ভিত্তি প্রকৌশল ও ভিত্তির ধরণ নির্ধারণের প্রভাবক | Foundation Engineering [66465]

ভিত্তি প্রকৌশল ও ভিত্তির ধরণ নির্ধারণের প্রভাবক আজেকর ক্লাসের বিষয়। ভিত্তি প্রকৌশল ও ভিত্তির ধরণ নির্ধারণের প্রভাবক উপাদান [Foundation Engineering & Factors Determining the type of Foundation] ক্লাসটি ভিত্তি প্রকৌশল [ Foundation Engineering ]৬৬৪৬৫ [66465] কোর্সের অংশ। ভিত্তি প্রকৌশল (৬৬৪৬৫) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলোজির অংশ।

 

ভিত্তি প্রকৌশল ও ভিত্তির ধরণ নির্ধারণের প্রভাবক

প্রভাবক কী? এর প্রকারভেদ আলোচনা কর (Catalyst and its types)

যে সব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে, তাকে প্রভাবক বা অনুঘটক বলে। প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার গতি প্রভাবান্বিত প্রভাবন (catalysis) বলে।

 

 

প্রভাবকের বিক্রিয়ার হার বৃদ্ধির ক্ষেত্রে নিম্নোক্ত দুটো প্রধান ভূমিকা বা বৈশিষ্ট্য রয়েছে :

(১) প্রতিটি প্রভাবক সংশ্লিষ্ট বিক্রিয়ায় বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি (activation energy) কে হ্রাস করে বিক্রিয়াটি নতুনভাবে, নিম্নশক্তির ধারায় বা মেকানিজমে সংঘটিত করে।

(২) প্রভাবক উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী ও পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। প্রভাবক বিহীন কোনো বিক্রিয়ায় যে পরিমাণ ‘উৎপাদ’ তৈরি হয়; ঐ বিক্রিয়ায় প্রভাবক ব্যবহার করে একই পরিমাণ ‘উৎপাদ’ কম সময়ে তৈরি করা সম্ভব হয়। তখন ঐ বিক্রিয়াটি অধিকতর দ্রুত সম্পন্ন হয় মাত্র।

(৩) প্রভাবক কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না।

(৪) প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। অর্থাৎ, একটি নির্দিষ্ট বিক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট প্রভাবক ব্যবহৃত হয়।

(৫) বিক্রিয়া শেষে প্রভাবকের ভরের বা গঠনের কোনো পরিবর্তন ঘটে না।

(৬) সামান্য পরিমাণ প্রভাবকে বিক্রিয়ার বেগ কাঙ্ক্ষিত মানে বৃদ্ধি বা হ্রাস করতে পারে।

(৭) বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক একটি সরলতম বিকল্প পথ সৃষ্টি করে যাতে সক্রিয়ণ শক্তি হ্রাস পায়।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কার্যভিত্তিক প্রভাবসমূহকে নিম্নোক্ত চার শ্রেণিতে বিভক্ত করা যায় :

১।  ধনাত্মক প্রভাবক (Positive Catalyst): যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে আরো বৃদ্ধি করে, তাকে ধনাত্মক প্রভাবক বলে এবং এ বিষয়টিকে ধনাত্মক প্রভাবন বলে। যেমন, পটাসিয়াম ক্লোরেট (KClO5) কে উত্তপ্ত করে O2 গ্যাস প্রস্তুতকালে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO2) ধনাত্মক প্রভাবকরূপে ক্রিয়া করে।

2KClO3⟶Δ,MnO22KCl+3O2

২।  ঋণাত্মক প্রভাবক (Negative Catalyst): যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে, তাকে ঋণাত্মক প্রভাবক বলে এবং বিষয়টিকে ঋণাত্মক প্রভাবন বলে। যেমন, H2O2 কক্ষ তাপমাত্রায় বিয়োজিত হয়ে পানি ও O2 গ্যাস উৎপন্ন করে। কিন্তু কয়েক ফোঁটা ফসফরিক এসিড H3PO4 যোগ করলে H2O2 এর বিয়োজন হ্রাস পায়।

2H2O2⟶25∘C2H2O+O2 [স্বাভাবিক বিয়োজন] 2H2O2⟶H3PO42H2O+O2 [বিয়োজন মন্থর]

৩।  অটো প্রভাবক বা স্ব-প্রভাবক (Auto Catalyst): কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের একটি নিজেই প্রভাবকের ধর্ম সম্পন্ন হয় এবং তা নিজেই ঐ বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, তাকে অটো প্রভাবক বা স্ব-প্রভাবক বলে এবং এ বিষয়টিকে প্রভাবন বলা হয়।

যেমন, অক্সালিক এসিডের দ্রবণে H2SO4 মিশ্রিত KMnO4 দ্রবণ ফোঁটায় ফোঁটায় যোগ করলে প্রথমে পারম্যাঙ্গানেট গোলাপী বর্ণ ধীরে ধীরে দূর হয়। কিন্তু কিছুক্ষন পরেই দ্রবণে কিছু Mn2+ আয়ন উৎপন্ন হওয়া মাত্রই KMnO4 দ্রবণের গোলাপী বর্ণ দ্রুত দূর হয়। এক্ষেত্রে উৎপন্ন MnSO4 এর ম্যাঙ্গানিজ আয়ন (Mn2+) স্ব-প্রশন ক্রিয়া করে এবং এর ক্রিয়াকে স্ব-প্রভাবন বলা হয়।

5(COOH)2+2KMnO4+3H2SO4⟶K2SO4+2MnSO4+10CO2+8H2O

অক্সালিক এসিড  K-পারম্যাঙ্গানেট

৪।  আবিষ্ট প্রভাবক : কোনো বিক্রিয়ার একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে তার অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে; কিন্তু পৃথকভাবে তাদের মধ্যে কোনো বিক্রিয়া ঘটে না। তখন ঐ বিশেষ বিক্রিয়কটিকে পরের বিক্রিয়া আবিষ্ট প্রভাবক বলে এবং তার এরূপ ক্রিয়াকে আবিষ্ট প্রভাবন বলা হয়।

যেমন, সোডিয়াম সালফাইট (Na2SO3) এর প্রবণে O2 গ্যাস চালনা করলে (Na3AsO3) জারিত হয়ে Na2SO4 উৎপন্ন হয়; কিন্তু অনুরূপ অবস্থায় সোডিয়াম আর্সেনাইট (Na3AsO3) অক্সিজেন দ্বারা জারিত হয় না। অথচ সোডিয়াম সালফাইট ও আর্সেনাইটের মিশ্র দ্রবণে 2 গ্যাস চালনা করলে উভয়েই জারিত হয়।

 

নির্ধারণের প্রভাবক

 

ভিত্তি প্রকৌশল ও ভিত্তির ধরণ নির্ধারণের প্রভাবক নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Leave a Comment