আজকে আমাদের আলোচনার বিষয় – সিভিল কন্সট্রাকশন সোক পিট যা অধ্যায়-১৯ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ শিক্ষাবর্ষ হতে সকলস্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কোমলমতি শিক্ষার্থীদের আরও আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তর থেকে শুরু করে ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তকসমূহ চার রঙে উন্নীত করে আকর্ষণীয়, টেকসই ও বিনামূল্যে বিতরণ করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে; যা একটি ব্যতিক্রমী প্রয়াস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রচিত ভোকেশনাল স্তরের ট্রেড পাঠ্যপুস্তকসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৭ শিক্ষাবর্ষ থেকে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে। উন্নতমানের কাগজ ও চার রঙের প্রচ্ছদ ব্যবহার করে পাঠ্যপুস্তকটি প্রকাশ করা হলো।
Table of Contents
সিভিল কন্সট্রাকশন সোক পিট
সোক পিট
সোক পিট, সোক ওয়ে বা লিচ পিট নামেও (soakaway or leach pit) পরিচিত, উপরের দিকে থেকে বন্ধ, চৌবাচ্চা (chamber) বিশেষ যার দেয়ালগুলো ভেদ্য করা যায়। ফলে পানি ধীরে ধীরে মাটিতে চুষে নেয়। আপের প্রাইমারি বা প্রাথমিক পরিশোধনের পরের এক্লুয়েন্ট (effluent) বা ময়লা পানি এই মাটির নিচের চেম্বারে জমা হয় এবং পরে চুয়ে চুয়ে পাশের মাটিতে প্রবেশ করে। মূলত যেখানে এফ্লুয়েন্ট পুনরায় ব্যবহারের ইচ্ছা না থাকে সেখানে সোক পিট ব্যবহার করা হয়ে থাকে।
সোক পিট সাধারণত ২-৩.৫ মিটার ব্যসের এবং ৩.-৬ মিটার গভীরতার হয়ে থাকে। এক্ষেত্রে ময়লা পানির পরিমাণ এবং মাটির চুষে নেওয়ার ক্ষমতার (soil absoption capacity) উপর চূড়ান্ত সাইজ নির্ভর করে। গারকোলেশন টেস্টের (percolation test) মাধ্যমে মাটির এই গুণ পরীক্ষা করা হয়ে থাকে।

সোক পিট এর ভিতরে বিভিন্ন স্তরে ব্যবহৃত উপাদান
আমাদের দেশে সোক পিটের দেয়াল ইটের তৈরি হয় এবং যাদের জোড়ার মুখ খোলা থাকে (open jointed bricks)
খোয়া বা পাথরের টুকরা এই পিটে স্তরে স্তরে সাজানো থাকে যাতে নিষ্কাশিত পানি শোষিত হয় এবং ইটের দেয়াল ভিতরে ভেঙ্গে না পড়ে।

সোক পিট নির্মাণের স্থান নির্বাচনে সতর্কতা
১। যে স্থানের মাটির চুষে নেওয়ার ক্ষমতা বেশি সোক পিটের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান।
২। পানীয় জলের উৎসের থেকে নিরাপদ দূরত্বে এর অবস্থান হতে হবে। (আদর্শ দূরত্ব হচ্ছে প্রায় ৩০ মিটার)
৩। যেখানে ভারী যানবাহন বা বেশি গাড়ী চলাচল করে এমন স্থানের পাশে হওয়া উচিত কেননা এতে মাটি কম্প্যাক্টেড হয়ে যেতে পারে।
৪। পানির ভরের কমপক্ষে ২ মিটার উপরে সোক পিটের অবস্থান হতে হবে।
৫। যেখানে কাদামাটি, শক্ত পাথুরে মাটি সেখানে সোক পিট করা উচিত হবে না।
৬। গ্রাম, উপশহর সোক পিটের জন্য উপযুক্ত।
অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। সোক পিট কি?

সংক্ষিপ্ত প্রশ্ন
১। সোক পিটের ভিতরে বিভিন্ন স্তরে ব্যবহৃত উপাদানের বিবরন দাও। ২। সোক পিট নির্মাণে স্থান নির্বাচনে সতর্কতার বর্ণনা দাও।
রচনামূলক প্রশ্ন
১। সোক পিটের সাধারণ সেকশন এঁকে, বিভিন্ন অংশ ও কার্যপ্রনালি দেখাও।
আরও দেখুন :