একগুচ্ছ পাইলের উপর কাপের ছেদিত দৃশ্য অঙ্কন আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর “পাইন ও পাইল ক্যাপের বিস্তারিত চিত্র অঞ্চন [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।
একগুচ্ছ পাইলের উপর কাপের ছেদিত দৃশ্য অঙ্কন
৫.৩ একগুচ্ছ পাইলের উপর কাপের ছেদিত দৃশ্য অঙ্কন (Draw the section of a pile cap over a group of piles) :
একটি গ্রুপের সমস্ত পাইলগুলো একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত বসিয়ে পাইলগুলোর উপরের অংশ একই লেভেল করে কাটি পাইল ক্যাপ দ্বারা সংযোগ করে দেওয়া হয়। এ পাইল ক্যাপের উপর সুপারস্ট্রাকচার তৈরি করা হয়। নিজে শ্রেণিবন্ধ পাইলের মাথায় পাইল ক্যাপের চিত্র দেখানো হলো ঃ


৫.৪ পাইল সু’র চিত্র অঙ্কন (Draw the shoe of a pile) :
মাটির মধ্যে বসানোর সুবিধার জন্য স্টিল টিউবের নিচের প্রান্তে কাস্ট আয়রন সু ব্যবহার করা হয়। নিম্নে বিভিন্ন ধরনের
চিত্র দেওয়া হলো ঃ

‘পাইলিং’ হচ্ছে বিল্ডিং বা স্থাপনার এক ধরনের ফাউন্ডেশন যা স্থাপনার নিচে মাটির গভীরে লোড স্থানান্তর করে স্থাপনাকে দৃঢ় ভিত্তি প্রদান করে। এটা সাধারণত করা হয়ে থাকে যেসব জমিতে মাটির ভারবহন ক্ষমতা কম কিন্তু স্থাপনাটি বহুতলভিত্তিক। এটাকে স্থাপনার কলামের সাথে তুলনা করা যায় যা মাটির গভীরে স্থাপিত হয়।
পাইলিং কয়েক ধরনের হতে পারে। যেমনঃ
*কাস্ট-ইন-সিটু পাইল
*স্যান্ড পাইল
*প্রি-কাস্ট পাইল
*শোর পাইল
*টিম্বার পাইল
পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত
১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।
২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থানান্তর করে।
৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়।
৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর লোডের উপর নির্ভর করে।
৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়, তবে অনেক ক্ষেত্রে ডাবল জালী হয়।
৬। পাইল ক্যাপ এর রডে এল বা মাটাম লাগে।
৭। পাইল ক্যাপ ঢালায়ের আগে আমরা পাইলের মাথা ভেঙ্গে রড বের করি তারপর পাইল ক্যাপ এর নীচে বালি
দিয়ে ড্রেসিং লেভেলিং পানি দিয়ে কম্পেটিং পলিথিন সোলিং সিসি করে (সিসি করার সময় খেয়াল রাখতে
হবে য়েন পাইলের মাথার উপর না যায়) তার পর রড বাইন্ডিং করে সাটারিং করে ঢালায় করা হয়।
৮। পাইল ক্যাপ এর ঢালায়ের পুরুত্ব বেশী থাকায় ভালভাবে ভাইব্রেটিং করা উচিৎ যেন ভিতরে ভয়েড না থাকে।
৯। পাইল ক্যাপ ঢালায়ের সময় কলামের সেন্টার যেন কোন সমস্যা না হয়।
১০। ভালভাবে কিউরিং করতে হবে।
১১। সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন পাইল ক্যাপ এর কোন প্রকার ক্ষতি না হয়।
পাইল ক্যাপ চেক লিষ্ট