

আর্চের তালিকা

আর্চকে বিভিন্নভাবে শ্রেণিবিভাগ করা যায়। যথা:-

১। আকৃতি অনুসারে।

২। কেন্দ্রের সংখ্যা অনুসারে।

৩। নির্মাণ উপকরণ অনুসারে।

১. আকৃতি অনুসারে:

ক. ফ্লাট আর্চ (Flat arch)

খ. সেগমেন্টাল আর্চ (Segmental arch)

গ. অর্ধবৃত্তাকার আর্চ (Semicircular arch)

ঘ. অশ্বক্ষুরাকৃতি আর্চ (Horseshoe arch)

ঙ. পয়েন্টেড আর্চ (Pointed arch)

চ. ভিনিশিয়ান আর্চ (Venetian arch)

ছ. রিলিভিং আর্চ (Relieving arch)

জ. ফ্লোরেন্টাইন আর্চ (Florentine arch)

ঝ, স্টিলটেড আর্চ (Stilted arch)

ঞ. সেমিইলিপটিকাল আর্চ (Semielliptical arch)

ট. ইনভারটেড আর্চ (Inverted arch)

ঠ. ডাচ আর্চ (Dutch arch)

২. কেন্দ্রের সংখ্যা অনুসার:

ক. একক কেন্দ্র বিশিষ্ট (One centred arch)

  • সেগমেন্টাল আর্চ (Segmental arch)
  • অর্ধবৃত্তাকার আর্চ (Semicircular arch)
  • ফ্লাট আর্চ (Flat arch)
  • অশ্বক্ষুরাকৃতি আর্চ (Horseshoe arch)
  • স্টিলটেড আর্চ (Stilted arch)
  • বুলস্ আই আর্চ (Bulls eye arch)

খ. দুই কেন্দ্র বিশিষ্ট (Two centred arch)

  • সেমিইলিপটিকাল আর্চ (Semielliptical arch)
  • ব্লান্ট আর্চ (Blunt arch)
  • অ্যাকুইট আর্চ (Acute arch)
  • ইকুইলেটারাল (Equilateral arch)

গ. তিন কেন্দ্র বিশিষ্ট (Three centred arch)

  • পয়েন্টেড আর্চ (Pointed arch)
  • ইলিপটিক্যাল আর্চ (Elliptical arch)
  • প্যারাবোলিক আর্চ (Parabolic arch)

ঘ. চার কেন্দ্র বিশিষ্ট (Four centred arch)

  • ডিম্বাকার আর্চ (Ovoid sewer arch)
  • টিউডর আর্চ (Tudor arch)
  • ভিনিশিয়ান আর্চ (Venetion arch)

৩. নির্মাণ উপকরণ অনুসারে:

ক. ব্রিক আর্চ (Brick arch)

  • রাফ আর্চ (Rough arch)
  • রাফ-কাট আর্চ (Roughcut arch)
  • গেজড আর্চ (Gauged arch)
  • ইটের সমতল আর্চ (Brick Flat arch)

খ. পাথরের আর্চ (Stone arch)

  • রাবল আর্চ (Rubble arch)
  • এশলার আর্চ (Ashlar arch)

গ. কংক্রিট আর্চ (Concrete arch)

  • কংক্রিট ব্লক আর্চ (Concrete block arch)
  • মনোলিথিক কংক্রিট আর্চ (Monolithic concrete arch)

আর্চের প্রয়োজনীয়তা

১। আর্চ তার উপর আপতিত সকল ভারকে দুইদিকে সাপোর্ট দেয়ালে স্থানান্তর করে।

২। যেখানে উলম্ব বল, আনুভূমিক বল ও কৌদিক অত্যধিক চাপ প্রশমিত করে।

৩। কাঠামো বা দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করে।

৪। আর্চ নির্মাণ করলে হেড রুম বেশি পাওয়া যায়।

৫। সানসেড বা ওয়েদারসেড নির্মাণে কাঠামো সুবিধা বেশি পাওয়া যায়।

৬। দরজা, জানালার ফ্রেম লাগানোর ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়।

৭। আর্চ ফোকরের পার্শ্বস্থ এবং উপরিস্থ দেয়ালকে একত্রে সংযুক্ত রাখে।

৮। আর্চ নির্মাণে শক্তিশালী অ্যাবাটমেন্ট পাওয়া যায়।

৯। দালানের বসবাসকারীদের জীবনপ্রণালি উন্নত হয়।

১০। দালান নির্মাণকারীর দক্ষতা, নিপুণতা এবং মালিকের সৌখিনতার পরিচয় পাওয়া যায়।

আর্চের বিভিন্ন অংশের নাম ও মাপ

A. কিস্টোন, কিব্লক (keystone, key block)

B. ক্রাউন (crown)

C. রাইজ, পিচ (rise, pitch)

D. স্প্যান (span)

E. স্প্রিং লাইন (springing line)

F. অ্যাবাটমেন্ট, ইমপোস্ট (abutment, impost)

G. স্প্রিংগার, স্প্রিংগিং স্টোন, স্কিউব্যাক (springer, springing stone, skewback)

H. ইনট্রাডোস, সফিট (intrados, soffit)

K. ভসৌর (voussoir)

L. এক্সটাডোস (extrados)

M. হানচ্ (haunch)

 

সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ)

 

সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ)

 

সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ)

 

সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ)

 

সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ)

 

সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ)

 

 

সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ)

 

সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ)

আর্চের নির্মাণ কৌশল

আর্চ বা খিলানের নির্মাণ কৌশল: যে কোনো ধরনের আর্চ নির্মাণের সমস্ত কাজকে তিনটি ধাপে সম্পন্ন করা যায়। যথা-

১। সেন্টারিং বা ফর্ম ওয়ার্ক নির্মাণ ও স্থাপন

২। আর্চ নির্মাণ

৩। সেন্টারিং বা ফর্ম ওয়ার্ক অপসারণ।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

১. সেন্টারিং বা ফর্ম ওয়ার্ক নির্মাণ ও স্থাপন: সেন্টারিং হলো এক ধরনের অস্থায়ী কাঠামো যা ব্যবহার করে ইট, পাথর এবং কংক্রিটের আর্চ নির্মাণ করা যায়। আর্চের গাঁথুনি বা ঢালাই কাজ শক্ত না হওয়া পর্যন্ত সেন্টারিং আর্চকে ধরে রাখে। সেন্টারিং তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন এটি প্রয়োজনমতো শক্ত ও মজবুত হয় এবং কাজ শেষে সহজে খোলার ব্যবস্থা থাকে। সেন্টারিং কাঠ বা ধাতু নির্মিত হতে পারে। সফিটের প্রন্থ ১০ সে. মি. পর্যন্ত হলে চিত্রের ন্যায় সেন্টারিং তৈরি করা যায়। এ ক্ষেত্রে দুটি খুঁটির উপর সফিটে যে কাঠের টুকরা বসানো থাকে তাকে গোলাই কাঠ বা টার্ন পিস বলে।

খুঁটি দুটিকে দৃঢ় বা ঢিলা করার জন্য কাঠের খিল ব্যবহার করা হয়। ১০ সে. মি. অধিক চওড়া সফিটের জন্য চিত্রের ন্যায় সেন্টারিং তৈরি করতে হয়। এক্ষেত্রে টার্ন পিসের ন্যায় দুইটি রিবকে খুঁটির উপর বসানো হয়। খুঁটির উপর শিল বসিয়ে এর উপর সাপোর্ট দেওয়ায় জন্য যে কাঠের টুকরা বসানো হয় তাকে বিয়ারার বলে। চওড়া সফিট এবং বর্ধিত স্প্যানের ক্ষেত্রে রিবগুলোকে ধরে রাখার জন্য স্ট্রাট এবং ব্রেস ব্যবহার করা হয়। আবার রিবগুলোর আড়াআড়ি কতগুলো ব্যাটনকে পেরেক দ্বারা অটিকানো হয়। এগুলোকে ল্যাগিং বলে।

২। আর্চ নির্মাণ: সেন্টারিং নির্মাণ ও স্থাপনার কাজ শেষ হওয়ার পরে আর্চ নির্মাণের জন্য প্রথমে স্কিউব্যাক তৈরি করে যথাস্থানে বসাতে হবে। দুদিকের স্কিউব্যাক থেকে শুরু করে ভসৌরগুলোকে বসিয়ে যেতে হবে। আর ভসৌরগুলোর মাঝখানে বসাতে হবে কিংস্টোন। নির্মাণকাজ শেষ হলে ভসৌরগুলো পরস্পর চেপে বসতে পারে সে কারণে কাঠের খিলকে ২-৩ মি. মি. নিচে নামিয়ে দিতে হবে।

৩। সেন্টারিং বা ফর্ম ওয়ার্ক অপসারণ: সদ্য নির্মিত আর্চ জমাট বেঁধে পুরোপুরি শক্ত না হওয়া পর্যন্ত সেন্টারিং খোলা যাবে না। খোলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আর্চ ক্ষতিগ্রস্ত না হয়।

 

সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ)

 

(ক) সেন্টার, সেন্টারিং (খ) স্ট্রেংব্যাক, স্প্রেডার বিম, ইয়োক (গ) স্টার্ট, প্রোপ (ঘ) সেগমেন্টাল এবং ক্যামরার আর্চ সেন্টারিং

আরও দেখুনঃ

Leave a Comment