ছাদ সম্পর্কে ধারণা | Building Maintenance [ 6423 ]

ছাদ সম্পর্কে ধারণা আজেকর ক্লাসের বিষয়। ছাদ সম্পর্কে ধারণা [Ideas about the roof] নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওতে। এই ভিডিওটি বিল্ডিং মেইনটেনেন্স -১ (৬৪২৩) কোর্সের ১৪ [Chapter 14] অধ্যায়ের পাঠ। বিল্ডিং মেইনটেনেন্স (Building Maintenance) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভাকেশনাল ডিসিপ্লিনের অংশ। ১০ম শ্রেণীতে পড়ানো হয়।

 

ছাদ সম্পর্কে ধারণা

ছাদ ইমারতের উপরিভাগ ঢেকে রাখার সূদৃঢ় কাঠামো। এটি ঘরবাড়িকে বৃষ্টি, তুষার, রোদ, বিরূপ তাপমাত্রা ও বায়ুপ্রবাহ হতে আড়াল রাখে। ছাদের উপরে জলনিরোধক প্রলেপ দেয়া হলে তাকে জলছাদ বলে। সাধারণত বিটুমেনের প্রলেপ দিয়ে ছাদকে জলনিরোধক করা হয়।

 

 

ছাদের আকার অঞ্চলভেদে ব্যাপক ভিন্ন হয়ে থাকে। ছাদের আকারে ভিন্নতার প্রধান প্রভাবক হল জলবায়ু ও ছাদের কাঠামো ও বাইরের অংশ নির্মাণের জন্য প্রাপ্ত কাঁচামাল। ছাদের আকার সাধারণ সমতল, চাঁদওয়ারি, কটি, প্রজাপতি, খিলান ও গম্বুজ আকৃতির হয়ে থাকে। এই ধরনগুলোতেও অনেক বৈচিত্র দেখা যায়।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

  • ছাদ বা ফ্লোর এর শাটারিং ধাপে ধাপে কোনভাবেই করা যাবে না। একটি ফ্লোর বা ছাদ ঢালাই করার সময় পুরো ছাদের শাটারিং একবারে করা অত্যাবশ্যক। এর সাথে সম্পুর্ণ ফর্মা সমতল হয়েছে কী না তাও একবারেই যাচাই করে নিতে হবে।
  • ছাদ ও বীম ঢালাই এর কাজ ও করতে হবে একসাথেই। যদিও ছাদ এর লোড বীম এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তবুও তৈরির সময়ে এদের একসাথে তৈরি করা অত্যাবশ্যক। ছাদ ৪ থেকে আট ইঞ্চি পুরু হতে পারে।
  • সাধারণত ২১ দিন পর ফর্মা খোলা হয়। তবে ঢালাই এর একদিন পরই ছাদের উপরিভাগে পানি ধরে রেখে কিউরিং করতে হবে।
  • ঢালাই এর জন্য যে কাঠের কাজ করা হয়, তাঁকে বলা হয় সাটারিং। এর জন্য যে তক্তা বা প্লেট ব্যবহার করা হয়, তাতে ছিদ্র থাকা চলবে না এবং তক্তার উপরে কোন তৈলাক্ত পদার্থ (যেমনঃ ডিজেল বা গ্রীজ) লাগানো থাকলে তা সুন্দর হয়। তবে বর্তমানে পাতলা পলিথিন ব্যবহার করা হয়ে থাকে। এসব প্রক্রিয়া মেনে চললে সর্বনিম্ন সময়ে শাটার খোলা সম্ভব।
  • মর্টার মেশাতে যদি মেশিন ব্যবহার করা হয়, তাহলে খেয়াল রাখতে হবে দুটি ব্যাপারে
    ১। কমপক্ষে ২ মিনিট ধরে মিশাতে হবে।
    ২। মেশানোর সময় সম্পুর্ণ পানির সাথে মিক্সচার গুলে যাওয়া যাবে না।
  • হাতে মিক্সচার তৈরি না করাই উচিত। এতে করে গুণগত মানের ধারাবাহিকতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। মানসম্পন্ন কংক্রিট অনেকদিন স্থায়ী ছাদ তৈরিতে খুবই দরকারী।
  • ছাদ ঢালাই এর সময় সেটিং শুরু হবার আগেই প্রক্রিয়া শেষ করা উচিত। আধা ঘন্টা থেকে ১ ঘন্টা সময় নেয়াটা ভাল মানের পরিচায়ক। দেরী হয়ে গেলে ঢালাই আবার নতুন করে তৈরি করা উচিত।
  • পিলারের শাটার তৈরির পরে তাঁর মধ্যে ঢালাই ঢালার নিয়ম হচ্ছে ঢালাই ১.৫ (দেড়) মিটার এর বেশি উপর থেকে না ঢালা। এতে মিক্সচার এর উপাদান আলাদা হয়ে যাবার ঝুকি থাকে।
  • ঢালাই করার পর যাচাই করে দেখতে হবে ঢালাই যেন নিরেট হয় ও তাতে কোন ফাক ফোকড় না থাকে।

 

ছাদ সম্পর্কে ধারণা

 

ছাদ সম্পর্কে ধারণা নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Leave a Comment