একতলা দালানের ড্রয়িং প্রস্তুতকরণ

একতলা দালানের ড্রয়িং প্রস্তুতকরণ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “দালান [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

একতলা দালানের ড্রয়িং প্রস্তুতকরণ

 

একতলা দালানের ড্রয়িং প্রস্তুতকরণ (The preparation of drawing a single-storied building) :

দালানের সম্মুখ দ্রষ্টার সম্মুখে আছে এমন কল্পনা করে অর্থোগ্রাফিক প্রজেকশন নীতি অনুযায়ী সর্বদা দালানের প্ল্যান, সম্মুখ এলিভেশন, সাইড এলিভেশন ইত্যাদি দৃশ্য অঙ্কন করা হয়ে থাকে। সাধারণত এ সকল স্থলে, ১ সেমি ১ মিটার বা ১ : ১০০ স্কেল নেয়া হয় ।

 

দালানের ড্রয়িং

 

সেকশনাল প্ল্যান (Sectional plan) :

প্রথমে দালানটিকে জানালার অর্ধ-উচ্চতায় অনুভূমিকভাবে (Horizontally) ছেদন করলে যে প্রকার দেখায় তা কল্পনা করা হয়। যেহেতু প্ল্যানকে ড্রয়িং কাগজের বামদিকে আঁকা নিয়ম, সুতরাং ঐ স্থানে একটি সরলরেখা টেনে সম্মুখ দেওয়ালের বাইরের দৈর্ঘ্যকে নির্দিষ্ট স্কেলে এর উপর কেটে নিতে হয়। এখন এর উভয় পার্শ্বে লম্বভাবে রেখা টানতে হয়। এবার দেওয়ালের প্রস্থ সম্পর্কে ঐ একই স্কেলে রেখা দুটির উপর চিহ্নিত করতে হয়। ছেদবিন্দু দুটিকে যুক্ত করে উপরের দিকে একটি অনুভূমিক টানতে হয়।

এবার দেয়ালের প্রস্থ মাপকে ঐ একই স্কেলে নিয়ে ঐ পরিমাণ দূরত্বে পূর্বে টানা রেখাগুলোর সমান্তরালরূপে ভিতরের দিকে রেখা টানা হয়। এখন জানালা এবং দরজার ওপেনিং এর কেন্দ্র দেওয়ালের কর্নার হতে যে পরিমাণ দূরে অবস্থিত, তাকে পূর্বের ন্যায় একই স্কেলে কেন্দ্ররেখা (Centre line) টানতে হয়। পরে দরজার ও জানালা, দেওয়ালের উপরিভাগ হতে যে পরিমাণ দূরে বসানো আছে ঐ দূরত্বে এবং ছেদিত অবস্থায় চৌকাঠের দৃশ্য যে প্রকার হয়ে থাকে ঐ প্রকার দৃশ্য সরলরেখা দ্বারা অঙ্কন করা হয়। শেষে পার্টিশন দেওয়ালের (Partition wall) কেন্দ্র রেখা টেনে এটা এবং সিঁড়ি, বারান্দা ইত্যাদি অঙ্কন করা হয়।

সেকশনাল প্ল্যানে জানালার উপরস্থ ছাজা (Chajja) বা সানশেড (Sunshade) এবং ছাদের তলে অবস্থিত বিম (Beam) দৃশ্যে আসে না। তথাপি এদের অস্তিত্বকে বুঝানোর জন্য সাধারণত প্ল্যানে ছিন্ন রেখা (Dotted line) দ্বারা দেখানো হয়ে থাকে। সুতরাং এদের জন্য মাপ অনুযায়ী যথাস্থানে ছিন্ন রেখা টানা হয়। বুনিয়াদের ফুটিং (Footing) কে ড্রয়িং এ সাধারণ নীতিতে ছিন্ন রেখা দ্বারা দেখানোর প্রয়োজন হলেও তাকে একইভাবে দেখানো প্রচলিত নিয়ম নয়।

অবশেষে, দৃশ্যটিতে দেওয়ালের যে যে স্থান ছেদিত হয়েছে ঐ সকল স্থানে ৪৫° কোণে নত ছেদ রেখা (Sectional lines) টানতে হয়। ব্যবহারিক ড্রয়িং এই প্রকার ছিন্ন রেখা না টেনে ছেদিত স্থানে রং প্রয়োগের রীতিও প্রচলিত আছে।

 

সেকশনাল প্ল্যান

 

সম্মুখ এলিভেশন (Front elevation) :

প্রথমে ভূমিতল রেখা (Ground line) টেনে নির্দিষ্ট উচ্চতায় মেঝে এবং ছাদের তল (Ceiling) সূচক রেখা টানা হয়। পরে প্ল্যান হতে প্রজেকশন রেখা টেনে জানালার অবস্থান ও উচ্চতা নির্দিষ্ট করে ছাদসহ দৃশ্যটিকে সম্পূর্ণ করতে হয়।

 

দুই বা ততোধিক তলাবিশিষ্ট দালান (Building with two or more storeys) :

দুই বা ততোধিক তলাবিশিষ্ট দালান সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলো বিশেষভাবে স্মরণ রাখা প্রয়োজন। অন্য সকল বিষয় প্রায় একতলা দালানের অনুরূপ ।

 

১। ফাউন্ডেশন (Foundation) :

একাধিক তলাবিশিষ্ট দালানের ওজন একতলা দালানের ওজন অপেক্ষা সর্বদা বেশি হয়ে থাকে বলে এর ফাউন্ডেশন বা বুনিয়াদ অধিকতর প্রশস্ত ও গভীর করা আবশ্যক।

 

২। সুপারস্ট্রাকচার (Superstructure) :

নিচের তলার দেওয়ালের গ্রন্থ ২৫৪ মিমি হলে এর উপরের তলার দেওয়ালের প্রস্থ অন্তত ২৫৪ মিমি হতে হবে। আর নিচের তলার দেওয়ালের গ্রন্থ যদি ৩৮১ মিমি হয়, তাহলে উপরের তলার দেওয়ালের গ্রন্থ ৩৮১ মিমি বা ২৫৪ মিমি হবে।

 

৩। মেঝে (Floor) :

 উপরের তলার মেঝে নিচের তলার ছাদ হয় বলে নিচের তলার ঢালাই ছাদের উপর সিমেন্ট বা টাইলস দিলেই উপরের তলার মেঝের কাজ হয়।

 

৪। সিঁড়িঘর (Staircase) :

দুই বা ততোধিক তলাবিশিষ্ট দালানের সিঁড়িঘর থাকা একান্ত আবশ্যক ।

 

 

উদাহরণ-১। প্রদত্ত তথ্যাদির সাহায্যে একটি একতলা বাড়ির রেখাচিত্র হতে প্ল্যান, সম্মুখ ও পার্শ্বদৃশ্য, ছেদিত দৃশ্য এবং অর্থ দৃশ্য ও অর্ধ-ছেদিত দৃশ্য অঙ্কন করা।

সম্মুখ তথ্যাবলি ঃ (সমস্ত মাপ সেন্টিমিটারে)

সমস্ত দেওয়ালের প্রস্থ-২৫

প্লিন্থ এর প্রস্থ-৩৭.৫, উচ্চতা-৬০

ভিত (Foundation)এর গভীরতা-৭৮, বিস্তার-৯০ উচ্চতা-৩০০

কক্ষের দরজা (দ১) -১০০ x ২১০, ২-৭৫x ২১০

জানালা (জ) -৮০x১৪০

ইটের পিলার-২৫x২৫

আরসিসি লিন্টেল-২৫x১৫

প্যারাপেটের উচ্চতা-৬০, বিস্তার-২৫

জল ছাদের পুরুত্ব-৭.৫০আরসিসি স্ল্যাবের পুরুত্ব- ১০

কার্নিশ এর গড় পুরুত্ব- ৮.৫ ও ৬০ বর্ধিত আরসিসি সানশেড-চওড়া-৪৫, গড় পুরুত্ব-৭.৫

ড্রপ ওয়ালের পুরুত্ব-৫ ও৬০ ঝুলন্ত

চৌকাঠ-১০x ৮

ডিপিসি-২.৫

মেঝের পুরুত্ব-৮, এক ইটের ফ্লাট সোলিং এর উপর ।

অন্যান্য মাপ ধরে নিতে হবে।

 

 

আরও পড়ুন:

Leave a Comment