কাঠের বিকল্প দ্রব্যাদি | অধ্যায়-২ | বিল্ডিং মেইনটেন্যান্স-২

আজকে আমাদের আলোচনার বিষয় – কাঠের বিকল্প দ্রব্যাদি যা অধ্যায়-২ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত।  শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

কাঠের বিকল্প দ্রব্যাদি

কাঠের বিকল্প দ্রব্যাদি

কৃত্রিমভাবে তৈরি কাঠের যতো গুণসম্পন্ন, সৌন্দর্যবর্ধক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়, যার গুণগত মান, তাপ, শব্দ, অগ্নিরোধকের মাত্রা, ওজন, নাম ইত্যাদি প্রায় কাঠের মতো নেগুলোকে কাঠসদৃশ সামগ্ৰী বলে। যেমন- তিনিয়ার, প্লাইউড, পারটেক্স বোর্ড, হার্ডবোর্ড, ফাইবার বোর্ড, প্লাস্টিক উড, ব্যাটেন বোর্ড ইত্যাদি। শৈল্পিক সৌন্দর্যবর্ধক কাজে, বিশেষ করে পার্টিশন ও প্যানেলের কাজে, সিলিং তৈরিতে, আসবাবপত্র তৈরিতে, দরজা তৈরিতে, রেল কার ও অন্যান্য যানবাহনের বডি নির্মাণে ব্যবহৃত হয়ে থাকে।

পারটেক্স, ভিনিয়ার, ফরমাইকা, প্লাইউড ও হার্ডবোর্ড-এর ধর্ম বা বৈশিষ্ট্য

পারটেক্স । পারটেক্স বোর্ড একটি কাঠসদৃশ সামগ্রী। এটি তৈরির প্রধান উপাদান হচ্ছে পাটকাঠি, ভিনিয়ার ও কাষ্ঠ খণ্ড। প্রধান উপাদানগুলোকে মেশিনে কেটে মঞ্চ তৈরি করা হয়। এগুলো ৬, ১২, ১৯ ও ২৫ মি.মি. পুরুত্বে ও ১২০ সে.মি. x ২৪০ সে.মি. আকারে বাজারে পাওয়া যায়। এর ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যেন পানির সংস্পর্শে না আসে।

 

কাঠের বিকল্প দ্রব্যাদি

 

পারটেক্সে-এর ব্যবহার

ক) ওয়ারড্রোব, কেবিনেট, কিচেন ফার্নিচার তৈরি করা যায়।

খ) পার্টিশন ওয়াল তৈরি করা যায়।

গ) দরজার পাল্লা তৈরি করা যায়।

ঘ) ঘরের সিলিং তৈরি করা যায়।

ভিনিয়ার: ১.৫ মি.মি. থেকে ৬ মি.মি. পুরু করে চেরাই করা পাতলা কাঠের পাতকে ভিনিয়ার বলে। কেবল সুগঠিত, সুষম ও সুদৃশ্য আঁশযুক্ত কাঠ থেকে ভিনিয়ার প্রকৃত করা হয়। সাধারণত মূল্যবান কাঠ যেমন- সেগুন, মেহগনি ইত্যাদি থেকে ভিনিয়ার সংগৃহীত হয়। প্রয়োজনীয় বর্ণের সাথে মানানসই করে জিনিয়ারের রং করা হয়।

 

কাঠের বিকল্প দ্রব্যাদি

 

ফরমাইকা : ফরমাইকা হলো এক ধরনের প্লাস্টিক এর আবরণ বা কাঠের বিকল্প হিসাবে সৌন্দর্যবর্ধক কাজে ব্যবহার করা হয়। অধিকাংশ ক্ষেত্রে রান্নাঘরের কাউন্টারে এবং দেয়ালের ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়। পরিষ্কার করা সহজ এবং অপেক্ষাকৃত টেকসই, তবে অত্যধিক ভাগ এর ক্ষতি করতে পারে। ফরমিকা বিভিন্ন রং-এর হয়ে থাকে এবং সাধারণ করাড ব্যবহার করে কাটা যায়। শোভাবর্ধনের জন্য ভিনিয়ার ব্যবহৃত হয়। অনেক সময় প্রয়োজনীয় পুরুত্বে পাওয়ার জন্য মূল্যবান কাঠের আসঞ্জক শিরিষের মাধ্যমে সংযুক্ত করা হয়।

 

কাঠের বিকল্প দ্রব্যাদি

 

প্লাইউড : প্লাইউড কাঠজাত পাতলা তকার আবরণ- এর সন্নিহিত স্তর যাদের গ্লু বা আঠা জাতীয় পদার্থ ব্যবহার করে চাপ প্রয়োগের মাধ্যমে তৈরি করা হয়। এটা মাঝারি ঘনত্ব (MDF) এবং কথা বোর্ড (chipboard) অন্তর্ভূক্ত শিল্পজাত বোর্ড। সাধারণভাবে ব্যবহৃত প্লাইউড-এর পুরুত্ব 0.143.0 ইঞ্চি (0.36-7.62 বেশি হয় এবং 4′ x 8′ হয়ে থাকে।

 

কাঠের বিকল্প দ্রব্যাদি

 

হার্ডবোর্ড : হার্ডবোর্ড High density fiberboard (HDF) নামেও পরিচিত। ফাইবারবোর্ড একটি টাইপ, যা একটি engineered কাঠ পণ্য। এটা কণা বোর্ড- এর অনুরূপ ফাইবারবোর্ড। কিন্তু অপেক্ষাকৃত বেশি ঘনত্ব বিশিষ্ট, অনেক শক্তিশালী এবং কঠিন। কারণ এটি কাঠজাত আঁশকে অত্যন্ত সংকুচিত করে তৈরি করা হয়। হার্ডবোর্ড- এর ঘনত্ব হয় 31 পা বা বেশি প্রতি কিউবিক ফুট (500 কেজি / m) এবং সাধারণত 50-65 পাউণ্ড প্রতি কিউবিক ফুট (800-1040 কেজি / ms)।

 

কাঠের বিকল্প দ্রব্যাদি

 

হার্ডবোর্ডের ব্যবহার

ক) আসবাবপত্র তৈরিতে।

খ) পার্টিশন ও সিলিং তৈরিতে।

গ) দরজা তৈরিতে।

ঘ) টেবিল টপ, ড্রয়ারের ডলা ইত্যাদি কাজে।

কাঠ ও কাঠের বিকল্প দ্রব্যাদির পার্থক্য

কাঠ ও কাঠের বিকল্প দ্রব্যাদির পার্থক্য নিচে দেয়া হলো :

কাঠ

  • কাঠ মূলত গাছের অভ্যন্তরীণ অংশ যা সেলুলোজ হেমিসেলুলোজ ও লিগনিন দিয়ে গঠিত।
  • বাহির ও ভিতরের কাজের জন্য উপযোগী।
  • ভারী ধরনের কাজে ব্যবহার করা যায়।
  • আবহাওয়ার তারতম্যে এর আকার হ্রাস বা বৃদ্ধি ঘটে।
  • সহজে আর্দ্রতায় আক্রান্ত হয় না।
  • ওজনে ভারী।
  • পাত্র মসৃন নয় ।
  • সব ধরনের আকারে পাওয়া যায় না।
  • তাপ, শব্দ, অগ্নিরোধকের মাত্রা কম।

কাঠের বিকল্প প্রাদি

  • কৃত্রিমভাবে তৈরি কাঠের মতো গুণসম্পন্ন, সৌন্দর্যবর্ধক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়, যার গুণগত মান, ভাগ, শব্দ, অগ্নিরোধকের মাত্রা, ওজন, নাম ইত্যাদি প্রায় কাঠের মতো সেগুলোকে কাঠসদৃশ সামী বলে।
  • ভিতরের কাজের জন্য উপযোগী।
  • ভারী ধরনের কাজে ব্যবহার করা যায় না।
  • আবহাওয়ার তারতম্যে এর আকার হ্রাস বা বৃদ্ধি ঘটে না।
  • সহজে আর্দ্রতায় আক্রান্ত হয়।
  • ওজনে হালকা।
  • গাত্র মসৃণ ও সুন্দর।
  • চাহিদা অনুযায়ী যে কোনো আকারে পাওয়া যায় ।
  • তাপ, শব্দ, অগ্নিরোধকের মাত্রা বেশি।

কাঠের বিকল্প দ্রব্যাদির বাজার সাইজ ও পুরুত্ব

কাঠের বিকল্প বোর্ডগুলো সাধারণত ৬ মি. মি., ১২ মি. মি., ১৯ মি.মি. ও ২৫ মি.মি. বা 0.14 ইঞ্চি- 3.0 ইঞ্চি পুরুত্বের এবং সাইজ 120 সে. মি. x 240 সে.মি. (4 x 8 ) আকারের হয়ে থাকে।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কাঠের বিকল্প দ্রব্যাদির ব্যবহার

কাঠের বিকল্প দ্রব্যাপি ভিতরের কাজের জন্য বেশি উপযোগী। নিচে এদের উল্লেখযোগ্য ব্যবহার ক্ষেত্র দেওয়া হলো-

  • এটা হালকা ও ভারী সকল ধরনের কাজেই ব্যবহার করা হয়।
  • শৈল্পিক সৌন্দর্য বর্ধক কাজে।
  • পার্টিশন ওয়াল তৈরি করা যায়।
  • ঘরের সিলিং তৈরি করা যায়।
  • প্যানেলের কাজে তৈরি করা যায়।
  • রেল কার ও অন্যান্য যানবাহনের বডি নির্মাণে ব্যবহৃত হয়ে থাকে।
  • দরজার পাল্লা তৈরি করা যায়।
  • আসবাবপত্র তৈরিতে।
  • ওয়ারড্রোব, কেবিনেট, কিচেন ফার্নিচার তৈরি করা যায়।
  • ফ্লাশ ডোর তৈরিতে।
  • টেবিল টপ ড্রয়ারের তলা ইত্যাদি কাজে।

অনুশীলনী-২

অতি সংক্ষিপ্ত

১. কাঠের বিকল্প দ্রব্যাদি বলতে কী বুঝ?

২. পারটেক্স কাকে বলে?

৩. ভিনিয়ার কাকে বলে?

৪. ফরমাইকা কাকে বলে?

৫. প্লাইউড কাকে বলে?

৬. হার্ডবোর্ড কাকে বলে?

সংক্ষিপ্ত

১. পারটেক্স-এর ধর্ম বা বৈশিষ্ট্য লেখ।

২. ভিনিয়ার-এর ধর্ম বা বৈশিষ্ট্য লেখ।

৩. ফরমাইকা-এর ধর্ম বা বৈশিষ্ট্য লেখ।

৪. প্লাইউড-এর ধর্ম বা বৈশিষ্ট্য লেখ।

৫. হার্ডবোর্ড-এর ধর্ম বা বৈশিষ্ট্য লেখ।

৬. কাঠ ও কাঠের বিকল্প দ্রব্যাদির পার্থক্য লেখ।

৭. কাঠের বিকল্প দ্রব্যাদির বাজার সাইজ ও পুরুত্ব লেখ।

রচনামূলক

১. বিভিন্ন প্রকার কাঠের বিকল্প দ্রব্যাদির ধর্ম বা বৈশিষ্ট্য বর্ণনা কর।

২. কাঠের বিকল্প দ্রব্যাদির ব্যবহার আলোচনা কর।

আরও দেখুন :

Leave a Comment