চুন সুরকির জলছাদের বিভিন্ন মালামালের পরিমাণ | অধ্যায়-১৫ ও ১৬ | সিভিল কন্সট্রাকশন ২

আজকে আমাদের আলোচনার বিষয় – চুন সুরকির জলছাদের বিভিন্ন মালামালের পরিমাণ যা অধ্যায়-১৫ ও ১৬ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।

তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

চুন সুরকির জলছাদের বিভিন্ন মালামালের পরিমাণ

চুন সুরকির জলছাদের বিভিন্ন পরিমাণ হিসাব করতে গেলে আমাদের কাজের পরিমাণ, চুন, সুরকি ও খোয়ার অনুপাত জানতে হবে। ধরি, কাজের পরিমাণ ১০ বর্গ মিটার এবং চুন, সুরকি এবং খোয়ার অনুপাত ২:২:৭। চিটাগুড় ২০০ গ্রাম।

 

চুন সুরকির জলছাদের বিভিন্ন মালামালের পরিমাণ

 

অনুপাতের সমষ্টি = ২+২+৭= ১১

শুষ্ক আয়তন ভেজা আয়তনের ৫০% বেশি।

অতএব, শুষ্ক আয়তন = ১০+১০x০.৫ = ১৫ ঘন মিটার

নির্ধারিত কাজে অনুপাত অনুযায়ী চুনের পরিমাণ

১৫

চুনের পরিমাণ = —————  x ২ = ২.৭২ ঘন মিটার

১১

নির্ধারিত কাজে অনুপাত অনুযায়ী খোয়ার পরিমাণ

১৫

খোয়ার পরিমাণ = —————  x ৭ = ৯.৫৪ ঘন মিটার বা ৩৫৩০ টি ইট  (প্রতি ঘনমিটার খোয়ার জন্য ইট লাগে ৩৭০ টি)

১১

নির্ধারিত কাজে অনুপাত অনুযায়ী সুরকির পরিমাণ

১৫

সুরকির পরিমাণ = ———– x ৭ = ২.৭২ ঘন মিটার বা ১০০৬ টি ইট (প্রতি ঘনমিটার সুরকির জন্য ইট লাগে ৩৭০ টি)

১১

নির্ধারিত কাজে অনুপাত অনুযায়ী চিটাগুড়ের পরিমাণ

চিটাগুড় ২০০ গ্রাম ১০ বর্গ মিটার পরিমাণ কাজের জন্য।

অনুশীলনী

রচনামূলক প্রশ্ন

১। চুন-সুরকির জল ছাদের কাজে নির্ধারিত অনুপাত অনুযায়ী চুন, খোয়া, সুরকি ও চিটাগুড়ের পরিমাণ নির্ণয় কর।

পয়েন্টিং কাজের মালামালের পরিমাণ

পয়েন্টিং কাজের মালামালের পরিমাণ হিসাব করতে গেলে আমাদের কাজের পরিমাণ, সিমেন্ট বালির অনুপাত জানতে হবে। ধরি,
কাজের পরিমাণ =১০০ বর্গ মিটার

 

চুন সুরকির জলছাদের বিভিন্ন মালামালের পরিমাণ

 

প্রয়োজনীয় শুষ্ক মসলার পরিমাণ = ০.৬ ঘনমিটার।

সিমেন্ট বালির অনুপাত = ১:২।

এক্ষেত্রে অনুপাতের সমষ্টি= ১+২=৩।

অনুপাত অনুযায়ী নির্ধারিত কাজে সিমেন্টের পরিমাণ

০.৬

সিমেন্টের পরিমাণ = —————  x ১ = ০.২ ঘন মিটার বা ৬ ব্যাগ (৩০ ব্যাগ প্রতি ঘন মিটার সিমেন্ট)

অনুপাত অনুযায়ী নির্ধারিত কাজে বালির পরিমাণ

০.৬

সিমেন্টের পরিমাণ = —————  x ২ = ০.৪ ঘন মিটার

অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। পয়েন্টিং কাজে ব্যবহৃত মালামালের তালিকা প্রস্তুত কর।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১। পয়েন্টিং এর কাজে নির্ধারিত অনুপাত অনুযায়ী সিমেন্টের পরিমাণ নির্ণয় কর।

২। পয়েন্টিং এর কাজে নির্ধারিত অনুপাত অনুযায়ী বালির পরিমাণ নির্ণয় কর।

রচনামূলক প্রশ্ন

১। পয়েন্টিং এর কাজে নির্ধারিত অনুপাত অনুযায়ী সিমেন্ট ও বালির পরিমাণ নির্ণয় কর।

আরও দেখুন :

Leave a Comment