গাঁথুনির কাজে মালামালের পরিমাণ | অধ্যায়-১০ | সিভিল কন্সট্রাকশন ২

আজকে আমাদের আলোচনার বিষয় – গাঁথুনির কাজে মালামালের পরিমাণ যা অধ্যায়-১০ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ শিক্ষাবর্ষ হতে সকলস্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আরও আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তর থেকে শুরু করে ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তকসমূহ চার রঙে উন্নীত করে আকর্ষণীয়, টেকসই ও বিনামূল্যে বিতরণ করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে; যা একটি ব্যতিক্রমী প্রয়াস।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রচিত ভোকেশনাল স্তরের ট্রেড পাঠ্যপুস্তকসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৭ শিক্ষাবর্ষ থেকে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে। উন্নতমানের কাগজ ও চার রঙের প্রচ্ছদ ব্যবহার করে পাঠ্যপুস্তকটি প্রকাশ করা হলো।

গাঁথুনির কাজে মালামালের পরিমাণ

গাঁথুনির কাজে ইটের পরিমাণ

গাঁথুনির কাজে ইটের পরিমাণ হিসাব করার শুরুতে আমাদেরকে ইটের মাপ জানতে হবে। নিম্নে মেট্রিক আদর্শ ইট এবং প্রচলিত ইটের মাপ উল্লেখ করা হলো।

 

গাঁথুনির কাজে মালামালের পরিমাণ

 

মেট্রিক আদর্শ ইটের মাপ = ১৯ সেমি X ৯ সেমি x ৯ সেমি মসলাসহ মেট্রিক আদর্শ ইটের মাপ = ২০ সেমি X ১০ সেমি x ১০ সেমি মসলাসহ বর্তমানে প্রচলিত ইটের মাপ = ২৫.৪ সেমি X ১২.৭ x ৭.৬ সেমি (১০”X ৫” X৩”)

(ক) নির্ধারিত কাজে ইটের পরিমাণ মনে করি, ১০০ ঘনমিটার ইটের গাঁথুনির কাজে ইটের পরিমাণ নির্ণয় করতে হবে। সেমি X ১০ সেমি x ১০ সেমি

১ মসলাসহ মেট্রিক আদর্শ ইটের মাপ = ২০ উক্ত ১ টি ইটের আয়তন = দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা = ২০ X ১০ x ১০ =২০০০ ঘন সেমি

২০০০

=    ———————————    মিঃ=০.০০২ ঘন মিটার

১০০x১০০x১০০

কাজের মোট পরিমাণ                     ১০০

মোট ইটের সংখ্যা =  ———————————   =    ————— = ৫০,০০০ টি

১ টি ইটের আয়তন                         ০.০০২

 

প্রচলিত ইট

মসলাসহ বর্তমানে প্রচলিত ইটের মাপ = ২৫.৪ সেমি x ১২.৭ x ৭.৬ সেমি

২৫.৪            ১২.৭              ৭.৬

প্রচলিত ১ টি ইটের আয়তন = ———- X ———–  X ———-  ঘন মি.= ০.২৫৪ X ০.১২৭ X ০.০৭৬

১০০               ১০০               ১০০

= ০.০০২৪৫ ঘন মি.

 

কাজের মোট পরিমাণ                     ১০০

মোট ইটের সংখ্যা =  ———————————   =    ————— = ৪০৮১৬ টি

১ টি ইটের আয়তন                        ০.০০২৪৫

= ৪১০০০ টি (ধরা যায়)

 

গাঁথুনির কাজে মালামালের পরিমাণ
চিত্র: ইটের পাঁপুনি তৈরি

অনুপাত অনুযায়ী নির্ধারিত কাজে সিমেন্টের পরিমাণ

মনে করি, মসলাতে সিমেন্ট ও বালির অনুপাত ১:৬। কাজের পরিমাণ পূর্বের উদাহরণের মত অর্থাৎ ১০০ ঘনমিটার।
সিমেন্টের পরিমাণ নির্ণয় কর হবে।

মোট আয়তন হতে ইটের আয়তন বিয়োগ করলে মসলার জায়তন পাওয়া যাবে। ইটের আয়তন = ইটের সংখ্যা x ১টি ইটের আয়তন= (৫০০০০ X ৩.১৯ ০.০৯ ০.০৯) = ৭৬.৯৫ ঘন मि.

মসলার আয়তন = ১০০-৭৬.১৫= ২৩.০৫ ধন মি. (মেট্রিক আদর্শ ইট ব্যবহার করে) গাঁঝুঁনির জন্য আমলা ও তিনপোয়া ইট ব্যবহার এবং অপচয়ের জন্য সর্বোচ্চ ১৫% বৃদ্ধি খরলে

আর্দ্র মসলার পরিমাণ ২৩.০৫+২৩.০৫x০.১৫= ২৬.৫ ঘনমিটার। ২৬.৫ ঘনমিটারের সাথে আয়তন বৃদ্ধি ১/৩ ধরলে শুষ্ক মসলার আয়তন = ৩৫.৩ ঘনমিটার মসলার অনুপাত, ১:৬, অতএব, (১+৬-৭)

৩৫.৩

সিমেন্টের পরিমাপ = ———–  x১=৫.০ ঘন মিটার বা ১৫০ ব্যাগ      (৩০ ব্যাপ প্রতি ঘন মিটার সিমেন্ট)

অনুপাত অনুযায়ী নির্ধারিত কাজে বালির পরিমাণ

উপরের উদাহরণ হতে

৩৫.৩

সিমেন্টের পরিমাপ = ———–  x ৬  = ৩০ ঘন মিটার

অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। ইটের গাঁথুনি তৈরিতে কি কি মালামাল লাগে তা লেখ।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১। গাঁথুনির কাজে ইটের পরিমাণ নির্ণয় কর।

২। গাঁথুনির কাজে সিমেন্টের পরিমাণ নির্ণয় কর।

৩। গাঁথুনির কাজে বালির পরিমাণ নির্ণয় কর।

রচনামূলক প্রশ্ন

১। ১০০ ঘন মিটার ইটের গাঁথুনির কাজে ইট, বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় কর।

আরও দেখুন :

Leave a Comment