আজকে আমাদের আলোচনার বিষয় – সিভিল কন্সট্রাকশন স্লাম্প টেস্ট যা অধ্যায়-৫ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
সিভিল কন্সট্রাকশন স্লাম্প টেস্ট
কংক্রিটের স্লাম্প (Slump in Concrete)
সদ্য প্রস্তুত কংক্রিট নির্দিষ্ট উচ্চতায় স্তূপাকারে রেখে দিলে কিছুক্ষণ পর তা প্রাথমিক উচ্চতা হারাবে অর্থাৎ স্কুলের পতন হবে। স্তূপের পঞ্চনের পর যে উচ্চতা পাওয়া যাবে তা প্রাথমিক উচ্চতা থেকে কম হবে। প্রাথমিক উচ্চতা ও পলনের পর যে উচ্চতা পাওয়া যাবে উভয়ের পার্থক্যকে স্লাম্প (Slump) বলা হয়। কংক্রিটের তারল্য ও প্রয়োগ সফলতা নির্ধারণ করতে নতির পরিমাণ জানা প্রয়োজন।


স্লাম্প বা নতি টেস্ট (Slump test)
পৃথিবীর সর্বত্রই নির্মাণ সাইটে (At site) ব্যাপকভাবে এই পরীক্ষা করা হয়। নতি পরীক্ষা দ্বারা কংক্রিটের কার্যোপযোগিতা (Workability) সরাসরি নির্ণয় করা যায় না। তবে পরোক্ষভাবে এই পরীক্ষা কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয়ে সহায়ক।
স্লাম্প বা নতি টেস্ট (Slump test) এর প্রয়োজনীয়তা
মূলত ল্যাবে বা মাঠ পর্যায়ে তৈরিকৃত কংক্রিটের মানের ধারাবাহিকতা এবং কার্যোপযোগিতা জানাই এই টেস্টের উদ্দেশ্য। অতি দ্রুত, স্বল্প খরচে এবং কম দক্ষ লোক দিয়ে এই টেস্ট সম্পাদন সম্ভব হয়। কোন কাজের ঢালাই চলাকালে যে মিশ্রণ তৈরি করা হয় তা হতে নমুনা নিয়ে নতি পরীক্ষা করলে সমতা (Uniform) বজায় আছে কি না বোঝা যায়।
পানি-সিমেন্ট অনুপাতের উপর নতির মান নির্ভর করে। সুতরাং কার্যস্থলে প্রাপ্ত কংক্রিটের নতি থেকে পানি-সিমেন্ট অনুপাত ঠিক আছে কিনা জানা যাবে। উল্লেখ্য পানি-সিমেন্ট অনুপাত কংক্রিট তৈরিতে মুখ্য বিবেচ্য বিষয়। কংক্রিটের গুণগত মান কম সময়ে জানতে সহায়তা করে।

বিভিন্ন প্রকার কাজের জন্য অনুমোদনযোগ্য নতির মান নিম্নরূপ
টেবিলঃ কংক্রিট তৈরির কাজের জন্য অনুমোদিত স্নাম্পের বা নভির মান
ক্রমিক নং | কংক্রিটের ব্যবহার | অনুমোদিত স্লাম্পের বা নতির মান |
১ | সিমেন্ট কংক্রিট সড়ক | ২ থেকে ৪ সে মি |
২ | আর সি সি, স্লাব, বিম, কলাম ও দেওয়াল | ৫ থেকে ৭ সে মি |
৩ | ভিত্তি ও স্নাব | ৫ থেকে ৭.৫ সে মি |
৪ | আর সি সি ছাদের কাজ | ২.৫ থেকে ৫ সে মি |
৫ | বাঁধ বা অনুরূপ ভারী ঢালাই কাজ | ২.৫ থেকে ৭.৫ সে মি |
স্লাম্প বা নতি পরীক্ষার পদ্ধতি
নতি পরীক্ষার জন্য নতি কোশ (Slump cone) ব্যবহার করা হয়। এটি ধাতব পাত নির্মিত সিলিন্ডার আকৃতির একটি চোঙ বিশেষ। এর উপরিভাগের ব্যাস ১০ সে মি তলার ব্যাস ২০ সে সি এবং উচ্চতা ৩০ সে মি। সিলিন্ডারটির উভয়দিকই খোলা। সদ্য প্রস্তুত কংক্রিট দ্বারা ভরাট করার পর নতি কোশটি উপরের দিকে উঠানোর জন্য দুই পাশে দুইটি হাতল লাগানো থাকে।

১। নতি কোনটিকে একটি সমতল প্লাটফর্ম বা নিশ্ছিদ্র তলের উপর রাখা হয় এবং চারটি স্বরে কংক্রিট দ্বারা ভর্তি করা হয়। প্রতি স্বর কংক্রিট ২০ সে সি লম্বা ১৬ মিমি ব্যাসের এম এস রড দ্বারা কমপক্ষে ২৫ বার আঘাত করে দৃঢ়ীকরণ করা হয়। কংক্রিট ভর্তি কোপটির (Cone) উপরিভাগ কুর্ণির (Trowel) সাহায্যে সমান করা হয়। এবার কোপটি ধীরে ধীরে উপরের দিকে তুলে নিলে কংক্রিটের স্তূপ কিছুটা বসে যাবে। কংক্রিট স্তূপের এই বসে যাওয়ার বা পতনের গভীরভাকে স্লাম্প (Slump) বলে।

অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। স্ল্যাম্প (slump) কি?

সংক্ষিপ্ত প্রশ্ন
১। স্ল্যাম্প টেস্টের প্রয়োজনীয়তা উল্লেখ কর।
রচনামূলক প্রশ্ন
১। স্ল্যাম্প টেস্ট কাকে বলে? স্ল্যাম্প টেস্ট পরীক্ষার পদ্ধতি বর্ণনা কর।
আরও দেখুন :