কাঠামোর জোড়

কাঠামোর জোড় আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “কোড এবং প্রতীক” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

কাঠামোর জোড়

 

৩.৫ কাঠামোর জোড় (Joints in structures)ঃ

 

আমরা জানি, তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবর্তনজনিত কারণে প্রায় সব ধরনের বিল্ডিং ম্যাটেরিয়াল কমবেশি সংকোচন প্রসারণ হয়। এ সংকোচন ও প্রসারণ নির্ভর করে, কী ধরনের মালামাল ব্যবহার করা হয়েছে এবং তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনে হারের উপর। ধারাবাহিক কাঠামোর (Continuous structures) ক্ষেত্রে দৈর্ঘ্য, গ্রন্থ এবং উচ্চতা সবদিকে এ পরিবর্তন বিবেচনা হয়। যদি মুক্তভাবে সংকোচন বা প্রসারণ না হতে পারে, তবে কাঠামোতে ফাটলের সৃষ্টি হয় এবং স্থায়িত্ব বিনষ্ট করে। তাই নিদি দূরত্ব পর পর সংযোগ (Joint) এর মাধ্যমে ধারাবাহিক কাঠামোর নিরাপত্তা প্রদান করা হয়। এ সংযোগের মাধ্যমে কাঠামোকে ছে ছোট ইউনিটে বিভক্ত করা হয়।

 

জোড় এর প্রকারভেদ (Types of Joints)ঃ

 

১। প্রসারণ জোড় (Expansion Joints)

২। বিচ্ছিন্ন জোড় (Isolation Joints)

৩। সংকোচন জোড় (Contraction Joints) 

৪ । স্লাইডিং জোড় (Sliding Joints)

৫। নির্মাণ জোড় (Construction Joints)।

 

১। প্রসারণ জোড় (Expansion joint) : পার্শ্ববর্তী দালানের অংশগুলোর মধ্যে প্রসারণের সমতা রক্ষা করতে এ জোড় প্রদান করা হয়। তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে কাঠামোটি যাতে মুক্তভাবে সম্প্রসারিত হতে পারে, তার জন্য এ জোড় প্রদান করা হয়। এ জোড় প্রদান না করলে কাঠামোতে অভ্যন্তরীণ চাপ পীড়ন বৃদ্ধি পেতে থাকে এবং এক সময় কাঠামোটি ব্যর্থ হতে পারে।

 

 

প্রসারণ জোড়ের অনুমোদিত স্পেসিং ঃ

 

কাঠামোর জোড়

 

সাধারণত তাপমাত্রা পরিবর্তনজনিত কারণে সম্প্রসারণ জোড়ের জন্য ১০ থেকে ৪০ মিমি ফাঁকা (Cap) রাখা হয়।

নিম্নের সূত্রের সাহায্যে কাঠামোর মোট প্রসারণ (I) নির্ণয় করা হয়। প্রসারণ (I) = রৈখিক প্রসারণ সহগ (Co-efficient) X কাঠামোর দৈর্ঘ্য (সেমি) × তাপমাত্রার পরিবর্তন (ডিগ্রি ফারেনহাইট) — সেমি

 

প্রসারণ জোড়ে ব্যবহৃত মালামাল (Materials used in expansion joints) : প্রসারণ জোড়ের জন্য রাখা ফাকা স্থান কখনও মুক্ত (Open) রাখা উচিত নয়। পানিনিরোধক ব্যবস্থাসহ কম্পেসিবল (চাপে ছোট করা যায়) পদার্থ দ্বারা ফাকা পূরণ করে দিতে হয়। প্রসারণ জোড়ে নিম্নের মালামালগুলো ব্যবহৃত হয়। 

(১) জোড় পূরক (Joint filler) : বিটুমেন, বিটুমেন ধারক সেলুলার (ছিদ্রবিশিষ্ট), কর্ক স্ট্রিপ, রাবার, সম্প্রসারণ প্লাস্টিক খনিজ ফাইবার, পিথ (Pith-তরুমজ্জা), নারিকেলের ছোবড়া ইত্যাদি পূরক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। 

(২) সিপিং কম্পাউন্ড (Sealing compound) জোড়ের মধ্যে আর্দ্রতা এবং ধূলাবালি বা অন্যান্য পদার্থ প্রবেশে বাধা ধান। করতে সিলিং কম্পাউন্ড ব্যবহার করা হয়। সাধারণত ম্যাস্টিক বা গরম বিটুমেনকে সিলিং কম্পাউন্ড হিসাবে ব্যবহার করা হয়।

(৩) ওয়াটার বার (Water bars) ঃ এটি জোড়ের মধ্যে পানি প্রবেশে বাধা দান করে। রাবার, পিভিসি, জিআইশিট, কপার বা অ্যালুমিনিয়াম শীট ইত্যাদির সাহায্যে ওয়াটার বার তৈরি করা হয়। তবে মরিচা ধরতে পারে এমন জায়গায় জিআই ওয়াটার বার ব্যবহার করা উচিত নয় । এর চওড়া ১৫ সেমি থেকে ২০ সেমি এবং পুরুত্ব ০.৫৬ মিমি এর কম হওয়া উচিত নয়।

 

বিভিন্ন ধরনের ওয়াটার বার এর চিত্র নিম্নে দেয়া হলো :

 

কাঠামোর জোড়

 

 

২। সংকোচন জোড় (Contraction joint) ঃ আমরা জানি, কংক্রিট ঢালাই এর পর বাতাসে যখন শক্ত হতে থাকে, তখন কংক্রিট সংকুচিত হয়ে আয়তনে কমে যায়। এ সংকোচনের মান (Magnitude) মিশ্রণে পানির পরিমাণের সাথে সরাসরি সমানুপাতিক। সুতরাং কংক্রিটে পানির পরিমাণ বেশি হলে, সংকোচনও বেশি হবে। কংক্রিট যত বেশি শক্ত হতে থাকবে, সংকোচনও ততো বেশি হতে থাকবে। ফলে কংক্রিটে টানা পীড়ন বৃদ্ধি পেতে থাকে। যখন এ টানা পীড়ন, কংক্রিটের টান শক্তির (Tensile strength) চেয়ে বেশি হবে তখন এলোমেলোভাবে ফাটলের সৃষ্টি হবে। তাই কাঠামোতে সংকোচন গতিশীল করার জন সংকোচন জোড় প্রদান করা হয়। সংকোচন জোড় তিনভাবে প্রদান করা যায়, যেমন-

(ক) সম্পূর্ণ সংকোচন জোড় (Complete contraction joint)

(খ) আংশিক সংকোচন জোড় (Partial contraction joint)

(গ) ডামি সংকোচন জোড় (Dummy contraction joint) |

 

৩। নির্মাণ জোড় (Construction joints) দিনের শেষে অথবা অন্য কোনো কারণে নির্মাণকাজ (বিশেষ করে ঢালাই কাজে) শেষ করতে হয় এবং পরের দিন কাজ শুরুর সুবিধার জন্য ঐ স্থানে যে ব্যবস্থা রাখা হয়, তা নির্মাণ জোড় নামে পরিচিত। পুরনো ও নতুন কাজের মধ্যে যাতে সঠিক বন্ধন সৃষ্টি হয়, তার জন্য এ জোড় ব্যবহার করা হয়। যদি সংকোচন বা প্রসারণ জোড়ের স্থানে কাজ শেষ হয় তবে নির্মাণ জোড়ের প্রয়োজন হয় না।

 

বিভিন্ন মেম্বারের জন্য নির্মাণ জোড়ের অবস্থান (Location of construction joints for different members)ঃ

(১) স্ল্যাব (Slab) ঃ স্ল্যাবের সাপোর্ট দুই দিকে হলে নির্মাণ জোড় খাড়া এবং প্রধান রিইনফোর্সমেন্টের অথবা স্প্যানের মধ্যবর্তী স্থানে এবং প্রধান রিইনফোর্সমেন্টের সাথে সমকোণে হওয়া উচিত।সমান্তরালে হওয়া উচিত দ্বিমুখী স্ল্যাব (Two way slab) এর ক্ষেত্রে স্প্যানের মধ্যবর্তী স্থানে হওয়া উচিত । 

(২) বিম (Beam) স্প্যানের মধ্যবর্তী স্থানে অথবা মিডেল থার্ড (Middle third) এর মধ্যে এবং খাড়া হওয়া উচিত।

(৩) কলাম (Column) ঃ সংযুক্ত বিম ও কলামের ক্ষেত্রে বিমের নিচ থেকে প্রায় ৭৫ মিমি নিচে অনুভূমিকভাবে হওয়া উচিত ।

(৪) দেওয়াল (Wall) ঃ প্রিন্থের উপর অথবা জানালা ওপেনিং এর নিচে অথবা যে-কোনো উচ্চতায় অনুভূমিকভাবে হওয়া উচিত । 

 

৪। স্লাইডিং জোড় (Sliding joint) ঃ আর্দ্রতা এবং তাপমাত্রা পরিবর্তনজনিত কারণে কাঠামোর বিভিন্ন অংশগুলোর মধ্যে যদি একটি অংশ অন্যটি থেকে পিছলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে সেক্ষেত্রে স্লাইডিং জোড় প্রদান করা হয়। যখন ম্যাসনরি দেওয়ালের উপর আরসিসি বীম অথবা স্ল্যাব অবস্থান করে, তখন দেওয়ালের উপর স্লাইডিং জোড় প্রদান করা হয়। নিম্নের চিত্রে স্লাইডিং জোড় দেখানো হলো :

 

কাঠামোর জোড়

 

করে দালান বা কাঠামোকে ক্ষতির হাত থেকে রক্ষা করা হয়। নিম্নে বিচ্ছিন্ন জোড়ের চিত্র দেয়া হলো ঃ

(a) Locations of isolation joints between two building blocks 

(b) Details of isolation joints.

 

কাঠামোর জোড়

 

আরও পড়ুন:

Leave a Comment