দালানে নির্মাণ উপকরণ ব্যবহৃত প্রতীক চিহ্ন

প্রতীক চিহ্ন আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “প্রতীক চিহ্ন [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

দালানে নির্মাণ উপকরণ ব্যবহৃত প্রতীক চিহ্ন

 

৩.০ প্রতীক (Symbols) :

ইংরেজি symbol শব্দটির বাংলা পারিভাষিক প্রতিশব্দ হলো প্রতীক। ইংরেজি শব্দটি এসেছে গ্রিক ক্রিয়াপদ ‘সিম্বালেঈন’ (অর্থ: একত্রে ছুঁড়ে মারা) এবং বিশেষ্য ‘সিম্বলোন’ (অর্থ: চিহ্ন; প্রতীক; টোকেন বা নিদর্শন) থেকে। এছাড়া বাংলায় ‘প্রতীক’ শব্দটির অর্থ চিহ্ন; নিদর্শন; সংকেত। বাংলা প্রতীক শব্দটি সংস্কৃত ‘প্রতি+√ই+ঈক’ যোগে গঠিত।

একটি দালান নির্মাণ করতে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হবে তা স্থাপত্যিক ডয়িং এর সেকশনাল ও বিস্তারিত দেখাতে হয়। দালানে যে সকল নির্মাণ উপকরণ ব্যবহৃত হতে পারে তাদের প্রতীক বা চিহ্নসমূহ নিম্নের চিত্রে দেখানো হলো। প্রতীক বা চিহ্নসমূহ সেকশনাল ও এলিভেশন দৃশ্যে দেখানো হয়েছে ।

 

প্রতীক চিহ্ন

 

প্রকৌশলীগণ কোনো দালানের ফ্লোর প্ল্যান, এলিভেশন, সেকশনাল এলিভেশন এবং বিস্তারিত ড্রয়িং করার সময় যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করে থাকেন, সেগুলোকে স্থাপত্যিক প্রতীক । সাধারণত একটি স্থাপত্যিক ফ্লোর প্ল্যানে যে সকল প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তা চিত্র ৩.২ ও ৩.৩-এ দেখানো হলো ঃ

 

প্রতীক চিহ্ন

 

প্রতীক চিহ্ন

 

Heatre (Plumbing symbols) :

দালানের ফ্লোর প্ল্যানে প্লাম্বিং ফিক্সচার, ফিটিংস, পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি প্রদর্শন করতে হয়। ড্রয়িং-এ এগুলো প্রদর্শন করার সময় যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তা নিম্নে দেখানো হলো ঃ

 

প্রতীক চিহ্ন

 

প্রতীক চিহ্ন

 

 

৫.৩.৩ পাইপ লাইনের এলিভেশন এবং পাইপের প্রতীক এর ব্যবহার
৫.৩.৩ পাইপ লাইনের এলিভেশন এবং পাইপের প্রতীক এর ব্যবহার

 

 

৫.৩.৪ বাথরুম বা টয়লেটের গ্লানিং ফিকচার ও ফিটিংস-এর সেকশনাল এলিভেশন এ প্রতীক
৫.৩.৪ বাথরুম বা টয়লেটের গ্লানিং ফিকচার ও ফিটিংস-এর সেকশনাল এলিভেশন এ প্রতীক

 

 

৫.৩.১ প্লাম্বিং কাজে ব্যবহৃত বিভিন্ন পাইপের ও সহায়ক দ্রব্যের সিম্বল
৫.৩.১ প্লাম্বিং কাজে ব্যবহৃত বিভিন্ন পাইপের ও সহায়ক দ্রব্যের সিম্বল

 

 

৫.৩.১ প্লাম্বিং কাজে ব্যবহৃত বিভিন্ন পাইপের সিম্বল
৫.৩.১ প্লাম্বিং কাজে ব্যবহৃত বিভিন্ন পাইপের সিম্বল

 

 

আরও পড়ুন:

 

Leave a Comment