নিষ্কাশন নালা | অধ্যায়-১১ | সিভিল কন্সট্রাকশন ২

আজকে আমাদের আলোচনার বিষয় – নিষ্কাশন নালা যা অধ্যায়-১১ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

নিষ্কাশন নালা

সংজ্ঞা

খোলা বা বন্ধ যে নালার সাহায্যে ভবনের বা বাসাবাড়ির রান্নাঘর, গোসলখানা, বেসিন ইত্যাদি থেকে নির্গত তরল বর্জ্য বহন করে নগর বা গৌর কর্তৃপক্ষের সিউয়ার পাইপে বা উপযুক্ত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় তাকে নিকাশণ নালা বলে। বিএনবিসি ২০২০ অনুসারে A drainage system (drainage piping) includes all the piping within public or private premises, which conveys sewage, rain water, or other liquid wastes to a legal point of disposal, but does not include the mains of a public sewer system or a private or public sewage treatment or disposal plant.”

 

নিষ্কাশন নালা

চিত্রঃ একটি বাড়ীর নিষ্কাশণ নালা

রুফ ড্রেনেজ, ওয়াল ড্রেনেজ পাইপ ফিটিংস এর কলা কৌশল

১) রুফ ড্রেনেজে পর্যাপ্ত সংখ্যক আউটলেট বা বৃষ্টির পানি অপসারণের স্থান থাকতে হবে।
Wastowator

২) ওয়াল ড্রেনেজ পাইপের রুফ ড্রেনেজ অংশ তুলনামূলক ঢালু এবং ওপেনিং একটু বড় হতে পারে যাতে পানি জমে না থেকে দ্রুত সরে যেতে পারে।

৩) পাইপ ফিটিংস এমন ভাবে লাগাতে হবে যেন অনায়াসে পানি সরে যেতে পারে। এজন্য বেন্ড ব্যবহার না করে ছাদের কানিশ বৃদ্ধি করা উচিত।

৪) সকেট, বেন্ড ডিজাইনার কর্তৃক প্রদেয় সাইজের এবং ড্রয়িং এ প্রদর্শিত স্থানে স্থাপন করতে হবে। ৫) প্রয়োজনবোধে একটি পাইপ আপার পাইপ কর্তৃক অতিক্রমের ক্ষেত্রে এদের মধ্যকার কোণ ৪৫০ এর কম হবে না।

৬) ঢালু ছাদের পানি নিষ্কাশণের সময় পাইপের মাথায় গাটার স্থাপন করে পানি পাইপের মাধ্যমে নিষ্কাশণ করতে হবে।

৭) ভাল গ্রেডের মান সম্মত পাইপ ও পাইপ ফিটিংস ব্যবহার করতে হবে। প্রয়োজনে ল্যাবরেটরিতে পরীক্ষা করে ব্যবহার করতে হবে।

সারফেস ড্রেনের ক্ষেত্র

ইমারতের বৃষ্টির পানি নিষ্কাশণের জন্য সার্ফেস ড্রেন ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত ছোট আয়তনের পৌর এলাকাতে এর প্রচলন রয়েছে। বড় নগর বা শহরে সিউয়ার লাইন থাকার কারণে কম ব্যবহার হয়। যেখানে সিউয়ার লাইন নেই সেখানে বৃষ্টির পানি রান্না ঘর হতে উৎপন্ন ধোয়া পানি বা সালেজ (sullage) সার্ফেস ড্রেনের মাধ্যমে সংগ্রহ করা হয়। যেহেতু এধরনের ব্যবহৃত পানি বা সালেজে ক্ষতিকর উপাদান কম থাকে এবং বৃষ্টির পানির সাথে মিশে অধিক মাত্রায় তরল হয়ে পরিশোধিত হয় ফলে সারফেস ড্রেনের মাধ্যমে তা সংগ্রহ করা হয়।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সারফেস ড্রেন নির্মাণের কৌশল

সারফেস ড্রেন ডিজাইন ও নির্মাণের জন্য তিন ধরনের পাইপিং সিস্টেম ব্যবহার হয়। যথা-

১) সিঙ্গেল স্ট্যাক সিস্টেম (single stack system)

২) ওয়ান-পাইপ সিস্টেম (one-pipe system)

৩) টু-পাইপ সিস্টেম (two-pipe system)

ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় নকশা পাঠ

 

নিষ্কাশন নালা
চিত্রঃ সিঙ্গেল স্ট্যাক সিস্টেম (single stack system)

 

নিষ্কাশন নালা
চিত্রঃ অন-পাইপ সিস্টেম (one-pipe system)

 

নিষ্কাশন নালা
চিত্রঃ টু-পাইপ সিস্টেম (Two-pipe system)

 

নিষ্কাশন নালা
চিত্রঃ ম্যানহোল ডিটেইল (গভীরতা ১মিঃ এবং নিচে)

 

নিষ্কাশন নালা
চিত্রঃ  ফ্লপ ম্যানহোল

 

নিষ্কাশন নালা
চিত্রঃ ফ্লেক্সিবল পাইপ বেডিং

আন্ডার গ্রাউন্ড ড্রেন নির্মাণের নিরাপত্তা

ঝুঁকি মূল্যায়ন ও ঝুঁকি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থাসমূহ

উল্লেখযোগ্য স্বাস্থ্য এবং নিরাপত্তা ঝুঁকিঝুঁকির মাত্রাঝুঁকি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থাসমূহ

কাটা গর্তে পড়ার ঝুঁকি।উচ্চ
  • গর্ত নিরাপত্তা বেড়া দিয়ে বা ঢেকে রাখতে হবে।
  • গর্ত করার পূর্বে উপযুক্ত সতর্কতামূলক বার্তা উন্মুক্ত ও যথা স্থানে প্রদর্শন করতে হবে।
  • গর্তের চারিদিকে গার্ড রেইল বা টো বোর্ড রাখতে হবে।
  • প্রয়োজন অনুপাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে।
  • গর্তের নিকট চলাচলের রাস্তা সাচ্ছন্দ্যময় হতে হবে।
গর্ত ভেঙ্গে পড়ার বুকিউচ্চ
  • গর্তের দেয়াল নিরাপদ কোনে খুঁড়তে হবে (মাটির ধরণের উপর নির্ভর করে)।
  • শিট, প্রপ (ঠেকনা) বা ট্রেন্স বক্সের সাহায্যে গর্তের ভারসাম্য ধরে রাখতে হবে।
  • শ্রমিকেরা ভারসাম্যহীন গর্তে প্রবেশ করবে না।
  • বেরিয়ার বা স্টপ ব্লক দিয়ে গর্তের পাড় রক্ষা করতে হবে।
মাটি বা অন্য বস্তু পড়ে আঘাত পাওয়া।মধ্যম
  • গর্তের পাড় হতে নিরাপদ দূরত্বে মালামাল জমা করতে হবে।
  • শ্রমিকেরা যথেষ্ট পরিমাণে ব্যক্তিগত নিরাপত্তা যন্ত্রপাতি (PPE) ব্যবহার করবে।
হাতে হাতে মালামাল স্থাপননিম্ন
  • চূড়ান্ত স্থাপনের স্থানের নিকটে ড্রেনেজ পাইপ যন্ত্রপাতির সাহায্যে স্থানান্তর করা উচিত।
  • কমপক্ষে দুইজন ধরে পাইপ স্থাপন করতে হবে।
চালুকৃত বা ব্যবহৃত ডেনের সাথে কাজ করা।উচ্চ
  • স্বাস্থ্য ঝুঁকি যেমন- বিষাক্ত গ্যাস নির্গমন হতে বাঁচতে রেস্পিরেটর ব্যবহার করা উচিত।

 

আন্ডার গ্রাউন্ড চেন নির্মাণের কৌশল

 

নিষ্কাশন নালা

 

নিষ্কাশন নালা

 

আরও দেখুন :

Leave a Comment