টাইলস এর ধারনা | Civil Engineering Materials [66421]

টাইলস এর ধারনা বা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস [Civil Engineering Materials] হিসেবে টাইলস [ Tiles ] আজকের আলোচনার বিষয়। টাইলস [ Tiles ] ক্লাসটি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস [Civil Engineering Materials] এর ৬ষ্ট অধ্যায়ের [Chapter 6] এর ক্লাস। নিয়মিত এই ক্লাসগুলো পেতে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং গুরুকুলে [ Civil Engineering Gurukul ] যুক্ত থাকুন।

সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস (৬৬৪২১) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের [ Diploma in Engineering ], ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং [ Diploma in Civil Engineering ] টেকনোলোজির অংশ।

 

টাইলস এর ধারনা

 

টাইলসের সংজ্ঞা

সিরামিক টাইলস বিশেষ একধরনের নির্মাণ সামগ্রী। চুল্লিতে পোড়ানো কম পুরুত্বের কাঁদার তৈরি slab -কে টাইলস বা টালি বলে।

 

 

টাইলসের প্রকারভেদ

নিম্নে বিভিন্ন প্রকার টালির বর্ণনা দেওয়া হলো :

১। কাদার টালি। এই জাতীয় টালি সাধারণত ঘরের ছাউনির কাজে বেশি ব্যবহার করা হয়। ছাউনির কাজে ব্যবহৃত টালির মধ্যে সচরাচর যেসব টালি ব্যবহৃত হয় সেগুলো হলো-

(ক) প্লেইন টালি (Plain tiles) : কাঁদা দিয়ে হাতে প্রস্তুত করা হয়। আটকানোর সুবিধার জন্য দুটি ছোট প্রজেকশন রাখা হয়।

(খ) প্যান টালি (Pan tiles): এই টালির মাপ 41.2 x 23 x 1.9 সে. মি. । আটকানোর সুবিধার জন্য

কিনারাগুলোতে খাঁজ কাটা থাকে ।

(গ) পট টালি (Pot tiles): ফাঁপা গোলাকার, অর্ধগোলাকার, ট্যাপার ইত্যাদি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এর দৈর্ঘ্য ২৫-৩০ সেমি এক প্রান্তের ব্যাস 15 সেমি এবং অপর প্রান্তের ব্যাস 12.5 সেমি ও পুরুত্ব 9 মিমি ।

(ঘ) ফ্লাট টালি (Flat tiles) : এই টালির মাপ 15×15 x 1. 2 সেমি হতে 20 x 20 x 1.2 সেমি হয়ে থাকে।

(ঙ) রিজ টালি (Ridge tiles ) : ভি আকৃতির এই টালির দৈর্ঘ্য 45 থেকে 50 সেমি হয়ে থাকে ।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

২। কংক্রিট টালি (concrete tiles) : এই জাতীয় টালি 1:3 অনুপাতের সিমেন্ট মর্টারের সাথে কাঙ্খিত রঙের উপাদান মিশিয়ে প্রয়োজনীয় আকার আকৃতিতে তৈরি করা যায় । যে কোনো মেঝে বা পায়ে চলার পথ নির্মাণে এই টালি ব্যাবহার করা হয়।

৩। মেঝে টালি (Flooring tiles) : এই জাতীয় টালি সাধারণত বর্গাকৃতি হয়ে থাকে। এর আকার 15 সেমি থেকে 30 সেমি এর মধ্যে হয়ে থাকে এবং পুরুত্ব 12 মিমি থেকে 50 মিমি পর্যন্ত হয়। এই টালি

মোজাইকের বা প্লাস্টিকের বা মারবেলের হতে পারে । সিমেন্ট ও ছোট ছোট মার্বেল পাথরের দানা 12 অনুপাতে ব্যবহার করে মোজাইক টালি তৈরি করা হয় ।

৪। দেয়াল টালি (Wall tiles) : এই জাতীয় টালির আকার সাধারণত 15 সেমি x ১৫ সেমি x ১.২ সেমি হয়ে থাকে । এটা মোজাইক প্লাস্টিক বা মার্বেলের হয়ে থাকে।

৫। ড্রেন টালি (Drain tiles) : পানি নিষ্কাশনের নালা নির্মাণের জন্য অর্ধবৃত্তাকারে অথবা ভি বা ইউ অক্ষরের আকারে 60 সেমি হতে 120 সেমি দৈর্ঘ্য এ প্রস্তুত করা হয় ।

 

টাইলস নির্বাচন করার কৌশল

* ঘরের দেয়ালে সাধারণত উজ্জ্বল রঙ বিশেষ করে হলুদ রঙের বিভিন্ন শেড যেমন- কমলা, হলুদ, সোনালি রঙ ভালো মানায়। এক্ষেত্রে এবার ঘরের মেঝের রঙ হবে হলুদের সবচেয়ে হালকা শেডটি অর্থাৎ ঘিয়ে রঙ।

* বসার ঘরে কার্পেটের বদলে টাইলসের সঙ্গে গ্রানাইট দিয়ে ডিজাইন করা যায়। ঘরের আকার অনুযায়ী উডেন টাইলসই পাওয়া যায়। একটু গর্জিয়াস লুক চাইলে আছে ডেকোরেটিভ টাইসল ব্যবহার করা হয়।

* বসার ঘর কিংবা খাবার ঘরের যে কোনো একটা দেয়ালে রাস্টিক টাইলস বা ব্রিক টাইলস দিয়ে ডিজাইন করা যায়। খাবার ঘরের বেসিনের দেয়ালে রাস্টিক বা ব্রিক টাইলস বেশ ভালো মানায়।

* শোয়ার ঘরের দেয়ালে ইচ্ছামতো রঙ ব্যবহারের সুযোগ থাকে। ঘর বড় হলে গাঢ় যে কোনো রঙ ব্যবহার করা যায়। আর ঘর ছোট হলে একটা দেয়ালে গাঢ় রঙ আর বাকি দেয়ালগুলোতে হালকা ও উজ্জ্বল রঙ ব্যবহার হয় । এ ঘরে টাইলস হবে দেয়ালের গাঢ় রঙের সবচেয়ে হালকা শেডটি। অর্থাৎ, দেয়াল নীল হলে মেঝে উজ্জ্বল আকাশি আর দেয়াল সবুজ হলে মেঝে হবে উজ্জ্বল কলাপাতা রঙ।

* 4/4″, 6/6″, 8″/8″, 8 / 10, 10″/ 10″, সাইজের টাইলস কিচেন / বাথরুমের দেয়ালে ব্যবহার করা হয়।

* 12/12″, 12″/16″, 12 / 18, 18″ / 18″, 30″/ 30″ এবং ২”/2″ সাইজের টাইলস ফ্লোর/ মেঝেতে ব্যবহার করা হয়ে থাকে।

 

টাইলস বেড তৈরির পদ্ধতি

১) সিমেন্ট বালুর মিশ্রণ দিয়ে বেড তৈরি করতে হবে।

২) পানি দিয়ে কম্প্যাক্ট করতে হবে ।

 

টাইলস এর ধারনা

 

সিরামিক টাইলস, আর্টিফিসিয়াল স্টোন টাইলস, মারবেল টাইলস স্থাপন করার পদ্ধতি

১. প্রথমে টাইলস বেড তৈরির স্থান পরিষ্কার করতে হবে।

২. সিমেন্ট বালুর মিশ্রণ দিয়ে বেড তৈরি করতে হবে।

৩. পানি দিয়ে কম্প্যারী করতে হবে ।

৪. ধারাবাহিকভাবে টাইলস পাশাপাশি সেট করতে হবে।

৫. টাইলস পাশাপাশি বসিয়ে পুটিং দিয়ে মসৃন করতে হবে।

৬. ৭-১৫ দিন কিউরিং করতে হবে।

 

টাইলস এর ধারনা নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Leave a Comment