পাইলের ভিত্তি

পাইলের ভিত্তি আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “পাইলের গঠন” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

পাইলের ভিত্তি

 

পাইল এক ধরনের সরু কাঠামো (Slender member), যা ভূগর্ভে স্থাপন করা হয়। ভূপৃষ্ঠের সুপারস্টাকচারের লোড ভূগর্ভে শক্ত স্তরের উপর পৌঁছে দেওয়ার মাধ্যমে হিসাবে পাইল ব্যবহৃত হয়। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় প্রায় সর্বত্র ভারী ও শক্তিশালী কাঠামো নির্মিত হচ্ছে। এসব ভারী ও শক্তিশালী কাঠামো নির্মাণ করতে পাইল ভিত্তি প্রয়োজন । বিল্ডিং, ট্রেসল ব্রিজ (Tresstle bridge-কাঠ বা ইস্পাতের উপর বসানো সেতু), পানি সংলগ্ন কাঠামো (যেমন- পিয়ার, ডক্স ইত্যাদি) নির্মাণ করার জন্য পাইল ব্যবহৃত হয়। সাধারণত প্রকল্প এলাকার সব ধরনের ভিত্তির সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো পাইল ভিত্তি। বর্তমানে দালানে পাইল ভিত্তির ব্যবহার সর্বাধিক। নিম্নলিখিত ক্ষেত্রে পাইল ভিত্তির ব্যবহার সুবিধাজনক :

 

পাইলের ভিত্তি

 

১। সুপারস্ট্রাকচারের লোড যখন বেশি হয় এবং অসমভাবে বিস্তৃত করতে হয়।

২। মাটির উপরের স্তরের (অর্থাৎ Topsoil) ভারবহন ক্ষমতা কম হলে। 

৩। সাব-সয়েলে পানির উচ্চতা বেশি হওয়ার কারণে খাদ বা গর্ত হতে পানি পাম্পের সাহায্যে নিষ্কাশন করে অগভীর ভিত্তি নির্মাণ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল হলে।

8। সাব-সয়েলে পানির লেভেল নিয়ত পরিবর্তনশীল হলে। 

৫। যদি গভীর স্ট্রিপ ফাউন্ডেশনের জন্য গর্তের পার্শ্বে টিম্বারিং করা অসুবিধা হয়, অর্থাৎ ভিত্তির খাদ বা গর্ত খনন সম্ভব না হলে ।

৬। সমুদ্র উপকূলে অথবা নদীর তীরের কাঠামোতে বেগে ধাবমান (Scouring) পানির ক্রিয়া বিপজ্জনক হলে।

৭। খাল বা গভীর ড্রেনেজ লাইন ভিত্তির পার্শ্বে অবস্থিত থাকলে ।

৮। মাটির উপরিস্তর (Topsoil) সম্প্রসারণ প্রকৃতির হলে। 

৯। ডক, পিয়ার এবং অন্যান্য মেরিন স্ট্রাকচার নির্মাণ করতে।

১০। অ্যাঙ্কর হিসাবে ব্যবহৃত হলে।

১১। গ্রিলেজ অথবা র‍্যাফট ফাউন্ডেশন দিতে খরচ বেশি হওয়ার সম্ভাবনা থাকলে।

১২। অগভীর ভিত্তির জন্য প্রয়োজনীয় শক্ত স্তরের গভীরতা বেশি হলে।

১৩। অত্যধিক ঢালবিশিষ্ট ভূপৃষ্ঠে ভিত্তি নির্মাণ করতে হলে। 

১৪। ভরাট ও জলাবদ্ধ এলাকায় ভিত্তি নির্মাণ করতে হলে।

 

পাইলের ভিত্তি

 

 

 

আরও পড়ুন:

Leave a Comment