জানালার প্রকারভেদ

জানালার প্রকারভেদ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “দরজা ও জালানার গঠন” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

জানালার প্রকারভেদ

 

৬.৩ জানালার প্রকারভেদ (List different types of windows) :

 

পাল্লা খোলার ধরন, নির্মাণসামগ্রীর ব্যবহার, আবদ্ধ করার প্রকৃতি ইত্যাদির উপর নির্ভর করে জানালার শ্রেণিবিন্যাস করা হয়েছে ঃ

১। ফিক্সড উইন্ডো (Fixed windows)

২। পিভটেড উইন্ডো (Pivoted windows)

৩। ডাবল হাং উইন্ডো (Double hung windows)

৪। স্লাইডিং উইন্ডো (Sliding windows)

৫। কেসমেন্ট উইন্ডো (Casement windows)

৬। স্যাশ উইন্ডো (Sash windows)

৭। লুভার্ড উইন্ডো (Louvered windows)

 ৮। মেটাল উইন্ডো (Metal windows)

৯। বে উইন্ডো (Bay windows)

১০। ক্লেরেস্টোরি উইন্ডো (Clerestorey windows)

১১। কর্নার উইন্ডো (Corner windows)

১২। ডর্মার উইন্ডো (Dormer windows) 

১৩। গ্যাবল উইন্ডো (Gable windows)

১৪ । ল্যান্টার্ন উইন্ডো (Lantern windows)

১৫। স্কাইলাইট (Skylights)

১৬। ফ্যানলাইট (Fanlights)

১৭। ভেন্টিলেটর (Ventilators)।

 

১। ফিক্সড উইন্ডো (Fixed windows) : আলো প্রবেশ এবং বহির্দৃশ্য দেখার জন্য এ প্রকার জানালা ব্যবহার করা রিবেটবিহীন ফ্রেমে পাল্লাকে আবদ্ধ (Fixed) করে এ প্রকার জানালা তৈরি করা হয়। এটি সম্পূর্ণ কাচের হয়।

 

জানালার প্রকারভেদ,

 

২। পিউটেড উইন্ডো (Pivoted windows) : জানালার ফ্রেমের সাথে সংযুক্ত পিভটের চতুর্দিকে পাল্লাগুলো অনায়াসে ঘুর পারে। ফ্রেমে কোনো রিবেট করা হয় না। জানালার পাল্লা অনুভূমিকভাবে অথবা খাড়াভাবে ঘুরতে পারে ।

 

জানালার প্রকারভেদ

 

৩। ডাবল হাং উইন্ডো (Double hung windows)ঃ এ প্রকার জানালার একটি ফ্রেম এবং এক জোড়া গ্লেইজড পান্না থাকে। জানালার ফ্রেমের খাড়া গ্রুভের মধ্য দিয়ে প্রতিটি পান্নাকে হড়কিয়ে (Slide) উপরে-নিচে উঠানামা করানো যায়। জানালার প্রতিটি পাল্লা কর্ড বা চেইন (Chord or chain) দ্বারা মেটাল ওয়েট (ওজন) এর সাথে সংযুক্ত থাকে। পুলির সাহায্যে ওজনকে টেনে পাল্লাকে যে- কোনো লেভেলে উঠানো যায়। আর চেইন বা কর্ড স্টাইলের সাথে আবদ্ধ থাকে। উপরের স্যাশকে নিচের দিকে নামিয়ে জানালার উপরিভাগ এবং নিচের স্যাশকে উপরে উঠিয়ে জানালার নিম্নভাগ খোলা হয় ।

 

জানালার প্রকারভেদ

 

 

৪। স্লাইডিং উইন্ডো (Sliding windows) ঃ এ জানালা স্লাইডিং দরজার অনুরূপ। ছোট রোলার বিয়ারিং wor এর সাহায্যে পাল্লাকে অনুভূমিকভাবে অথবা খাড়াভাবে খোলা বা বন্ধ করা হয়। ফ্রেম বা দেওয়ালে গ্রুভ কেটে পাল্লা বসানো হয় যেন হুড়কিয়ে পাল্লা খোলা বা বন্ধ করা যায়।

 

৫। কেসমেন্ট উইন্ডো (Casement windows) : এ প্রকার জানালা অধিকাংশ ভবনেই ব্যবহৃত হয়। এর পাল্লা দরজার পাল্লার মতোই হবে। পান্নাকে বসানোর জন্য ফ্রেমে রিবেট করা হয়। টপ, বটম ও মধ্যবর্তী রেইল এবং স্টাইল সমন্বয়ে কয়েকটি প্যানেলে বিভক্ত করে এ প্রকার জানালা তৈরি করা হয়। প্যানেল পূর্ণ গ্লেইজড অথবা কাঠের অথবা আংশিক গ্লেইজড এর হতে পারে ।

 

জানালার প্রকারভেদ

 

৬। স্যাশ বা গ্লেইজড উইন্ডো (Sash or glazed window)ঃ এ প্রকার জানালা কেসমেন্ট জানালারই মতো, তবে এর স পাল্লাগুলো গ্লেইজড এর হবে। প্রত্যেকটি পাল্লার ফ্রেম স্টাইল, টপ ও বটম রেইলের সমন্বয়ে তৈরি। তারপর মধ্যবর্তী। কতকগুলো অনুভূমিক এবং খাড়া মেম্বার এর সাহায্যে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। এরূপ কাঠের মেম্বারকে স্যাশ বার ব গ্লেজিং বার বলে। স্যাশ বারকে রিবেট করে গ্লাস প্যানেল বসানো হয়। গ্লাস প্যানেলকে নেইল এবং পুড়ি অথবা কাঠের বি (Bead) দ্বারা স্যাশ বারের সাথে আটকানো হয়। জানালার প্রস্থ বেশি হলে, ফ্রেমের মাঝখানে একটি খাড়া মেম্বার ব্যবহার করা হয়। এ খাড়া মেম্বারকে মুলিয়ন বলে। আর জানালার উচ্চতা বেশি হলে উপরের দিকে অনুভূমিক মেম্বার হিসাবে ট্রানসাম (Transome) ব্যবহার করা হয়। ট্রানসামের উপরের অংশে ভেন্টিলেটর স্থাপন করা হয়।

 

জানালার প্রকারভেদ

 

৭। লুভার্ড উইন্ডো (Louvered or venetian window) : এ জানালা লুভার্ড দরজার অনুরূপ। কক্ষের গোপনীয়তা বজায় রেখে, আলোবাতাস প্রাপ্তির জন্য এ প্রকার জানালা ব্যবহৃত হয়। লুভার্ডগুলো ধারণ করার জন্য স্টাইলদ্বয়ে গ্রুভ কাটা থাকে। দুটি স্টাইল, টপ এবং বটম রেইল ও লুভার্ড (পাতলা তক্তা) সমন্বয়ে এ প্রকার জানালা গঠিত। লুভার্ডগুলো সাধারণত 45 ডিগ্রি কোণে আবদ্ধ করা হয়। বৃষ্টির পানি গড়িয়ে বাইরে পড়ার জন্য লুভার্ডের ঢাল বহির্মুখী থাকে। লুভার্ড বা ভেনেশিয়ান পাল্লায় লুভার্ডগুলো উঠানামা করানো অর্থাৎ খোলা ও আটকানো যায়। ভার্টিক্যাল ব্যাটেনের সাথে হিনজ লাগিয়ে সমস্ত লুভার্ড ব্যাটেনের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। অপারেটিং ডিভাইসের মাধ্যমে লুভার্ডগুলো যে-কোনো উচ্চতায় উঠানামা করানো অথবা লুভার্ডগুলো যে-কোনো কোণে সমন্বয় করার ব্যবস্থা থাকলে তাকে ভেনেশিয়ান ব্লাইন্ড বলে।

 

জানালার প্রকারভেদ

 

৮। মেটাল উইন্ডো (Metal window) : ব্যক্তিগত বাড়ি এবং পাবলিক বিল্ডিং-এ বর্তমানে মাইল্ড স্টিলের জানালার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কারণ স্বল্পমূল্যে দীর্ঘস্থায়ী জানালার ক্ষেত্রে এটি খুবই উপযোগী। অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, স্টেইনলেস স্টিল দ্বারাও এ প্রকার জানালা তৈরি করা যেতে পারে। অ্যালুমিনিয়ামের জানালা মরিচারোধী, দীর্ঘস্থায়ী এবং এতে কোনো পেইন্টিং-এর প্রয়োজন হয় না। ফলে এর ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

 

মেটাল বা স্টিলের জানালা ব্যবহারের সুবিধাসমূহ ঃ

১। ফ্যাক্টরিতে নির্মিত স্টিলের জানালার গুণগত মান ভালো। 

২। এদের সৌন্দর্য এবং ফিনিশিং উন্নতমানের।

৩। কাঠের জানালার চেয়ে এ জানালা শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। 

৪। আবহাওয়া পরিবর্তনে এর কোনো সংকোচন বা প্রসারণ ঘটে না।

৫। এ জানালা ঘুণে ধরা মুক্ত এবং পচনরোধী। 

৬। এটি অগ্নিরোধী।

৭। স্টিল জানালার ফ্রেম বলে বেশি আলো-বাতাস চলাচল করতে পারে। 

৮। রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম।

 

জানালার প্রকারভেদ

 

 

৯। ক্লেরেস্টোরি উইন্ডো (Clerestorey window) : যেখানে কক্ষের উচ্চতা, পার্শ্ববর্তী কক্ষ থেকে বেশি অথবা পাশের কক্ষে স্বল্প উচ্চতার লিন টু রুফ (ঢালু একচালা ছাদ) থাকে, সেই সমস্ত কক্ষে এ ধরনের জানালা ব্যবহার করা হয়। এটিকে কক্ষের প্রধান ছাদের নিকটে স্থাপন করা হয়, যাতে এ ধরনের জানালা পার্শ্ববর্তী ঢালু ছাদ অথবা পার্শ্ববর্তী ছাদের উপরে অবস্থান করে। জানালার শাটারদ্বয় অনুভূমিক পিভট দ্বারা স্টাইলের সাথে সংযুক্ত করা হয়। টপ রেইল এবং বটম রেইলের সাথে দুটি কর্ড ঝুলিয়ে রাখা হয়। কর্ডের সাহায্যে জানালাটি অনুভূমিকভাবে ঘুরিয়ে খোলা ও বন্ধ করা যায়। এ জানালা ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে এবং পর্যাপ্ত ভেন্টিলেশন-এর ব্যবস্থা করে। এ প্রকার জানালার উপরে রেইন শেড বা ছাদ থাকা বাঞ্ছনীয় ।

 

জানালার প্রকারভেদ

 

১০। বে উইন্ডো (Bay window) ঃ যখন কোনো কক্ষের বহিস্থ দেওয়াল বাইরের দিকে বাড়িয়ে দেয়া হয়, তখন ঐ বাড়তি দেওয়াল জুড়ে যে উইন্ডো নির্মাণ করা হয়, তাকে বে-উইন্ডো বলে। বে-উইন্ডোর প্ল্যান বৃত্তাকার, আয়তাকার, ত্রিভুজাকার অথবা বহুভুজাকার হতে পারে। অতিরিক্ত আলো-বাতাস প্রাপ্তির জন্য এমন করা হয়। এটি কক্ষের অতিরিক্ত জায়গা প্রদান করে এবং ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে।

১১। কর্নার উইন্ডো (Corner window)ঃ এ জানালা কক্ষের কর্নার দেওয়ালে নির্মাণ করা হয়। এ জানালার দুটি সমকোণী দিকে দুটি ফেস রয়েছে। ফলে দুই দিক থেকে আলো-বাতাস প্রবেশ করতে পারে। এ ধরনের জানালা ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে। এ প্রকার জানালা নির্মাণ করতে হলে জানালার ফোকরের উপরে বিশেষ ধরনের লিন্টেল ব্যবহার করতে হয় এবং কর্নারের জ্যাম্ব পোস্ট অত্যন্ত মজবুত হতে হবে।

 

জানালার প্রকারভেদ

১২। ডর্মার উইন্ডো (Dormer window) : ঢালু ছাদে অবস্থিত ভার্টিক্যাল উইন্ডোকে ডর্মার উইন্ডো বলে। এটি ছাদের নিম্নস্থ কক্ষের বা আবদ্ধ স্থানের আলো-বাতাস চলাচলের জন্য এবং ভবনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় । 

১৩। গ্যাবল উইন্ডো (Gable window) : ঢালু ছাদের গ্যাবল প্রান্তের নির্মিত জানালাকে গ্যাবল উইন্ডো বলে ।

১৪। ল্যান্টার্ন উইন্ডো (Lantern window) : সমতল ছাদের উপরে চৌচালা ঘরের মতো করে ল্যান্টার্ন উইন্ডো নির্মাণ করা হয়। ভবনের অন্তঃস্থ কক্ষসমূহে আলো-বাতাস প্রাপ্তির জন্য ল্যান্টার্ন জানালা ব্যবহৃত হয়। ছাদ লেভেল হতে উপরে জানালা তৈরির জন্য কাঠের ফ্রেম ব্যবহার করা হয়। এ ধরনের জানালা বিভিন্ন আকৃতির হতে পারে। জানালার অনুভূমিক অথবা উল্লম্বিক পাশ দিয়ে আলো-বাতাস কক্ষে প্রবেশ করে। জানালার জন্য নির্ধারিত স্থানে পূর্বাহ্নেই ছাদে ফোকর রাখা হয়।

 

জানালার প্রকারভেদ

 

১৫। স্কাই লাইট (Sky light) : ঢালু ছাদ দিয়ে আলো প্রবেশের জন্য স্কাই লাইট ব্যবহার করা হয়। ঢালু ছাদ থেকে উচুে চৌচালা ঘরের মতো করে এটি নির্মাণ করা হয়। এটি ঢালু ছাদের সমান্তরালে হবে। সাধারণ রাফটার-এর সাথে কার্য ফ্রেমকে সংযুক্ত করে এর উপরে স্কাই লাইট নির্মাণ করা হয়। (Curb

কার্বের উপরে টপ রেইল, বটম রেইল, স্টাইল এবং স্যাশ বার সহযোগে গ্লাস প্যানেল বসানো হয়। জানালার ফোকরকে বৃদ্ধি পানিরোধী করার জন্য লিড ফিনিশিং এবং লিড গাটার-এর ব্যবস্থা করা হয়।

 

জানালার প্রকারভেদ

 

১৬। ফ্যান লাইট (Fan light) ঃ দরজা-জানালার সাথে সংযুক্ত ভেন্টিলেটরকে ফ্যান লাইট বলে। ফ্যান লাইটের নির্মাণপদ্ধতি উইন্ডো স্যাশ-এর মতো। ফ্যান লাইটের উপর প্রান্তে কবজা সংযুক্ত থাকে। ভেন্টিলেটরের শাটারের নিম্নপ্রান্তেও কবজা সংযুক্ত করা থাকে। ঘরের ভেতরের গরম বাতাস বাইরে অপসারণ করার জন্য ফ্যান লাইট ব্যবহার করা হয়।

১৭। ভেন্টিলেটর (Ventilator) : ছাদ লেভেলের 30 থেকে 50 সেমি নিচে স্থাপিত ছোট জানালাকে ভেন্টিলেটর বলে। ভেন্টিলেটরের একটি ফ্রেম এবং একটি পাল্লা থাকে। পাল্লাটি সাধারণত গ্লেজড হয়ে থাকে এবং অনুভূমিক পিভটের সাথে সংযুক্ত থাকে। শাটারের টপ রেইল এবং বটম রেইলের সাথে কর্ড বা রশি সংযুক্ত থাকে, যা দ্বারা ভেন্টিলেটর খোলা বা আটকানো যায়।

 

জানালার প্রকারভেদ

 

১৮। সান লাইট (Sun light) ঃ দালানে পর্যাপ্ত আলো পাওয়ার জন্য অনেক সময় বহিস্থ দেওয়ালের মূল দরজা-জানালার উপরের একটি অংশ কাচ দ্বারা নির্মাণ করা হয়। কাঠের ফ্রেম করে এতে গ্যাস প্যানেল যুক্ত করা হয়। এটি স্থির অবস্থায় থাকে, কোনোপ্রকার নাড়াচাড়া করানো হয় না। আলো প্রবেশ করানোর জন্যই এটি ব্যবহার করা হয়। সাধারণত সিঁড়িঘরে সানলাইট ব্যবহার করা হয়। নিম্নে আরও বিভিন্ন প্রকার জানালার চিত্র দেয়া হলো :

 

জানালার প্রকারভেদ

 

আরও পড়ুন:

 

Leave a Comment