স্টিল ট্রাসের বিভিন্ন অংশ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর “স্টিল স্ট্রাকচারের গঠন” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।
স্টিল ট্রাসের বিভিন্ন অংশ
৮.৪ স্টিল ট্রাসের বিভিন্ন অংশ (Label different parts of a steel truss ):
যখন স্প্যান 10 মিটারের বেশি হয়, তখন কাঠের ট্রাস ব্যবহার করলে ট্রাস অনেক ভারী এবং খরচও বেশি হয়। তাই স্টিল ট্রাস ব্যবহার করলে অনেক হালকা এবং খরচও কম হয়। ছোট বা বড় উভয় প্রকার স্প্যানে বর্তমানে ব্যাপকভাবে স্টিল ট্রাস করা,
১। খরচ অনেক কম,
২। নির্মাণপদ্ধতি সহজ,
৩। উত্তম অগ্নিনিরোধক,
৪। অধিক শক্ত ও মজবুত,
৫। তুলনামূলক হালকা,
৬। দীর্ঘস্থায়ী
মেম্বারগুলোকে ছোট ছোট ত্রিভুজ আকারে সাজিয়ে এ ট্রাস তৈরি করা হয়। মেম্বারগুলো টানা অথবা চাপা বল (Force) বহন করে। কাঠামোর অবস্থান, ছাদের ঢাল এবং ট্রাসের পারস্পরিক দূরত্ব (cc distance of trusses) এর উপর নির্ভর করে ট্রাসের আকার নির্ধারণ করা হয়। সাধারণত অ্যাংগেল আয়রনকে ট্রাসের মেম্বার হিসাবে ব্যবহার করা হয়। ট্রাসের যে সকল মেম্বারগুলো চাপা বল বহন করে, সেগুলোর বক্রতা (Buckling) কমানোর জন্য দৈর্ঘ্য ছোট রাখার চেষ্টা করা হয়। ৬ মিমি পুরুত্বের গ্যাসেট প্লেট (Gusser plate) কে রিভেট দ্বারা সকল মেম্বারগুলোকে সংযোগ করা হয়।
প্রতিটি মেম্বারকে গ্যাসেট প্লেটসহ সংযুক্ত করতে হলে কমপক্ষে দুটি বিভেট ব্যবহার করতে হবে। যদি বৃহৎ স্প্যানবিশিষ্ট ট্রাসে অধিক লোড বহন করতে হয়, তবে অ্যাংগেল আয়রনের পরিবর্তে রোল্ড স্টিলের আই-সেকশন (Rolled steel I-section) বা চ্যানেল সেকশন (Channel section) ব্যবহার করা হয়।
স্টিল ট্রাসের প্রকারভেদ ঃ স্প্যানের উপর নির্ভর করে স্টিল রুফ ট্রাস বিভিন্ন আকৃতির হয়ে থাকে। স্টিল রুফ ট্রাস নিম্নলিখিত
প্রকারের হয়ে থাকে, যেমন-
১। আর্চড রাফটার যুক্ত ট্রান্স (Truss with arched rafters)
২। সোজা রাফটার যুক্ত ট্রান্স (Truss with straight rafters)
৩। বিশেষ ট্রাস (Special trusses)।
গঠন প্রকৃতি অনুযায়ী ট্রাসকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, যেমন-
১। ওপেন ট্রাস (Open truss )
২। নর্থ লাইট ট্রাস (North light truss )
৩। বো-স্ট্রিং ট্রাস (Bow string truss )
৪। আর্চ রিব ট্রাস (Arched rib truss )
৬। হ্যামার বিম ট্রাস (Hammer beam truss )
৫। ক্যান্টিলিভার ট্রাস (Cantilever truss )
৭। স-টুথ ট্রাস (Saw tooth truss )
৮। ফিংক ট্রাস (Fink truss )
৯। সিজার্স ট্রাস (Scissors truss ) ।
আরও পড়ুন: