কম্পিউটার অ্যাডেড ডিজাইন (CAD)-এর সংজ্ঞা

আমাদের আজকের আলোচনার বিষয় কম্পিউটার অ্যাডেড ডিজাইন (CAD)-এর সংজ্ঞা। যা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রইং (ক্যাড)-২ এর অধ্যায়-১ এর অর্ন্তভুক্ত।

 

কম্পিউটার অ্যাডেড ডিজাইন (CAD)-এর সংজ্ঞা

 

কম্পিউটার অ্যাডেড ডিজাইন (CAD)-এর সংজ্ঞা

(Define Computer Aided Design (CAD).

অটোক্যাড একটি ইঞ্জিনিয়ারিং ডিজাইন সফ্টওয়্যার। 2D ড্রাফটিং ও 3D মডেলিং স্বাচ্ছন্দে অটোক্যাডে সম্পন্ন করা যায় বলে বিশ্বব্যাপী অটোক্যাড জনপ্রিয়। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ফার্ণিচার, ল্যান্ডস্কেপ ড্রইং সাধারণত অটোক্যাডে কর হয়ে থাকে। CAD শব্দের অর্থ Computer Aided Design / Drafting। বিভিন্ন কমান্ড প্রয়োগের মাধ্যমে ক্যাডের কাজ সম্পন্ন করা হয়। এর সাহায্যে আমরা নতুন ড্রইং তৈরি করতে পারি, এডিট করতে পারি এবং সংরক্ষণ করতে পারি। অন্যান্য কম্পিউটার প্যাকেজ প্রোগ্রামের মত এটিও একটি প্যাকেজ প্রোগ্রাম। বিভিন্ন ধরনের 2D, 3D ড্রইং CAD এর সাহায্যে সহজে এবং স্বাচ্ছন্দ্যে তৈরি করা যায় । তাছাড়া এতে আছে বিশাল আকৃতির (Unlimited) ড্রইং শীট, বিভিন্ন কালারের পেন বা পেনসিল এবং বিভিন্ন মেজারমেন্ট টুলস ইত্যাদি।

 

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

অটোক্যাড বিশ্বব্যাপী সমাদৃত একটি ইঞ্জিনিয়ারিং পাওয়ারফুল ডিজাইন সফ্টওয়্যার। ১৯৮০ সালে মার্কিট যুক্তরাষ্টের অটোডের ইঙ্ক অটোক্যাড তৈরি করেন। যে কোন স্কেলিং ড্রইং এর ক্ষেত্রে অটোক্যাডের কোন বিকল্প নেই। অটোক্যাডের নতুন নতুন কমান্ত ও টুলস সম্পূর্ণরূপে ইউজার ফ্রেন্ডলি। অটোক্যাডের সাহায্যে সাধারণ ড্রইং ছাড়াও ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রডারি ডিজাইন করা যায়। অটোক্যাডের সাহায্যে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, প্লানার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গ্রাফিক্স ইঞ্জিনিয়ার, এমব্রয়ডারি ডিজাইনার সহজেই তাদের সুবিধামত ড্রইং করতে পারেন। অটোক্যাড ড্রইং মুলত বিভিন্ন জ্যামিতিক বা গ্রাফিক্যাল অবজেক্ট এর সমন্বয় মাত্র। যেমন— রেখা, বৃত্তচাপ, বৃত্ত টেক্সট বা লেখা ইত্যাদি এছাড়াও ব্লক বা গ্রুপ অবজেক্ট, আনুসঙ্গিক অবজেক্ট প্রপার্টিজ যেমন— কালার, লেয়ার, লাইন টাইপ, অ্যাট্রিবিউট ইত্যাদি ব্যবহার করে স্বাচ্ছন্দে ড্রইং করা যায়। সাধারণ ড্রইং শিটে যে ড্রইং করা হয় এবং অটোক্যাড এডিটরে যে ড্রইং করা হয় তার কার্যপ্রণালি একটু ভিন্ন তবে সুবিধা অনেক বেশি। অটোক্যাডে রাইট হ্যান্ড রুল বা কার্টেসিয়ান কো-অডিনেট সিস্টেম (স্থানাংক) ব্যবহৃত হয়।

 

সিভিল ইঞ্জিনিয়ারিং

 

আরও পড়ুন:

 

Leave a Comment