ক্লোজার সম্পর্কে ধারনা আজকের ক্লাসের আলোচ্য বিষয়। ক্লোজার সম্পর্কে ধারনা [ Basic Concept Of Closure ] এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি ও দাখিল ভোকেশনাল ডিসিপ্লিনের, বিল্ডিং মেইনটেনেন্স [৬৪১৩] Building Maintenance [6413] বিষয়ের, ১৫ম অধ্যায়ের [Chapter 15] পাঠ যা ৯ম শ্রেণীতে [ Class 9] পড়ানো হয়।
ক্লোজার সম্পর্কে ধারনা
বন্ডের প্রয়োজনে ইটের পূর্ণ, আংশিক বিভিন্ন কৌণিক অংশে বিভক্ত করার জন্য যে ইট ব্যবহার করা হয় তাকে ক্লোজার বলে।
ক্লোজারের প্রয়োজনীয়তা
খণ্ড খণ্ড ইটকে ব্যবহার করে বৃহৎ দেয়াল বা কাঠামো তৈরি করা হয়। কাজেই একটি ইটের সঙ্গে অপর একটি ইটের সংযোগস্থল মজবুত না হলে সহজেই দেয়ালটি ভেঙে পড়ে যাবে। সংযোগস্থলগুলো একই সরলরেখায় হলে এ ত্রুটি দেখা দেবে। এ ধরনের অসুবিধা দূর করার জন্য এবং খাড়া জোড়াগুলো যাতে একই রেখায় না হয় সে কারণে ক্লোজার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন।
এ ছাড়া ইটের গাঁথুনির কাজে বরাবর জোড় যেন না পড়ে সে জন্য ক্লোজারের প্রয়োজন। সৌন্দর্য সৃষ্টির লক্ষ্যে ইটের গাঁথুনির কাজে ক্লোজারের প্রয়োজন। বন্ডের প্রয়োজনে ইটের গাথুনির কাজে ক্লোজারের প্রয়োজন। ইটের গাঁথুনির কাজের সাশ্রয়ের জন্য ক্লোজারের প্রয়োজন।
ক্লোজারের ব্যবহার
নিম্নে চিত্রের সাহায্যে নির্মাণের বিভিন্ন পর্যায়ে ক্লোজারের ব্যবহার দেখানো হলোঃ
ক্লোজারের শ্রেণিবিভাগ
ক্লোজারের প্রকারভেদ :
১) পূর্ণ ইট (Full Brick)
২) কুইন ক্লোজার (Queen Closer )
৩) কোয়ার্টার ক্লোজার (Quarter Closer )
৪) কিং ক্লোজার (King Closer )
৫) বেভেল্ড ক্লোজার (Bevelled Closer )
৬) মিটারড ক্লোজার (Mitered Closer )
৭। হাফ ব্যাট (Half Bat)
৮। থ্রী কোয়ার্টার ব্যাট (Three Quarter Bat) এবং
৯। বেভেল্ড ব্যাট (Bevelled Bat)।
বিভিন্ন ধরনের ক্লোজার সচিত্র বর্ণনা
অনুশীলনী – ১৫
অতি সংক্ষিপ্ত প্রশ্ন :
১। ক্লোজার কী?
২। কুইন ক্লোজার কী?
৩। কিং ক্লোজার কী?
৪। হাফ ব্যাট কী?
সংক্ষিপ্ত প্রশ্ন :
১। ক্লোজারের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
২। ক্লোজারের কত প্রকার ও কী কী?
৩। ক্লোজারের ব্যবহারের ক্ষেত্রসমূহ লেখ ।
ক্লোজার সম্পর্কে ধারনা নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ