আরসিসি কাস্ট-ইন-সিটু পাইলের বিস্তারিত চিত্র অঙ্কন

আরসিসি কাস্ট-ইন-সিটু পাইলের বিস্তারিত চিত্র অঙ্কন আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “পাইন ও পাইল ক্যাপের বিস্তারিত চিত্র অঞ্চন [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

আরসিসি কাস্ট-ইন-সিটু পাইলের বিস্তারিত চিত্র অঙ্কন

 

৫.১ আরসিসি কাস্ট-ইন-সিটু পাইলের বিস্তারিত চিত্র অঙ্কন (Draw the detail drawing of Cost-in-situ piles):

কার্যস্থলে মাটির মধ্যে নির্দিষ্ট গভীরতা পর্যন্ত গর্ত খনন করে যে পাইল ঢালাই করা হয়, তাকে কাস্ট-ইন-সিটু পাইল বলে। এ পাইল প্ল্যান কংক্রিটের অথবা রিইনফোর্সড কংক্রিট এর হতে পারে।

(ক) কেসড কাস্ট-ইন-সিটু পাইল :

ম্যাক-আর্থার (Mac-Arthur) পাইলের নির্মাণপদ্ধতি :

১। প্রথমে ফাঁপা টিউব বা ফাঁপা লোহার কেসিং পাইপকে কোরসহ আঘাত করে মাটির অভ্যন্তরে নির্দিষ্ট গভীরতায় বসানো হয়।

২। তারপর কোরকে উত্তোলন করা হয় এবং নিচের প্রান্ত আবদ্ধ একটি করোগেটেড স্টিল শেল (Corrugated steel shell) কেসিং এর মধ্যে স্থাপন করা হয়।

৩। শেল এর মধ্যে কংক্রিট দ্বারা স্তরে স্তরে, পূর্ণ এবং র‍্যামিং করে দৃঢ়বদ্ধ করা হয়। সম্পূর্ণ ঢালাই হলে কেসিংকে উঠিয়ে ফেলা হয়। প্রয়োজন হলে রডের খাঁচা প্রবেশ করিয়ে কংক্রিট দ্বারা ঢালাই করা হয়।

নিম্নের চিত্রে ম্যাক-আর্থার পাইল তৈরির ধাপসমূহ দেখানো হলো ঃ

 

পাইলের বিস্তারিত চিত্র অঙ্কন

কাস্ট-ইন-সিটু পাইলে রিইনফোর্সমেন্ট এর ব্যবহার ৫.২ নং চিত্রে লম্বালম্বি ও ক্রস সেকশন দেখানো হলো। সাধারণত বৃত্তা‍ সেকশনের কাস্ট-ইন-সিটু পাইলে সচরাচর কলামে ব্যবহৃত লংগিচুডিনাল ও ট্রাভার্স রিইনফোর্সমেন্ট এর ব্যবহারের অনুরূপ। ট্রা রিইনফোর্সমেন্ট সাধারণ স্পাইরাল করে ওয়েল্ডিং জোড়ের সাহায্যে লংগিচুডিনাল রিইনফোর্সমেন্ট এর সাথে আটকানো হয়।

 

পাইলের বিস্তারিত চিত্র অঙ্কন

 

সোয়াগ (Swage) পাইলের নির্মাণপদ্ধতি ঃ

১। প্রথমে প্রি-কাস্ট কংক্রিটের তৈরি প্লাগের (Plug) উপর কোরসহ পাতলা স্টিল শেল স্থাপন করা হয়। 

২। পাইপকে (Shell) আঘাত করে বসানো হয়। প্লাগকে পাইপের অভ্যন্তরে এমনভাবে প্রবেশ করানো হয়, যেন পাইপের মধ্যে পানি প্রবেশ করতে না পারে। এ অবস্থায় কোরটি প্লাগের উপরে আসে।

৩। শেলসহ কোরের উপর আঘাত করে প্রয়োজনীয় গভীরতা পর্যন্ত প্রবেশ করানো হয়। 

৪। প্রয়োজনীয় গভীরতা পর্যন্ত পৌছানোর পর শেলের মধ্য হতে কোরকে উত্তোলন করে বাইরে আনা হয় ।

৫। শেলের মধ্যে স্তরে স্তরে কংক্রিট দ্বারা পূর্ণ এবং র‍্যামিং করা হয়। এভাবে পাইলের কাজ সম্পূর্ণ করা হয়। প্রয়োজনবোধে লোহার খাঁচা প্রবেশ করিয়ে কংক্রিট দ্বারা ঢালাই করা হয়। নিম্নের চিত্রে সোয়াগ পাইল তৈরির ধাপসমূহ দেখানো হলো :

 

পাইলের বিস্তারিত চিত্র অঙ্কন

 

খ) আনকেসড কাস্ট-ইন-সিট পাইল ঃ এ পাইল তৈরি করতে আলাদা কেসিং (Casing) ব্যবহার করা হয় না। তবে নির্মাণ করার সময় দক্ষ কারিগরের প্রয়োজন হয়। যেখানে গর্ত খনন করলে মাটি পড়ার বা পানি চুইয়ে গর্তের মধ্যে প্রবেশ করার সম্ভাব থাকে না, সেখানে এ জাতীয় পাইল তৈরি করা হয়। ফ্রাংকি পাইল (Franki pile) এর নির্মাণপদ্ধতি ঃ

১। প্রথমে অপসারণযোগ্য ভারী পাইপ শেলকে লিড (Lead) এর সাহায্যে মাটির উপর খাড়াভাবে স্থাপন করা হয়। তারপর এটার তলদেশে প্রায় 0.9 মিটার উঁচু করে কংক্রিট দ্বারা পূর্ণ করা হয়, যা কংক্রিট প্লাগ (Plug) নামে পরিচিত। কংক্রিট শক্ত হলে ড্রপ হ্যামারের সাহায্যে বার বার আঘাত করার ফলে কংক্রিট ঘন ও দৃঢ় হয়ে নিরেট ছিপির (Plug) সৃষ্টি করে। এটার পরিবর্তে শুষ্ক কংক্রিট বা গ্র্যাভেল ব্যবহার করা যায়।

২। ড্রপ হ্যামারের সাহায্যে প্লাগের উপর আঘাত করে কেসিং পাইপ (Pipe shell) কে মাটির ভিতরে প্রবেশ করানো হয়। 

৩। পাইপ নির্দিষ্ট গভীরতায় পৌঁছালে কিছুটা উঁচু করে ড্রপ হ্যামারের সাহায্যে আঘাত করে কংক্রিট প্লাগকে নিচের দিকে বাইর করে দেওয়া হয়। ফলে কংক্রিট প্লাগটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মাশরুম (Mushroom) আকার ধারণ করে। প্রয়োজন হলে আরও আংশিক শুষ্ক কংক্রিট ব্যবহার করা যেতে পারে।

৪। ড্রপ হ্যামারকে উঠিয়ে রড ব্যবহারের প্রয়োজন হলে রডের খাঁচা পাইপের মধ্যে প্রবেশ করানো হয়। আর রডের প্রয়োজন না হলে কংক্রিট দ্বারা পূর্ণ করা হয়। পাইপের তলদেশে এক মিটার উচ্চতায় কংক্রিট ঢেলে ভালোভাবে র‍্যামিং করার পর কেসিং পাইপকে প্রায় এক মিটার পর্যন্ত উত্তোলন করা হয়।

৫। পুনরায় এক মিটার কংক্রিট দ্বারা পূর্ণ এবং র‍্যামিং করার পর কেসিং পাইপকে এক মিটার পর্যন্ত উত্তোলন করা হয়।

এমনিভাবে সমস্ত গর্ত কংক্রিট দ্বারা পূর্ণ এবং র‍্যামিং করে পাইলের নির্মাণকাজ সম্পন্ন করা হয়। এ পাইলের ব্যাস 50 সেমি থেকে 60 সেমি পর্যন্ত করা যায়। আর বৃদ্ধিপ্রাপ্ত বেসের ব্যাস প্রায় 90 সেমি বা তার অধিক হয়।

নিম্নের চিত্রে ফ্রাংকি পাইল নির্মাণের ধাপসমূহ দেখানো হলো ঃ

 

পাইলের বিস্তারিত চিত্র অঙ্কন

 

ভাইব্রো এক্সপ্যানডেড পাইল (Vibro expanded pile) নির্মাণপদ্ধতি ঃ

 ১। কেসিং পাইপ (Tube) এর নিম্ন প্রান্তে কনিক্যাল সু (Conical shoe) ব্যবহার করে মাটির অভ্যন্তরে প্রয়োজনীয় গভীরতায় প্রবেশ করানো হয়।

২। তারপর কংক্রিট দ্বারা পাইপের তলদেশ থেকে নির্দিষ্ট উচ্চতায় পূর্ণ করা হয়। 

৩। কেসিং পাইপ (Tube) কে সম্পূর্ণরূপে উত্তোলন করা হয়। আর কনিক্যাল সু কংক্রিটের নিচে থেকে যায় ।

৪। কেসিং পাইপের সাথে একটি ফ্লাট সু (Flat shoe) সংযুক্ত করে পুনরায় গর্তের মধ্যে প্রবেশ করিয়ে কংক্রিটের উপর স্থাপন করা হয়।

৫। আঘাত করে ফ্লাট সু-সহ পাইপকে কংক্রিটের মধ্যে প্রবেশ করানো হয়। আঘাতের ফলে কংক্রিট চারিদিকে ছড়িয়ে গিয়ে বাল্বের মতো আকার ধারণ করে।

৬। রডের খাঁচা পাইপের মধ্যে প্রবেশ করিয়ে ফ্লাট সু এর উপর স্থাপন করা হয়। কনিক্যাল সু থেকে ফ্লাট সু এক থেকে দুই মিটার উপরে থাকে।

৭। কেসিং পাইপকে কিছুটা উত্তোলন করা হয়। কংক্রিট দ্বারা পূর্ণ এবং র‍্যামিং করার পর আবার কেসিং পাইপকে উত্তোলন করা হয়। এমনিভাবে এ পাইলের নির্মাণকাজ শেষ করা হয়। 

 

নিম্নে আরসিসি কাস্ট-ইন-সিটু পাইল নির্মাণের ধাপসমূহ দেখানো হলো ঃ

 

পাইলের বিস্তারিত চিত্র অঙ্কন

 

ম্যাক-আর্লার পেডেন্টাল পাইপ (Mac- Arthur padesual phile) নির্মাণের ধাপসমূহ নিজের চিত্রে দেখানো হলো ঃ

 

পাইলের বিস্তারিত চিত্র অঙ্কন

 

আরও পড়ুন:

Leave a Comment