ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি | Building Maintenance 1 [6413]

ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি আজকের ক্লাসের আলোচ্য বিষয়। ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি [ Damp proof course or DPC ] এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি ও দাখিল ভোকেশনাল ডিসিপ্লিনের, বিল্ডিং মেইনটেনেন্স [৬৪১৩] Building Maintenance [6413] বিষয়ের, ২৪ম অধ্যায়ের [Chapter 24] পাঠ যা ৯ম শ্রেণীতে [ Class 9] পড়ানো হয়।

 

ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি

ডিপিসি-এর সংগা

সেয়াল, ক্লোর, ছাদ ইত্যাদি দিয়ে বিল্ডিং-এর মধ্যে পানি প্রবেশ করা এবং ভেজা ভেজা ভাবকে ড্যাম্প বলে। অবকাঠামোকে এই ড্যাম্প থেকে সুরক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি বলে।

 

ড্যাম্প প্রুফ কোর্স

 

DPC (Damp proof course) : এটি অভেদ্য উপাদান দিয়ে তৈরি একটানা স্তৱ 

অভ্যন্তরীণ দেয়ালের জন্য শুধুমাত্র অনুভূমিক ডি.পি.সি ব্যবহার করা হয়। (বিটুমিনের ক্ষেত্রে ১৭৫ * *  কেজি বল/প্রতি বর্গ লেস্টিমিটার-এ)

 

ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি

 

*  তিন আস্তর বিটুমিন দেয়া হয়।

*  ডি.পি.সি ব্যবহারের পূর্বে মর্টারের আভর দিতে হবে ।

ডি.পি.সির প্রকারভেদ-

দুই ধরনের ডি.পি.সি হয় :

১। নমনীয় ডি.পি.সি : যখন লোডে কোনো ক্র্যাক হয় না, যেমন : পলিথিন বা বিটুমিন

তিন আন্তর যথাক্রমে নিম্নরূপ

ক. বিটুমিন মাসটিক: চিকন বা ফাইন বালির সাথে বিটুমিন মেশানো হয়;

খ. বিটুমিন ফেল্ট: এটি রোল শিট আকারে পাওয়া যায়;

গ. শক্ত বিটুমিন;

ঘ. ধাতু দিয়ে তৈরি শিট, যেমন: সিসা, কপার, অ্যালুমিনিয়াম ইত্যাদি মর্টারের সাথে ব্যবহার করা হয় জং ধরা থেকে রক্ষা পেতে।

২। শক্ত ডি.পি.সি: ক্র্যাক হওয়ার আশঙ্কা থাকলে এটি ব্যবহার করা হয়। ১:২:৪ অনুপাতে সিমেন্ট কংক্রিট ব্যবহার করা হয়।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 

ডিপিসির প্রয়োজনীয়তা

চিত্রে প্রদর্শিত ক্ষেত্রসমূহ ড্যাম্প হতে রক্ষা পাওয়ার জন্য ডিপিসি ব্যবহার করা হয়।

 

ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি

 

ডিপিসির ব্যবহারক্ষেত্র

ভবনগুলোতে অর্দ্রতা একটি স্বাস্থ্য-সংক্রান্ত ঝুঁকি হওয়ায় এবং এর কারণে কাঠ, প্লাস্টার, রং দিয়ে আঁকা ছবি এবং সম্ভাব্য কাঠামোগত ক্ষতি হতে পারে। ভিপিসি (DPC) এর মাধ্যমে প্রতিরোধ প্রদান করা হয় বাইরের প্রাচীরের মাধ্যমে আর্দ্রতা অনুপ্রবেশ করা রোধ করে।

 

ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি

 

ডিপিপিতে ব্যবহৃত বিভিন্ন উপাদানের তালিকা :

ডিপিসিতে ব্যাপকভাবে নিম্নলিখিত উপকরণ ব্যবহৃত হয়, যেমন :

* নমনীয় উপকরণ, রাসায়নিক যৌগ রবার, গরম বিটুমিন, প্লাস্টিকের শিট, বিটুমিনাস felts, সিসা শীট, ভাষা, ইত্যাদি।

* আধা অনমনীয় উপকরণ, একধরনের আঠা, পিচ।

* অভেদ্য ইট, পাথর, প্লেট, সিমেন্ট খল বা সিমেন্ট কংক্রিট বিটুমিন ইত্যাদি অনমনীয় উপকরণ। 

* জলাভেদ্য যৌগের সঙ্গে মর্টার।

* মেঝেতে মোটা বালু স্তর ।

* মেঝেতে প্লাস্টিকের শীট।

 

ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি

 

দালানে আর্দ্রতার কারণ

দালানে আর্দ্রতার কারণসমূহ নিম্নে দেওয়া হলো :

>বৃষ্টির পানি ঢোকা

>সাইট-এর লেভেল বা উচ্চতা

>মাটির পানি নিষ্কাশনের ক্ষমতা

>আবহাওয়ার অবস্থ

>কাঠামোর ভুল দিক নির্বাচন

>কাঠামো তৈরির সমর আর্দ্রতা জমা থাকা

>দুর্বল কনস্ট্রাকশন

 

ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি

 

আর্দ্রতাজনিত কারণে দালানে বিরূপ প্রভাব

বিল্ডিং-এর উপর এর প্রভাব:

* কাঠ নষ্ট করে।

* ধাতুতে মরিচা ধরায়।

* ইলেক্ট্রিক তারের ইনসুলেশন নষ্ট করে।

* কার্পেট ও আসবাবপত্র ক্ষয় হয়।

* ওয়াল এবং মেঝেতে দাগ পড়ে।

* প্লাস্টার খসে পড়ে ।

* রং এর উপর নোনা পড়ে ।

* রং গুঁড়া গুঁড়া হয়ে যায়।

* শরীরেরর জন্য ক্ষতিকর।

* কাঠামোর জীবনকাল কমিয়ে দেয়। 

 

ড্যাম্প প্রতিরোধের উপায়

* ডি.পি.সি ব্যবহার করে

* রং ব্যবহার করে

* পানি প্রতিরোধক করে

* ফাঁপা দেয়াল তৈরি করে

 

ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Leave a Comment