সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম | অধ্যায়-২০ | সিভিল কন্সট্রাকশন ২

আজকে আমাদের আলোচনার বিষয় – সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম যা অধ্যায়-২০ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত। শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে।

অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প- ২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।

সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম

প্লাম্বিং সিস্টেম (Plumbing System)

বর্তমানে শহরে, শহরতলিতে উপজেলায় এমনকি গ্রামাঞ্চলেও তৈরি হচ্ছে সুরম্য অট্টালিকা। এই সকল অট্টালিকা ও দালানকোঠায় শোভা পাচ্ছে আধুনিক সভ্যতার সকল উপকরণ। বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করা সকল সচেতন মানুষের কাম্য।

“দালানে পানি সরবরাহের জন্য এবং ব্যবহৃত ময়লা পানি ও অন্যান্য তরলবর্জ্য নিষ্কাশনের জন্য দালানে বা গৃহে পাইপ, সাজ-সরঞ্জাম, ফিটিংস এবং অন্যান্য যন্ত্রপাতি স্থাপনের কলাকৌশলকে প্লাম্বিং (Plumbing) বলে”।

প্লাম্বিং সিস্টেমের পুরুত্ব (Importance of Plumbing System)

দালান কোঠা বা গৃহে বিজ্ঞান সম্মতভাবে আরাম ও সুবিধাদির মধ্যে বসবাস করার জন্য প্লাম্বিং সিস্টেমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য দালান বা গৃহে বিজ্ঞানসম্মত প্লাম্বিং সিস্টেম স্থাপন করা জরুরি। উৎস থেকে পানি সংগ্রহ করে, প্রয়োজনে শোধানাগারে পানি শোধনের পর দালান কোঠায় বসবাসরত লোকজনের কাছে পানি পৌঁছে দেওয়াই প্লাম্বিং এর উদ্দেশ্য।

এছাড়া বসবাসকারী লোকজনের ব্যবহৃত পানি নিষ্কাশন করাও প্লাম্বিং সিস্টেমের কাজ। যেখানে পরিকল্পিত সিউয়ার লাইন নেই সেখানে ব্যবহৃত পানিকে উন্মুক্ত নর্দমা বা জলাশয়ে বা সেপটিক ট্যাংকে এবং যেখানে সিউয়ার লাইন আছে সেখানে সিউয়ার লাইনে নিষ্কাশন করাও প্লাম্বিং সিস্টেমের অন্তর্ভুক্ত।

প্লাম্বিং সংস্থাপন (Plumbing installation)

পানি সরবরাহ ও ব্যবহৃত পানি ও অন্যান্য তরল বর্জ্য নিষ্কাশনের জন্য দালানকোঠা, বাস গৃহে বা অন্যান্য ভবন যে সমস্ত পাইপ, ফিটিংসসহ ফিকচার ব্যবহৃত হয়, সেগুলোকে যথাযথভাবে স্থাপন করাকে প্লাম্বিং সংস্থাপন (Plumbing installation) বলে।
গৃহের মলমূত্র নিষ্কাশনকারী খাড়া পাইপকে স্ট্যাক (Stack) বলে। গোসলখানার ময়লা পানি, ঘরধোয়া পানি, রান্নাঘরের ময়লা পানিকে সালেজ (Sullege) বলে।

কোন গৃহের সালেজ, মলমূত্র ফিকচার (Fixture) হতে ট্রাপের মাধ্যমে নির্গত হয়ে যে পাইপের সাহায্যে নিষ্কাশিত হয় তাকে সয়েল পাইপ (Soil pipe) বলে। যে পাইপের মাধ্যমে বাড়ির মলমূত্র, ময়লা পানি, রাস্তা ধোয়া বৃষ্টির পানি, কলকারখানার বর্জ্য নোংরা পানি ইত্যাদি নিষ্কাশিত হয় তাকে সিউইয়ার (Sewer) পাইপ বলে। সিউয়ার পাইপ সাধারণত রাস্তার পাশে মাটির নিচে স্থাপন করা হয়।

প্লাম্বিং সংস্থাপন পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা যায়, যথা-

ক) সরবরাহ পদ্ধতি (Supply system)

খ) ফিকচার পদ্ধতি (Fixture system)

গ) নিষ্কাশন পদ্ধতি (Drainage system)

ক) সরবরাহ পদ্ধতি: সব রকমের যোগান পাইলকে সরবরাহ পাইপ বলে। এই পাইল রাস্তার সরবরাহ পাইপ থেকে পানি সংগ্রহ করে দালানে অবস্থিত টয়লেট, ওয়াশ বেসিন, রান্নাঘর, গোসলখানা প্রভৃতি জায়গায় পৌঁছে দেয়। এদের সংযোগ দেওয়া হয় সরবরাহ পদ্ধতির মাধ্যমে।

খ) ফিকচার পদ্ধতি: ওয়াস বেসিন, ওয়াটার ক্লোসেট, সিংকস, লক্ষিট্রে, বাথটাব ইত্যাদিকে ফিকচার বলে। গৃহে বসবাসকারীগণ এ ফিকচারগুলোর মাধ্যমে পানি ব্যবহার করে থাকেন। এদের সংযোগ দেওয়া হয় ফিকচার পদ্ধতির মাধ্যমে।

গ) নিষ্কাশন পদ্ধতি: এ পদ্ধতিতে বিভিন্ন প্রকার ফিকচার হতে নির্গত ব্যবহৃত ময়লা পানি, বৃষ্টির পানি, মলমূত্র ও থালাবাসন ধোয়ার পানি নিষ্কাশন পাইপের মাধ্যমে সিডয়ার পাইলে পৌঁছানো হয়। একে ড্রেনেজ সিস্টস বলে। যদি সিউয়ার হতে নির্গত দুর্গন্ধযুক্ত গ্যাস অথবা জীবাণু গৃহে প্রবেশ করে তাহলে নানা রোগ জীবাণু ছড়িয়ে পড়বে। নিষ্কাশন পদ্ধতিতে বিভিন্ন প্রকার পাইপ যথাঃ- সয়েল স্ট্যাফ, ট্রেন পাইপ ও ওয়েন্ট পাইপের সংযোগ দেওয়া হয়।

 

সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম
চিত্রঃ বাসাবাড়ির প্লাম্বিং এর বিভিন্ন অংশ দেখানো হয়েছে।

 

 

পাইপঃ ফাঁকা, গোলাকার দীর্ঘ নল যার ভিতর দিয়ে করল পদার্থ প্রবাহিত হয় তাকে পাইপ বলে। প্লাম্বিং কাজে সরবরাহকৃত পানি দালানের বিভিন্ন ফিকচারে ব্যবহৃত হওয়ার পর বের করে দেওয়ার জন্য পাইপ ব্যবহৃত হয়। ব্যবহার অনুযায়ী পাইপকে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা যায়। যথাঃ

ক) সরবরাহ পাইপ (Supply pipe)

খ) নিষ্কশন পাইপ (Drainage pipe)

গ) সার্ভিস পাইপ (Service pipe)

ঘ) ভেন্ট পাইপ (Vent pipe)

ঙ) সয়েল পাইপ (Soil pipe)

চ) এন্টি সাইফনেজ পাইপ (Anti-syphonage pipe)

ছ) স্ট্রিট মেইন সিউয়ার (Street main sewer)

জ) হাউজ সিউয়ার (House sewer)

ঝ) ময়লা পানি নিষ্কশন পাইপ Waste water drainage pipe)

ঞ) বৃষ্টির পানি নিষ্কশন পাইপ (Rain water drainage pipe)

ক) সরবরাহ পাইপ (Supply pipe): দালানে পানি সরবরাহের জন্য প্রধান, উপ-প্রধান অথবা রাস্তার নিচে যে পাইপ বসানো হয় ঐগুলোকে সরবরাহ পাইপ বলে। দালানকোঠার সামনে বা রাস্তার নিচে এই সব পাইপ বসানো হয়ে থাকে। কাস্ট আয়রন (Cast iron), পি. ডি .সি. (P.V.C), স্টিল (Steel), গ্যালভাইজড আয়রন দ্বারা এই সব পাইপ তৈরি হয়।

খ) সার্ভিস পাইপ (Service pipe): সরবরাহ পাইপ হতে অপেক্ষাকৃত সরু আকারের পাইপ যা দ্বারা ব্যবহারের স্থানে পানি আনা হয় তাকে সার্ভিস পাইপ বলে। এই পাইপ পিভিসি বা গ্যালভানাইজড আয়রনের হয়ে থাকে।

গ) নিষ্কাশন পাইপ (Drainage pipe): কোন দালান বা গৃহের ব্যবহৃত পানি যে সকল পাইপের মাধ্যমে নিষ্কাশন করা হয় সেগুলোকে নিষ্কাশন পাইপ বলে। এগুলো সাধারণত কাস্ট আয়রনের হয়ে থাকে। অধুনা এ্যাসবেস্টস সিমেন্ট পাইপ, সিমেন্ট পাইপ বা পি ডি সি পাইপও ব্যবহৃত হয়।

ঘ) ভেন্ট পাইপ (Vent pipe): নিষ্কাশিত তরল বর্জ্য হতে যে দুর্গন্ধ সৃষ্টি হয় তা বের করে দেওয়ার জন্য ভেন্ট পাইপ ব্যবহৃত হয়। এ পাইপ খাড়াভাবে সয়েল পাইপের (Soil pipe) সাথে যুক্ত থাকে। এই পাইপের উচ্চতা দালানের ছাদ হতে কমপক্ষে ২ মিটার বেশি রাখা হয়। বৃষ্টির পানি যাতে পাইপে ঢুকতে না পারে সেজন্য পাইপের মাথায় টুপি বা কাউয়েল (Cowel) পরানো হয়।

ঙ) সয়েল পাইপ (Soil pipe): ওয়াটার ক্লসেট বা অন্য কোন ফিকচার হতে নিষ্কাশিত পানি যে নির্দিষ্ট পাইপে গিয়ে পড়ে এবং যে পাইপ দ্বারা তা হাউজ সিউয়ারে পৌঁছে দেওয়া হয় তাকে সয়েল পাইপ বলে। কংক্রিট, পি ভি সি ও কাস্ট আয়রন দ্বারা এ পাইপ নির্মিত হয়।

চ) এন্টি সাইফনেজ পাইপ (Anti-syphonage pipe): বহুতল বাড়ির টয়লেট গুলো এমনভাবে সাজানো হয় যে বিভিন্ন মলপাত্র খাড়াভাবে একই রেখায় থাকে। উপরের তলার টয়লেট হতে নির্গত মলমূত্র পানি বাহিত হয়ে নিচের দিকে নামার সময় নিচের তলার মলপাত্রের সংযোগস্থল অতিক্রম করে। ফলে পিছনে সৃষ্ট আংশিক শূন্যস্থান পূরণ করতে মলপাত্র সংলগ্ন ট্যাপ এ পানির পরিবর্তে গ্যাস উর্দ্ধমুখী বাঁক বা ভেন্ট পাইপ সংযোগকারী একটি সরু পাইপের মধ্যে দিয়ে ছুটে আসে। এ পাইপটি “ট্র্যাপ সিল লস” রক্ষা করে বলে একে এন্টি সাইফনেজ পাইপ বলে। এটি পি ডি সি বা কাষ্ট আয়রনের হতে পারে।

ছ) স্ট্রিট মেইন সিউয়ার (Street main sewer): হাউজ সিউয়ার হতে সংগৃহীত সিউয়েজ যে পাইপের মাধ্যমে শোধন বা অপসারণের উদ্দেশ্যে উপযুক্ত স্থানে নেওয়া হয় তাকে স্ট্রিট মেইন সিউয়ার বলে। এটি ইট অথবা কংক্রিটের তৈরি হয়।

জ) হাউজ সিউয়ার (House sewer): যে সিউয়ার লাইন দালান হতে নিষ্কাশিত পানিকে প্রধান রাস্তার নিচে স্থাপিত সিউয়ার লাইনে পৌঁছিয়ে দেয় তাকে হাউজ সিউয়ার বলে। এই পাইপ কাস্ট আয়রন বা কংক্রিটের তৈরি হয়ে থাকে।

ঝ) ময়লা পানি নিষ্কাশন পাইপ (Waste water drainage pipe) : দালান বা গৃহে অবস্থিত বিভিন্ন ফিকচার হতে সংগৃহীত ময়লা পানি দালানের গায়ে খাড়াভাবে লাগানো পাইপের সাহায্যে বহন করে রাস্তার নিচে অবস্থিত পাইপে পৌঁছানো হয়। এই খাড়া পাইপটিকে ময়লা পানি নিষ্কাশন পাইপ বলে। এটি কাষ্ট আয়রনের হয়ে থাকে।

ঞ) বৃষ্টির পানি নিষ্কাশন পাইপ (Rain water drainage pipe) : দালানের ছাদে বৃষ্টির যে পানি জমা হয় তা দালানের সাথে সংযুক্ত খাড়া পাইপের সাহায্যে প্রথমে চারপাশের ড্রেনে এবং পরে ড্রেনের সাহায্যে রাস্তার নিচে সংস্থাপিত বড় পাইপে নিষ্কাশিত হয়। খাড়া এই পাইপটিকে বৃষ্টির পানি বহনকারী পাইপ বলে। এটি কাস্ট আয়রনের তৈরি হয়ে থাকে।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

উপাদানের উপর ভিত্তি করে পাইপকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়ঃ

A) কাস্ট আয়রন পাইপ (Cast iron pipe)

B) স্টিল পাইপ (Steel pipe)

C) গ্যালভানাইজড আয়রন (Galvanized iron pipe)

D) পিভিসি পাইপ (Poly Vinyl Chloride pipe)

E) পিতলের পাইপ (Brass pipe)

F) সিমেন্ট কংক্রিট পাইপ (Cement Concrete pipe)

G) রি-ইনফোর্সড সিমেন্ট কংক্রিট পাইপ (Re-in forced cement concrete pipe)

H) প্রিস্ট্রেসড কংক্রিট পাইপ (Pre-stressed concrete pipe)

I) এ্যাসবেস্টস সিমেন্ট পাইপ (Asbestos cement pipe)

J) পোড়া মাটির পাইপ (Vetrified clay pipe)

ক) কাস্ট আয়রন পাইপ (Cast iron pipe): এই পাইপ সিউয়েজ হতে সৃষ্ট গ্যাস ও সিউয়েজ বহনে ব্যবহৃত হয়। এটি স্পিপট (Spigot) ও সকেট (Socket) প্রান্ত বিশিষ্ট হয়। এর ব্যাস ৪৫ মি মি হতে ২২৫ মি মি এবং দৈর্ঘ্য ১.৮ মিটার হতে ৩.৬৬ মিটার পর্যন্ত হয়। যেখানে পাইপের উপর চাপ বল বেশি সেখানে এটি খুবই কার্যকর।

 

সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম
চিত্রঃ কাস্ট আয়রন পাইগ

খ) স্টিল পাইপ (Steel pipe) : এই পাইপ কাস্ট আয়রন পাইপের মতো। এটি যে কোন দৈর্ঘ্যের ও ব্যাসের প্রস্তুত করা যায়। অধিক ভার বহনের ক্ষেত্রে এই পাইপ বেশি উপযোগী। জোড়া মুখ বাঁকা ক্ষেত্রে এই পাইপ বহুল প্রচলিত। কোন কারণে নষ্ট হয়ে গেলেও পুনরায় মেরামত করা যায়। এ পাইপ পানি সরবরাহের প্রধান পাইল। গ্যাস সরবরাহ লাইনেও ব্যবহার হয়।

 

সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম
চিত্রঃ  কাস্ট আয়রন পাইগ

গ) গ্যালভানাইজড আয়রন পাইপ (Galvanized iron pipe-GI): গ্যালভানাইজড আয়রন পাইল সাধারণত মাইন্ড স্টিল বা রড আয়রন হারা নির্মিত। সহজে ফেন মরিচা না পড়ে সেজন্য এর পায়ে দম্ভার (Zinc) প্রলেপ দেওয়া হয় এবং একে গ্যালভানাইজিং বলে। এ পাইপের ব্যাস ১২ মি মি হতে ১০০ মি মি এবং দৈর্ঘ্য ৬ থেকে ৭ মিটার পর্যন্ত হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে পানি ও গ্যাস সরবরাহে ব্যবহার হয়।

 

সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম
চিত্রঃ গ্যালভানাইজড আয়রন পাইপ (GI)

ঘ) পি ডি সি পাইপ (Poly Vinyl Chloride pipe)

 

সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম
চিত্রঃ  পিভিসি বা ইউপিভিসি পাইপ

ঙ) পিতলের পাইপ (Brass pipe): এই পাইপ তৈরিতে ব্যবহৃত ধাতব পদার্থ পিতল অতি উন্নত মানের হওয়ার কারণে এর গা মসৃণ এবং যে কোন এসিভ ক্রিয়া প্রতিরোধে সক্ষম। এটি ৬ মি মি হতে ৫০ মি মি ব্যাস এবং ৩ মিটার থেকে ৪ মিটার পর্যন্ত দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে।

 

সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম
চিত্রঃ পিতলের পাইপ

চ) সিমেন্ট কংক্রিট পাইপ Cement Concrete pipe) : এই পাইপ সিউয়ার, পানি নিষ্কাশন ও সয়েল পাইপ হিসাবে ব্যবহৃত হয়। এর ব্যাস ১.৫ মি হতে ১.৮ মিটার এবং দৈর্ঘ্য ১ সিটার হতে ৫ সিটার পর্যন্ত হতে পারে। সহজেই এসিড দ্বারা আক্রান্ত হয় বলে পাইপের ভিতর ও বাইর উত্তয় পৃষ্ঠে সালফেট প্রতিরোধক সিমেন্ট দ্বারা প্রলেপ দিতে হয়।

ছ) রি-ইন-ফোর্সড সিমেন্ট কংক্রিট পাইপ (Re-in forced cement concrete pipe): এই পাইপ যে কোন আকার ও আকৃতির হতে পারে। অধিক ব্যাস বিশিষ্ট পাইপের প্রয়োজনে এটি বেশি ব্যবহার হয়। যে কোন প্রকার চাপ প্রতিরোধে সক্ষম। পাইপ কালভার্ট, সিউয়ার ও ড্রেনের ক্ষেত্রে কার্যকরভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে।

 

সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম
চিত্রঃ  সিমেন্ট কংক্রিট পাইপ

জ) প্রি-স্ট্রেসড কংক্রিট পাইপ (Pre-stressed concrete pipe) : এ জাতীয় পাইপের নির্মাণ কৌশল রি-ইনফোর্সড সিমেন্ট কংক্রিট পাইপের মতো। এটি যে কোন আকার বা আকৃতির হতে পারে এবং সকল প্রকার চাপ বহনে সক্ষম। একবার নষ্ট হয়ে গেলে মেরামত করা যায় না। এ পাইলও সিউয়ার, ড্রেনেজ ও নিষ্কাশন পাইপ হিসাবে ব্যবহৃত হতে পারে।

 

সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম
চিত্রঃ খ্রি-স্ট্রেসড কংক্রিট পাইল

ঝ) এ্যাসবেস্টস সিমেন্ট পাইপ (Asbestos cement pipe) : এই পাইপ ওয়েস্ট পাইপ ও সয়েল পাইপ হিসাবে ব্যবহার করা যায়। ভঙ্গুর হওয়ার কারণে সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। এর ব্যাস ১০০ সি সি থেকে ৫০০ সি মি পর্যন্ত হতে পারে। দৈর্ঘ্যে এক মিটার হতে ৫ মিটার পর্যন্ত হয় এবং স্থায়িত্বের জন্য বাইরের বিটুমিনের প্রলেপ লাগান হয়।

 

সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম
চিত্রঃ এ্যাসবেস্টস সিমেন্ট পাইপ

ঞ) পোড়া মাটির পাইপ (Vetrified clay pipe): বর্তমানে পোড়া মাটির পাইপ খুব একটা দেখা যায় না। এই পাইপ সিউয়ার, হাউজ সিউয়ার ও ট্রেনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটি সাধারণত বৃত্তাকার হয় এবং বহুন করে নিয়ে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হয়। এর ব্যাস ৭৫ মি মি হতে ১০ মি মি এবং দৈর্ঘ্য ২ মিটার হতে পারে।

 

সিভিল কন্সট্রাকশন প্লাম্বিং সিস্টেম
চিত্রঃ পোড়া মাটির পাইপ

প্লাম্বারের কাজ (Work of a plumber):

যে ব্যক্তি প্লাম্বিং যন্ত্রপাতির সাহায্যে প্লাম্বিং সিস্টেমের যাবতীয় কাজ যথা সংস্থাপন ও মেরামত সহজেই সমাধা করতে পারে তাকে গ্লামার বলে। বিশুদ্ধ পানি সরবরাহ এবং সরবরাহকৃত পানি ব্যবহারের পর তরল ময়লা ও মলমুত্র হিসাবে নিষ্কাশনের জন্য যাবতীয় পাইপ, ফিটিংস ও ফিকচার স্থাপন প্লাম্বারের কাজ। মূলকথা একজন প্লাম্বার প্লাম্বিং বিষয়ক যাবতীয় সংস্থাপন (Installation), মেরামত ও সংরক্ষণ (Repair and maintenance) কাজ সমাধা করে থাকে।

অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। প্লাম্বিং কাকে বলে?

২। উপাদানের উপর ভিত্তি করে পাইপকে কত ভাগে ভাগ করা যায় এবং কি কি?

সংক্ষিপ্ত প্রশ্ন

১। প্লাম্বারের কাজের সংক্ষিপ্ত বিবরণ দাও।

রচনামূলক প্রশ্ন

১। প্লাম্বিং সিস্টেমের গুরুত্ব লেখ।

২। প্লাম্বিং সংস্থাপন পদ্ধতির বিস্তারিত বিবরণ দাও।

৩। বিভিন্ন প্রকার পাইপের নাম ও যে কোনো দুই রকম পাইপের বর্ণনা দাও।

আরও দেখুন :

Leave a Comment