কিউরিং সম্পর্কে ধারনা | Building Maintenance 1 [6413]

কিউরিং সম্পর্কে ধারনা আজকের ক্লাসের আলোচ্য বিষয়। কিউরিং সম্পর্কে ধারনা [Basic Concept of Curing] এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি ও দাখিল ভোকেশনাল ডিসিপ্লিনের, বিল্ডিং মেইনটেনেন্স [৬৪১৩] Building Maintenance [6413] বিষয়ের, ২৩ম অধ্যায়ের [Chapter 23] পাঠ যা ৯ম শ্রেণীতে [ Class 9] পড়ানো হয়।

 

কিউরিং সম্পর্কে ধারনা

কিউরিং কেন করা হয়: ভালো মানের কিউরিং করা হলে কংক্রিট পূর্ণ মাত্রায় শক্তি অর্জন করে, স্থাপনার স্থায়িত্ব বৃদ্ধি পায়, ফাটল হয় না এবং প্রতিকুল আবহাওয়ায় স্থাপনা টিকে থাকার শক্তি অর্জন করে।

কিউরিং কি: কিউরিং কি কংক্রিট স্থাপন ও কম্পেকশন করার পর কিছু দিন অবিরাম ভাবে কংক্রিটকে আর্দ্র রাখার পদ্ধতিকে কিউরিং বলে।

কিউরিং করার নিয়ম ও পদ্ধতি: সাধারণত কংক্রিট স্থাপনের ২৪ ঘন্টা পর হতে আরম্ভ করে ২১ হতে ২৮ দিন পর্যন্ত কিউরিং করা হয়। কিউরিং এর জন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করা হয়। যেমনঃ-

ক) পানি ছিটিয়ে।

খ) পৃষ্ঠদেশ আবৃত করে (ভেজা বস্তা, কচুরিপানা ইত্যাদি দিয়ে)।

গ) ঘের দিয়ে পানি আটকিয়ে (সমতল পৃষ্ঠের জন্য উপযোগী)।

 

 

উৎস ও ব্যবহারঃ-

নির্মাণ সম্পর্কিত এই তথ্যটি ইন্টারনেট ও নিজস্ব মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে লিখা হয়েছে। এই তথ্যটি সবার জন্যে উন্মুক্ত। ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া যে কেউ এই তথ্যটি ব্যবহার করতে পারবেন।

 

কি কি মেশিন লাগে

১. লুপ স্টিমার
২. স্টেনটার

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কিছু তথ্য :
১. প্রিন্টিং  এর সম্য  পিগমেন্ট প্রিন্টিং হলে কাপড়কে ড্রাই কিউরিং করতে হয়।
২. রিয়েক্টিভ প্রিন্টিং হলে স্টিম দিয়ে কিউরিং করতে হয়।
৩. ফ্লোরোসেন্ট এর কিউরিং ড্রাই আবস্থায় কিউরিং করতে হয়।
৪. পিগমেন্ট এর কিউরিং করতে ড্রাই অবস্থায় করতে হবে।
৫. প্রিন্টিং এর ক্ষত্রে ১৫০ ডিগ্রীতে ৫ মিনিট লুপ স্টিমার এর ভেতরে রাখুন।
৬. স্টেনটারে ১৬০ ডিগ্রী তে ৩০ সেকেন্ড রাখুন।
৭. কিউরিং ছাড়া কাপড় এর ফাস্টনেস কখনোই ভালো হবে না.
৮. কিউরিং এর পর সেডে ইয়োলো বাডে।

কিউরিং সম্পর্কে ধারনা নিয়ে বিস্তারিত :

Leave a Comment