ডিটেইল ড্রয়িং এর অর্থ এবং প্রয়োজনীয়তা

ডিটেইল ড্রয়িং এর অর্থ এবং প্রয়োজনীয়তা আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “ডিটেইল ড্রয়িং” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

ডিটেইল ড্রয়িং এর অর্থ এবং প্রয়োজনীয়তা

 

৪.১ ও ৪.২ ডিটেইল ড্রয়িং এর অর্থ এবং প্রয়োজনীয়তা (Meaning and Necessity of detail drawing) :

 

দালান বা যে-কোনো ধরনের কাঠামোর ক্ষেত্রে সেকশনাল প্ল্যান, ফ্রন্ট এলিভেশন, সেকশনাল এলিভেশন ইত্যাদিতে অঙ্কিত কাঠামোর কোনো গুরুত্বপূর্ণ অংশকে অনেক সময় পরিষ্কারভাবে বুঝানো সম্ভব হয় না। কারণ ঐগুলো অনেক ছোট স্কেলের সাহায্যে অঙ্কন করা হয় তাই ঐ সকল গুরুত্বপূর্ণ অংশকে পরিষ্কারভাবে বুঝানোর জন্য একে স্বতন্ত্রভাবে বৃহদাকারে অর্থাৎ স্কেল বড় নিয়ে অঙ্কন করে দেখানো হয় । একে বিশদ চিত্র বা ডিটেইল ড্রয়িং (Detail drawings) বলে। যেমন— ভিত্তি, মেঝে, ছাদ, বিম, লিন্টেল, সানশেড ইত্যাদি ।

 

ডিটেইল ড্রয়িং

 

নিম্নে বিভিন্ন প্রকার ডিটেইল ড্রয়িং সম্পর্কে আলোচনা করা হলো :

একটি দালান নির্মাণের সর্বপ্রথম ধাপ হলো তার নকশা অঙ্কন করা। নকশা বা ড্রয়িং ছাড়া কোন দালান নির্মাণ করা সম্ভব হয় না। বিস্তারিত নকশার মাধ্যমে আমরা ছোট কোনো পরিমাণকে স্কেলের সাহায্যে বড় আকারে প্রকাশ করতে পারি। এর কারণে আমাদের কাজের অনেক সুবিধা হয়ে থাকে। বিস্তারিত নকশার প্রয়োজনীয়তা তাই অপরিসীম। বিস্তারিত নকশা ছাড়া কোনো দালান সম্পূর্ণ হতে পারে না। বিস্তারিত নকশার কিছু প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হলো :

 

১। নির্মাণ কাঠামোর শক্তি এবং স্থায়িত্বতা বৃদ্ধির জন্য বিস্তারিত নকশার প্রয়োজন ।

২। দেওয়ালের উপর আপাত লোডকে সুষমভাবে বণ্টন করা যায় । 

৩। সৌন্দর্য বৃদ্ধি এবং নির্মাণকাজ দ্রুততর করতে সাহায্য করে।

৪ । দ্বিমের শিয়ার প্রতিরোধে সাহায্য করে।

৫। বিস্তারিত নকশা অনুসারে নির্মাণকাজ করলে তা অধিক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়

৬। বিস্তারিত নকশার মাধ্যমে নির্মাণ খরচ কম হয়।

৭। মেরামতজনিত খরচও কম লাগে।

৮। বিস্তারিত নকশার মাধ্যমে নির্মাণকাজ অধিক নিরাপদ এবং প্রয়োজনীয়তা অপরিসীম

 

 

আরও পড়ুন:

Leave a Comment