ডিপিসি সহ মেঝে আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর “মেঝো বিস্তারিত চিত্র [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।
ডিপিসি সহ মেঝে
৬.০ ডিপিসি-সহ মেঝে (Floors with DPC) :
ঘরের যে অংশে মানুষ বসবাস করে অর্থাৎ ঘরের মধ্যে অবস্থানের জন্য, জিনিসপত্র রাখার জন্য এবং প্রয়োজনীয় ব্যবহারযোগ্য পায়ের নিচের জায়গাকেই মেঝে (Floor) বলে। দালানে অনেকগুলো মেঝে থাকে। ভূমিতলে অবস্থিত ভূমির উপর অর্থাৎ প্লিন্থ লেভেলে (Plinth level) যে মেঝে নির্মাণ করা হয়, তাকে একতলার মেঝে বা গ্রাউন্ড ফ্লোর বলে । গ্রাউন্ড ফ্লোর বা মেঝে সরাসরি মাটির উপর ভর করে অবস্থান করে। তাই আর্দ্রতা (Damp) যাতে কোনো দালান বা কাঠামোতে প্রবেশ করতে না পারে সেজন্য গ্রাউন্ড ফ্লোরে এবং দেওয়ালে এক বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ব্যবস্থাকে আর্দ্রতা নিরোধক স্তর (Damp-proof course) এবং সংক্ষেপে DPC বলে। বাতাস বা মাটির মধ্যের পানিকণা যখন কাঠামোর দেওয়ালের মাধ্যমে উপরে উঠে আসে বা ভিতরে প্রবেশ করে, তখন কক্ষের মধ্যে স্যাঁতসেঁতে, দুর্গন্ধময় এবং অস্বাস্থ্যকর অবস্থার সৃষ্টি হয়। সুতরাং দালান ডিজাইনে আর্দ্রতারোধ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় ।
নিম্নলিখিত কারণে দালান আর্দ্র হতে পারে :
১। মাটি থেকে দেওয়ালের মাধ্যমে আর্দ্রের ঊর্ধ্বমুখিতা (Moisture rising up the wall from ground) ২। বহিস্থ দেওয়ালে বৃষ্টি আঘাত করলে (Rain beating against external walls)
৩। দেওয়ালের উপর থেকে বৃষ্টির পানি প্রবেশ করলে (Rain travel from wall tops)
৪। ঘনীভবন (Condensation)
৫। বিবিধ কারণ (Miscellaneous causes)।
আর্দ্রতা যেহেতু কাঠামোর স্থায়িত্ব নষ্ট করে, সেহেতু ডিপিসি প্রদানের মাধ্যমে এটা প্রতিরোধ করা যেতে পারে। নিম্নলিখিত
পদ্ধতির মাধ্যমে দালান বা কাঠামোকে আর্দ্রতামুক্ত করা হয় :
(ক) আর্দ্রতা প্রতিরোধক আচ্ছাদন (Membrane damp proofing)
(খ) অন্তঃস্থ আর্দ্রতা নিরোধক (Integral damp-proofing)
(গ) পৃষ্ঠ নিরোধক (Surface treatment)
(ঘ) ফাঁপা দেওয়াল নির্মাণ (Cavity wall construction)
(ঙ) গানিটিং (Guniting)
(চ) প্রেসার গ্রাউটিং (Pressure grouting)।
নিম্নে ডিপিসি এর চিত্র দেওয়া হলো ঃ
আরও পড়ুন: