আজকে আমাদের আলোচনার বিষয় – দরজার আদর্শ সাইজ যা অধ্যায়-২ ও ৩ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
দরজার আদর্শ সাইজ
চৌকাঠের ক্রসসেকশনের আদর্শ সাইজসমূহ
চৌকাঠের ক্রসসেকশনের আদর্শ সাইজসমূহ চৌকাঠের মাপ বলতে বাহিরের দৈর্ঘ্য ও প্রন্থের মাপ বোঝায়। অর্থাৎ দরজা স্থাপনের জন্য প্রয়োজনীয় পাঁধুনির (Opening) ফাঁকা মাপকে বোঝায়। শয়ন ঘর (Bed Room) দরজার চৌকাঠ সাধারণত ৩’-০” x ৬’-৩”, ৩’-৩” x ৬’-৩” বা ৩’-৬’ x ৬’-৬” রান্নাঘর, বাথরুম, ভান্ডার ঘর-এর দরজার চৌকাঠের প্রন্থ সাধারনভাবে ২’-৬” রাখা হয়।
চিত্র : দরজার চৌকাঠ
দরজায় আকার:
M.K.S মাপের | F.P.S মাপের |
১২০ সেমি x ২১০ সেমি | ৪ ফুট X ৭ ফুট |
১১০ সেমি x ২০০ সেমি | ৩-৬ ফুট x ৬-৬” ফুট |
১০০ সেমি x ১৯০ সেমি | ৩ ফুট ৩ ইঞ্চি x ৬ ফুট ৩ ইঞ্চি |
৯০ সেমি x ১৮০ সেমি | ৩ ফুট x ৬ ফুট |
৭৫ সেমি x ১৮০ সেমি | ২ ফুট ৬ ইঞ্চির ৬ ফুট |
দরজার চৌকাঠ-এর পুরুত্বের আদর্শ সাইজ সমূহ
দরজার চৌকাঠ-এর প্রস্থচ্ছেদ:
M.K.S মাপের | F.P.S মাপের |
১২.৫ সেমি x ৭.৫ সেমি | ৫ ইঞ্চি x ৩ ইঞ্চি |
১০ সেমি x ১০ সেমি | ৪ ইঞ্চি x ৪ ইঞ্চি |
১০ সেমি x ৭.৫ সেমি | ৪ ইঞ্চি x ৩ ইঞ্চি |
৭.৫ সেমি x ৭.৫ সেমি | ৩ ইঞ্চি x ৩ ইঞ্চি |
চিত্র : দরজার চৌকাঠ এর পুরুত্বের সাইজ
দরজার পাল্লার আদর্শ সাইজসমূহ
দরজার পাল্লার পুরুত্ব:
M.K.S মাপের | F.P.S মাপের |
২.৫ সেমি | ১ ইঞ্চি |
৩ সেমি | ৫/৬ ইঞ্চি |
৪.৫ সেমি | ১ x ৩/৪ ইঞ্চি |
অনুশীলনী-২
অতি সংক্ষিপ্ত:
১। চৌকাঠের ক্রসসেকশন কাকে বলে?

সংক্ষিপ্ত:
১। শয়ন ঘর (Bed Room)-এর দরজার প্রন্থ সাধারণত কত?
২। রান্নাঘর বা ভান্ডার ঘর-এর দরজার প্রস্থ সাধারণত কত?
৩। দরজার বিভিন্ন আকার-এর মাপ লেখ।
৪। দরজার চৌকাঠ-এর পুরুত্বের আদর্শ সাইজসমূহ লেখ।
৫। দরজার পাল্লার আদর্শ সাইজ সমূহ লেখ।
রচনামূলক:
১। দরজার চৌকাঠ এবং পাল্লার আদর্শ সাইজ সমূহ লেখ।
জানালার আদর্শ সাইজ
জানালার চৌকাঠের আদর্শ সাইজ
জানালার আকার:
M.K.S মাপের | F.P.S মাপের |
১০০ সেমি x ১৫০ সেমি | ৩ ফুট ৩ ইঞ্চি x ৫ ফুট |
৯০ সেমি x ১২০ সেমি | ৩ ফুট x ৪ ফুট 8 |
১০৫ সেমি x ১২০ সেমি | ৩ ফুট ৪ ইঞ্চি x ৪ ফুট |
১৮০ সেমি x ১২০ সেমি | ৬ ফুট x ৪ ফুট |
জানালার পাল্লার প্রকারভেদ
অবস্থান এবং আকার অনুযায়ী বিভিন্ন প্রকার জানালা হয়ে থাকে, যেমন-
১. Awnings (Top-Hinged)
২. Casement (Side-Hinged)
৩. Picture (Fixed)
8. Horizontal Slider
৫. Single Hung
৬. Double Hung
৭. Tilt
৮. Hopper
৯. Bay and Bow
১০. Custom
১১. Storm
নিম্নে বিভিন্ন প্রকার জানালার চিত্র দেওয়া হলো:
১. Awnings (Top-Hinged)

চিত্র : জানালার পাল্লা
২. Casement (Side-Hinged)

৩. Picture (Fixed)

8. Horizontal Slider

চিত্র: জানালার পাল্লা
৫. Single Hung

৬. Double Hung

৭. Tilt

চিত্র: জানালার পাল্লা
৮. Hopper

৯. Bay

১০. Bow

চিত্র- জানালার পাল্লা
১১. Custom

১২. Storm

চিত্র: বিভিন্ন প্রকার জানালা
জানালার পাল্লার পুরুত্বের আদর্শ সাইজসমূহ
জানালার পাল্লার পুরুত্ব:
M.K.S মাপের | P.P.S মাপের |
২.৫ সেমি | ১ ইঞ্চি |
৩ সেমি | ৫/৬ ইঞ্চি |
৪.৫ সেমি | ১৪ ইথিও |
জানালার আদর্শ সাইজসমূহ
জানালার আদর্শ আকারসমূহ সাধারণত –
Window Type | Max Width (Inches) | Max Height (Inches) | Max Area (Sqft) |
Single Slider (Double Pane) | 78 | 54 | 24 |
Single Slider (Triple Pane) | 78 | 54 | 24 |
Double Slider (Double Pane) | 78 | 54 | 24 |
Double Slider (Triple Pane) | 72 | 48 | 21.66 |
Single Hung (Double Pane) | 49 | 80 | 24 |
Single Hung (Triple Pane) | 45 | 78 | 21.66 |
Double Hung (Double Pane) | 49 | 78 | 24 |
Double Hung (Triple Pane) | 48 | 68 | 21.66 |
Casement (Double Pane) | 38 | 78 | 18.5 |
Casement (Triple Pane) | 36 | 78 | 16.05 |
Awning (Double Pane) | 48 | 60 | 24 |
Awning (Triple Pane) | 50 | 50 | 17.36 |
নিম্নে হকের মাধ্যমে জানালার আকার-এর তুলনামূলক তথ্য দেওয়া হলো:
অনুশীলনী – ৩
অতি সংক্ষিপ্ত:
১। জানালার চৌকাঠের আদর্শ সাইজ কত?
২। জানালার পাল্লার আদর্শ সাইজ কত?
সংক্ষিপ্ত:
১। জানালার পাল্লা কত প্রকার?
রচনামূলক:
১। বিভিন্ন প্রকার জানালার পাল্লার চিত্র অঙ্কন কর।
২। জানালার আদর্শ সাইজসমূহ বর্ণনা কর।
আরও দেখুন :