পাইলের প্রকারভেদ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর “পাইলের গঠন” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।
Table of Contents
পাইলের প্রকারভেদ
(ক) কার্যসম্পাদন বা ব্যবহার (Function or use) অনুযায়ী ঃ
১। ভারবাহী বা বিয়ারিং পাইল (Bearing pile)
২। ঘর্ষণ পাইল (Friction pile)
৩। কম্প্যাকশন পাইল (Compaction pile)
৪। টেনশন বা আপলিফট পাইল (Tension or uplift pile)
৫। নোঙ্গর বা অ্যাঙ্কর পাইল (Anchor pile)
৬। শিট পাইল (Sheet pile )
৭। ব্যাটার পাইল (Batter pile)
৮। ফেন্ডার পাইল (Fender pile )
৯। ডলফিন পাইল (Dolphin pile)।
(খ) নির্মাণসামগ্রী (Materials and composition) অনুযায়ী ঃ
১। টিম্বার পাইল (Timber pile )
২। কংক্রিট পাইল (Concrete pile)
৩। কম্পোজিট পাইল (Composite pile)
৪। স্টিল পাইল (Steel pile)
৫। স্যান্ড পাইল (Sand pile)।
কংক্রিট পাইলের শ্রেণিবিভাগ ঃ
(ক) প্রি-কাস্ট কংক্রিট পাইল (Pre-cast concrete pile)
(খ) কাস্ট-ইন-সিটু পাইল (Cast-in-situ pile)
(i) ড্রিভেন পাইল ( Driven pile )
১। কেসড (Cased)
২। আনকেসড (Uncased)
(ii) বোরড় পাইল (Bored pile)
১। প্রেসার পাইল (Pressure pile)
২। আন্ডার রিমড পাইল (Under-reamed pile)
৩। বোরড় কম্প্যাকশন পাইল (Bored compaction pile)
(গ) প্রি-স্ট্রেসড কংক্রিট পাইল (Pre-stressed concrete pile)।
কেসড কাস্ট-ইন-সিটু কংক্রিট পাইলের শ্রেণিবিভাগ :
১। রেমন্ড পাইল (Raymond pile)
২। ম্যাক-আর্থার কেসড পাইল (Mc-arthur cased pile)
৩। মনোটিউব পাইল (Monotube pile)
৪। সোয়াজ পাইল (Swage pile)
৫। বাটন বটম পাইল (Button bottom pile) ।
আনকেসড কাস্ট-ইন-সিটু পাইলের প্রকারভেদ :
১। সিমপ্লেক্স পাইল (Simplex pile)
২। ফ্রাঙ্কি পাইল (Franki pile)
৩। ভাইব্রো পাইল (Vibro pile)
৪। পেডেস্টাল পাইল (Padestal pile)।
স্টিল পাইলের প্রকারভেদ :
১। এইচ-পাইল (H-pile)
২। পাইপ পাইল (Pipe pile)
৩। বক্স পাইল (Box pile )
৪। স্ক্রু-পাইল (Screw pile)
৫। শিট পাইল (Sheet pile)।
শিট পাইলের শ্রেণিবিভাগ -ঃ
১। টিম্বার শিট পাইল (Timber sheet pile)
২। কংক্রিট শিট পাইল (Concrete sheet pile)
৩। স্টিল শিট পাইল (Steel sheet pile)।
(গ) নির্মাণপদ্ধতি (Method of construction ) অনুযায়ী ঃ
১। প্রি-কাস্ট পাইল (Pre-cast pile)।
২। কাস্ট-ইন-সিটু পাইল (Cast-in situ pile) ।
আরও পড়ুন:
- নির্দেশক ভগ্নাংশ [Representative fraction]
- স্কেলের সংজ্ঞা