শীট পাইল, কফার্ডাম এবং বাল্কহেড বুঝুন আজকের আলোচনার বিষয়। লাইম, চুন [ Lime ] ক্লাসটি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস [Civil Engineering Materials] এর ১৪ম অধ্যায়ের [Chapter 14] এর ক্লাস। নিয়মিত এই ক্লাসগুলো পেতে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং গুরুকুলে [Civil Engineering Gurukul] যুক্ত থাকুন। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস (৬৬৪২১) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের [ Diploma in Engineering ], ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং [ Diploma in Civil Engineering ] টেকনোলোজির অংশ।
Table of Contents
শীট পাইল, কফার্ডাম এবং বাল্কহেড বুঝুন
শীট পাইল, কফারড্যাম এবং বাল্কহেড (Sheet Pile, Cofferdam and Bulkhead),নির্মাণকাজের কারণে ক্ষতিগ্রস্ত (Damages Due to Construction Operations)
শীট পাইল (Sheet pile) :
শীট পাইল রিটেইনিং ওয়ালের মতোই কাজ করে। মাটি ধরে রাখার উদ্দেশ্যে পাশাপাশি সারিবদ্ধভাবে শীট পাইল মাটির অভ্যন্তরে বসিয়ে যে ধারাবাহিক খাড়া দেওয়াল নির্মাণ করা হয়, তাকে শীট- পাইল ওয়াল বলে। এ দেওয়াল ব্যাপকভাবে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। খাড়া লোড বহন করার জন্য শীট -পাইল ওয়াল ডিজাইন করা হয় না। নির্মাণকাজে আপাতদৃষ্টিতে মূল্যহীন হলেও এ ওয়াল নিম্নলিখিত কার্যগুলো সমাধা করে-
১। নদী, খাল, পুকুর, সমুদ্র অথবা যে কোন জলাশয়ের পাড়কে ভাঙন থেকে রক্ষা করে।
২। ড্যামের নিচে বাধা দেওয়া (Cut off) দেওয়াল হিসাবে কাজ করে।
৩। কাঠামোর ভিত্তিকে ক্ষয়প্রাপ্ত (Erosion) হওয়া থেকে রক্ষা করে।
৪। ভিত্তির খাদের খাড়া পার্শ্বকে প্রতিরোধ করে।
৫। ভিত্তি এবং ভিত্তির নিম্নস্থ মাটিকে সীমাবদ্ধ রাখে। আঘাত এবং কম্পনের কারণে মাটির পার্শ্ব সরণ প্রতিরোধ করে।
৬।মাটিকে সীমাবদ্ধ করার ফলে মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি পায়।
৭। ভূগর্ভস্থ পানি চলাচলকে বাধাদান করে, ফলে উইয়ার, ব্যারেজ, ড্যাম, ফারড্যাম ইত্যাদি নির্মাণে খুবই সহায়ক।
৮। খনন কার্যের পূর্বে ভিত্তির পার্শ্বে শীট -পাইল বসিয়ে পার্শ্ববর্তী কাঠামোর শোরিং এর কাজ সমাধা করা যায়।
কফারড্যাম ও বাল্কহেড (Cofferdam and bulkhéad) :
শীট পাইলিং এর বাহ্যিক গঠনকে বাল্কহেড বা কফারড্যাম (Bulkhead or cofferdam) বলে। যে শীট পাইল রিটেইনিং ওয়ালের একপার্শ্বে মাটি এবং অন্যপার্শ্বে পানি থাকে, তাকে বাল্কহেডবলে। আর নির্মাণকাজ চলাকালীন নির্মিতব্য এলাকায় পানি প্রবেশে বাধাদান করার জন্য এর চারিদিকে যে অস্থায়ী পানিনিরোধক বেষ্টনী তৈরি করা হয়, তাকে কফারড্যাম বলে পায়ার, ফেরিঘাট এবং পোতাশ্রয় (Dock and harbour), সমুদ্র ও যে কোন জলাশয়ের তীরের ভাঙন প্রতিরোধে শীট -পাইল ওয়ালকে বাল্কহেড হিসাবে ব্যবহার করা হয়।
কংক্রিট শাঁট পাইল (Concrete sheet pile) :
আর.সি.সি. শীট পাইল সাধারণত পূর্ব ঢালাইকৃত হয় এবং টাং অ্যান্ড ক্রুন্ড
জয়েন্টের মাধ্যমে সংযুক্ত করা হয়। এ পাইল ভারী ও বিশাল এবং বসাতে ভারী ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয়। স্টীল শাট পাইল (Steel sheet pile) স্টীল শীট -পাইল ব্যাপকভাবে শীট পাইল হিসাবে ব্যবহৃত হয়। অন্যান্য পাইলের চেয়ে এ পাইলের সুবিধাগুলো হল-
১। ওজনে হালকা
২।অনেকবার ব্যবহার করা যায়,
৩।বসানোর সময় হালকা যন্ত্রপাতির প্রয়োজন হয়,
৪। তাড়াতাড়ি নষ্ট হয় না,
৫। সহজে পাইলের দৈর্ঘ্য বৃদ্ধি করা যায়,
৬। জয়েন্টের বিকৃতি খুবই কম,
৭। বসানোর সময় অধিক পীড়ন প্রতিরোধে সক্ষম।
বাস্কহেডের শ্রেণিবিভাগ (Classification of bulkhead) :
নিম্নলিখিতভাবে বাল্কহেডের শ্রেণিবিন্যাস করা যায়, যেমন-
(ক) ধারক পদ্ধতিতে সংস্থাপনের রীতি অনুযায়ী (According to mode of establishing the retaining system)
(খ) লোডিং স্কিম এবং কাঠামোগত ধরন অনুযায়ী (According to structural type and loading scheme)
(গ) শীট -পাইলের মালামাল অনুযায়ী (According to sheet pile material)
(খ) প্রান্ত সাপোর্ট অনুযায়ী (According to end support)

(ক) সংস্থাপনের রীতি অনুযায়ী :
এটা আবার দু’প্রকার, যথা :
১। পূর্ণ বাস্কহেড (Full bulkhead)
২। ড্রেজড বান্ধহেড (Dredged bulkhead)- মাটি কেটে উঠানোর জন্য এই বাল্কহেড ব্যবহার করা হয়।
বাস্কহেডের উপর বলের ক্রিয়া (Forces acting on a bulkhead) :
বান্ধহেডের উপর যে সকল বল ক্রিয়া করে তার মধ্যে কিছু পরিমাণ বল সার্বক্ষণিক কাজ এবং বাকি বলগুলো মাঝে মাঝে ক্রিয়া করে। একটি নীট পাইল ওয়াল বা বাস্কহেড এর উপর নিম্নলিখিত পার্শ্বীয় (Lateral) চাপগুলো ক্রিয়া করে থাকে, যেমন-
1. প্রত্যক্ষ এবং পরোক্ষ মাটির চাপ (Active and passive earth pressure),
2. সারচার্জ লোডজ্জনিত কারণে পার্শ্বীয় চাপ (Lateral pressure due to surcharge load)
3.অসম পানির চাপ এবং চুয়ানো চাপ (Unbalanced water pressure and seepage pressure)
4.নোঙ্গরাবদ্ধ চীন, জাহাজের আঘাত ইত্যাদি (Mooring pull, Ship impact etc.)
5.Earthquake forces
ক্যান্টিলিভার শীট পাইল গুরাণ (Cantilever sheet pile wall) :
ক্যান্টিলিভার শীট পাইল ওয়াল বা বাল্কহেডের সম্পূর্ণ অংশই পার্শ্বীয় চাপ প্রতিরোধ করে স্থিতিশীল থাকে। এজন্য ড্রেজ (Dredge) পাইনের নিচে কিছু দূরত্ব পর্যন্ত বৃদ্ধি করে দিতে হয়। এর ফলে ড্রাইভিং লাইন (Driving line) পর্যন্ত শীট পাইল একটি চওড়া ক্যান্টিলিভার বীমের কাজ করে এবং পার্শ্বচাপ প্রতিরোধ করে।
ক্যান্টিলিভার শীট পাইসের উপর নিম্নলিখিত বলগুলো কাজ করে। যেমন-
১। ওয়ালের পিছনের মাটির প্রত্যক্ষ চাপ (Active carth pressure on the back of the wall)
২।ড্রেনেজ লাইনের নিচে দেওয়ালের সম্মুখে মাটির পরোক্ষ চাপ (Passive carth pressure in front of the wall below the dredge line)
৩। দেওয়ালের উভয়দিকে পানিতল একই সমতলে না থাকলে পানির চাপ বিবেচনা করতে হবে।
শীট পাইল, কফার্ডাম এবং বাল্কহেড বুঝুন নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ