নীট সিমেন্ট ফিনিশিং

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ নীট সিমেন্ট ফিনিশিং। নিট- সিমেন্ট ফিনিশিং [ Knit cement finishing ] এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি ও দাখিল ভোকেশনাল ডিসিপ্লিনের, বিল্ডিং মেইনটেনেন্স [৬৪১৩] Building Maintenance [6413] বিষয়ের, ২১ম অধ্যায়ের [Chapter 21] পাঠ যা ৯ম শ্রেণীতে [ Class 9] পড়ানো হয়।

 

নীট সিমেন্ট ফিনিশিং

 

নীট সিমেন্ট ফিনিশিং

 

নিট সিমেন্ট ফিনিশিং-এর সংজ্ঞা

সিমেন্ট-পানি একত্রে গুলে সদ্য নির্মিত প্লাস্টার বা আন্তরের উপর প্রলেপ দেওয়াকে নিট সিমেন্ট ফিনিশিং বলে।

 

নিট সিমেন্ট ফিনিশিং-এর প্রয়োজনীয়তা

*আস্তরকৃত পৃষ্টকে মসৃন করার জন্য।

* আন্তরকৃত পৃষ্টকে স্থায়ী করার জন্য। 

* আন্তরকৃত পৃষ্টকে শক্তিশালী করার জন্য।

* পানিরোধী করার জন্য।

* ক্ষয়রোধী করার জন্য।

*সৌন্দর্য্য বৃদ্ধি করার জন্য।

*আন্তরকৃত পৃষ্টকে সহজে পরিষ্কার করার জন্য ।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

নিট সিমেন্ট ফিনিশিং-এর ক্ষেত্রসমূহ

নিট সিমেন্ট ফিনিশিং করার ক্ষেত্রসমূহ নিম্নরূপ :

* মেঝো

* জানালার সিল

* সিঁড়ির ধাপ

* প্লিন্থ ওয়াল/ টপ

* ড্রেন

* টয়লেট

* স্কার্টিং

* রেলিং এন্ড রেইল

* প্যারাপেট ওয়াল টপ

* প্লিন্থ প্রটেকশান

* প্রাচীরে টপ

* পানির ট্যাংক

 

নিট সিমেন্ট ফিনিশিং পদ্ধতি

সাধারণত তিনটি ধাপে নিট সিমেন্ট ফিনিশিং করার কাজ সম্পন্ন করা হয়, যথা-

আস্তরকরণ : যে স্থানে নিট সিমেন্ট ফিনিশিং করার কাজ করতে হবে, সেখানে প্রথমে মসলা দিয়ে আস্তর করে নিতে হবে।

মিশ্রণ প্রস্তুতকরণ : সাধারণত পোর্টল্যান্ড সিমেন্টের সাথে প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ পানি মিশিয়ে ঘন তরল তৈরি করা হয়।

মিশ্রণ প্রয়োগ : সদ্য প্লাস্টারকৃত পৃষ্ঠতল কিছুটা শক্ত হবার পর সিমেন্টে পানি মিশ্রিত ঘন তরল ঢেলে দিতে হবে এবং কর্নি বা পাট্টা দিয়ে সমহারে প্রলেপ দিতে হয়, অনেক ক্ষেত্রে আকর্ষণীয় করার জন্য কাঙ্খিত রঞ্জক পদার্থ মিশিয়ে নিতে হয়। সব শেষে কিউরিং করতে হবে।

 

নিট সিমেন্ট ফিনিশিং মেরামত পদ্ধতি :

নিম্নে নীট সিমেন্ট ফিনিশিং মেরামত পদ্ধতির ধাপ অনুযায়ী বর্ণনা দেওয়া হলো :

১ম ধাপ : ক্ল হেমার ও বলস্টারের সাহায্যে নষ্ট হওয়া নিট সিমেন্ট ফিনিশিং জায়গা এবং এর আশপাশের জায়গা ভালমতো পরিষ্কার করতে হবে।

২য় ধাপ : সিমেন্টে পানি মিশ্রিত ঘন তরল মিশ্রন তৈরি করতে হবে।

৩য় ধাপ : পাট্রাতে মসলা নিয়ে নষ্ট হওয়া নিট সিমেন্ট ফিনিশিং-এর জায়গাতে লাগাতে হবে।

৪র্থ ধাপ : পৃষ্ঠতল কিছুটা শক্ত হবার পর সিমেন্টে পানি মিশ্রিত ঘন তরল ঢেলে দিতে হবে এবং কর্নি বা পাট্টা দিয়ে সমহারে প্রলেপ দিয়ে সমান করতে হবে।

 

নীট সিমেন্ট ফিনিশিং

 

অনুশীলনী – ২১

অতি সংক্ষিপ্ত প্রশ্ন :

১. নিট সিমেন্ট ফিনিশিং কী?

২. আস্তর করণ কী?

সংক্ষিপ্ত প্রশ্ন :

১. নিট সিমেন্ট ফিনিশিং-এর প্রয়োজনীয়তা লেখ ।

২. নিট সিমেন্ট ফিনিশিং করার ক্ষেত্রসমূহ কী কী ?

৩. নিট সিমেন্ট ফিনিশিং মেরামত পদ্ধতি লেখ।

রচনামূলক প্রশ্ন :

১. নিট সিমেন্ট ফিনিশিং পদ্ধতি বর্ণনা কর।

 

নিট সিমেন্ট ফিনিশিং নিয়ে বিস্তারিত :

 

 

আরও দেখুনঃ

Leave a Comment