প্যানেল দরজা এর সম্মুখ দৃশ্য অঙ্কন

প্যানেল দরজা এর সম্মুখ দৃশ্য অঙ্কন আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “কাঠ/স্টিল/অ্যালুমিনিয়ামের দরজা ও জানালার বিস্তারিত চিত্র [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

 

প্যানেল দরজা এর সম্মুখ দৃশ্য অঙ্কন

 

৭.১ প্যানেল দরজার সম্মুখ দৃশ্য অঙ্কন (Draw the elevation of a paneled door) :

দুইটি খাড়া মেম্বার এবং একটি অনুভূমিক মেম্বারের সমন্বয়ে (যাদের চৌকাঠ বলে) দরজার ফ্রেম তৈরি করা হয়। আর এ ফ্রেমের চারিদিকে খাঁজ কেটে এক বা দুই পাল্লা বসিয়ে এ প্রকার দরজা তৈরি করা হয়। টপ রেইল, বটম রেইল, মধ্যবর্তী রেইল এবং স্টাইলের সমন্বয়ে শাটারের ফ্রেম তৈরি করা হয়। স্টাইল এবং রেইলকে খাঁজ কেটে তার মধ্যে প্যানেল বসিয়ে শাটার বা পাল্লা তৈরি হয়। প্যানেল এক বা একাধিক এবং সমতল (Flat) অথবা উঁচু (Raised) আকারের হতে পারে। কাঠ, প্লাইউড, এসি শিট, গ্লাস শিট ইত্যাদিকে প্যানেল হিসাবে ব্যবহার করা হয়। প্যানেল দরজার বৈশিষ্ট্য

১।اد স্টাইল সর্বদা দরজার উপর থেকে নিচ পর্যন্ত অবিচ্ছিন্ন হবে।

২। টপ, বটম এবং মধ্যবর্তী রেইলগুলোর উভয় প্রান্ত স্টাইলের সাথে সংযুক্ত থাকবে। 

৩। স্টাইল এবং রেইলগুলোকে মর্টিজ এবং টেনন জয়েন্ট দিয়ে সংযুক্ত করতে হবে।

৪। যদি মুলিয়ন বা মুটিন (Mullion or Mutine) ব্যবহার করা হয়, তবে রেইলের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ করতে হবে।

৫। টপ এবং ফ্রিজ (Frieze) রেইলের চেয়ে লক (Lock) ও বটম রেইলের প্রশস্ততা বেশি হবে।

৬। পাল্লার নিম্নতল থেকে লক রেইলের কেন্দ্র (Center) পর্যন্ত দূরত্ব বা উচ্চতা সাধারণত ৪০ সেমি ধরা হয়ে থাকে।

৭। স্টাইলের ন্যূনতম চওড়া ১০ সেমি এবং বটম ও লক রেইলের চওড়া ১৫ সেমি ধরা হয়।

৮। কাঠের প্যানেলের ন্যূনতম প্রস্থ ১৫ সেমি এবং পুরুত্ব ২৫ মিমি ধরা হয়।

৯। পাল্লার ফ্রেমের পুরুত্ব ৪ থেকে ৫ সেমি ধরা হয়।

১০। প্যানেল বসানোর সুবিধার জন্য পাল্লার ফ্রেমের ভিতরের পৃষ্ঠে চারিদিকে খাঁজ কাটতে হবে।

 

 

 

 

৭.১ নং চিত্রে দুই পাল্লাবিশিষ্ট ফ্রেমড এবং প্যানেল দরজার বিভিন্ন দৃশ্য দেখানো হলো ঃ

 

প্যানেল দরজা

 

আরও পড়ুন:

Leave a Comment